Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

গুগল ম্যাপের ভাষা যেকোন ভাষায় পরিবর্তন করার নিয়ম | Google Maps Voice Change

গুগল ম্যাপের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আমাদের জন্য হয়ে উঠতে পারে অনেক আরামদায়ক। এইসব সেটিংস গুলোর মধ্যে অন্যতম একটি হলো Navigation Voice Change। অর্থাৎ আপনার গুগল ম্যাপের ভাষা পরিবর্তন করা।

google maps navigation voice change


Google Maps বর্তমান সময়ের জন্য অনেক দরকারি একটি অ্যাপস। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বা কোন লোকেশন চেনার জন্য এটি আমাদের অনেক উপকার করে থাকে। এই google ম্যাপ ব্যবহার করে আমরা যে কোন জায়গায় খুব সহজে চলে যেতে পারি।

আমরা যখন গুগল ম্যাপ ব্যবহার করে কোথাও যায় তখন গুগল ম্যাপ আমাদেরকে সাধারণত ইংরেজিতে বলে দেয় কোন দিকে যেতে হবে। অনেক সময় আমরা হয়তো ইংরেজি বুঝতে পারি না । যার ফলে আমাদের সমস্যা হয়।

কিভাবে Google Maps এ Navigation Voice Change করবেন

আমরা যদি গুগল ম্যাপের কয়েকটি সেটিংস পরিবর্তন করে নিতে পারি তাহলে গুগল ম্যাপ ব্যবহার করা আরো বেশি আরামদায়ক হবে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সেটিংস হল নেভিগেশন ভয়েস চেঞ্জ। আপনি চাইলে আপনার পছন্দের ভাষা অনুযায়ী গুগল ম্যাপের নেভিগেশন ভয়েস চেঞ্জ করতে পারেন। এতে করে আপনি যদি গুগল ম্যাপ ব্যবহার করেন তাহলে আপনাকে পছন্দের ভাষায় বা বাংলায় সব direction বলে দিবে এবং maps doesn t talk সমস্যা সমাধান হবে।

আরো পড়ুন: ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ ব্যবহার করার নিয়ম

নেভিগেশন ভাষা পরিবর্তনের ধাপ - Change Voice on Google Maps

আপনি যদি নেভিগেশনের এই ভয়েসটি চেঞ্জ করতে চান তাহলে প্রথমে গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করুন। এবার নিচের কাজগুলো অনুসরণ করুন।

১. উপরে ডান পাশে আপনার যে প্রোফাইল আইকন থাকবে ওই আইকনে ক্লিক করুন। আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন।

২. আপনাকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনি গুগল ম্যাপ এর সম্পূর্ণ সেটিংস দেখতে পাবেন।

google maps voice change in image 1


৩. এখান থেকে চলে আসুন নেভিগেশন অপশনে।

৪. এবার একটু নিচে নামলেই দেখবেন Voice Change নামে একটা অপশন আছে। এ ভয়েস চেঞ্জ এর মধ্যে দেখুন ডিফল্টভাবে ইংরেজি দেয়া আছে। এবার আপনি এখানে ক্লিক করুন। তাহলে আপনি এখানে অনেকগুলো ভাষা দেখতে পাবেন।

৫. এবার আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করে দিন। আপনার কাজ আপাতত শেষ। আবার আপনি চাইলে নিচে Play Test Saound অপশনে ক্লিক করে আপনার ভাষাটি চেক করে নিতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার google ম্যাপের নেভিগেশন ভয়েস চেঞ্জ হয়েছে কিনা।

google maps voice change in image 2


আইফোনে কিভাবে সেটিংসটি চালু করবেন

আপনি যদি iPhone ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনিও পারবেন আপনার ফোনে Google maps language change করতে। উপরের দেখানো নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজেই তা করতে পারবেন।

এখন থেকে আপনাকে গুগল ম্যাপ যত ডিরেকশন দিবে সব বাংলায় বা আপনার পছন্দের ভাষা অনুযায়ী দিবে। আশা করি এই টিপসটি আপনার অনেক উপকারে আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ