Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

vivo v27e মোবাইলের দাম ও ফিচার সমূহ

Vivo v27e হলো ভিভো ব্র্যান্ডের সম্প্রতি প্রকাশিত একটি স্মার্টফোন। এই ফোনটি চমৎকার ডিজাইনে তৈরি ও রয়েছে নানান সব features। এই পোস্টে আমরা ভিভো ভি২৭ই মোবাইলের দাম ও স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব।

vivo v27e mobile price and specification


বর্তমান সময়ের জন্য জনপ্রিয় কয়েকটি মোবাইল ব্র্যান্ডের মধ্যে অন্যতম একটি হল vivo। সম্প্রতি ভিভো একটি নতুন মোবাইল বাজারের নিয়ে এসেছে। আর এটি হলো vivo v27e। বিভিন্ন ফিচারসহ ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে এই মোবাইলের দাম। নিচে ধাপেধাপে জেনে নিব এই মোবাইল সম্পর্কে।

vivo v27e মোবাইলের দাম ও ফিচার

ভিভো কোম্পানির প্রকাশিত নতুন এই মোবাইলটি বর্তমানে বাজারে বিদ্যমান রয়েছে। যার Bangladesh price হল ৩২,৯৯৯ টাকা। তারা তাদের এই স্মার্টফোনটি রিলিজ করেছে ২০২৩ সালে মার্চের ১ তারিখ।

গঠন

এটি উপরে গ্ল্যাস ও প্ল্যাস্টিক ফ্রেম দ্বারা গঠিত। যার পরিমাপ হলো ১৬২.৫ x ৭৫.৮ x ৭.৭ মি.মি। যদি ইঞ্চিতে বলা হয় তাহলে হলো ৬.৪০ x ২.৯৮ x ০.৩০ ইঞ্চি। এটির ওজন হলো ১৮৫ গ্রাম। এর দুটি ন্যানো সিম স্লট রয়েছে। এর দুটি সিমই ডুয়াল স্ট্যান্ডবাই। এটি ল্যাভেণ্ডার পারপল ও গ্লোরি ব্ল্যাক এই দুটি কালারে পাওয়া যাচ্ছে।

অপারেটিং সিস্টেম

vivo v27e মোবাইলটির এন্ড্রয়েড ভার্সন হলো এন্ড্রয়েড ১৩ ও ফানটাচ্ ১৩। যার চিপসেট হলো মিডিয়াটেক এমটি৮৭৮১ হেলিও জি৯৯ (৬এনএম)। এই নতুন মোবাইলটিতে রয়েছে অক্টা-কোর(২x২.২ গিগাহার্জ করটেক্স-এ৭৬ এবং ৬x২.০ গিগাহার্জ করটেক্স-এ৫৫) প্রসেসর। এর জিপিইউ হলো ম্যালি জি৫৭ এমসি২।

ডিসপ্লে

এই মোবাইলে রয়েছে অ্যামোলেড ১২০ হার্জ এর ডিসপ্লে। যার আকার হলো ৬.৬২ ইঞ্চি অর্থাৎ ১০৫.৮ বর্গ সেমি। এর বডি অনুপাতে স্ক্রিন রেশিও হলো ৮৫.৯%। যকর রেজুলেশন ১০৮০x২৪০০ পিক্সেল(৩৮০ পিপিআই ডেনসিটি)

নেটওয়ার্ক

ভিভো v27e মোবাইল এর নেটওয়ার্ক প্রযুক্তি হলো জিএসএম/ এইচএসপিএ/ এলটিই। এছাড়াও এর নেটওয়ার্ক ব্যান্ড হলো ২জি, ৩জি, ৪জি, ৫জি এবং ওয়াইফাই সুবিধাও রয়েছে। এর নেটওয়ার্ক স্পিড হলো এছাড়াও অন্যান্য নেটওয়ার্ক সেটিংস রয়েছে।

কানেক্টিভিটি

vivo v27e মোবাইলটিতে ৫জি ও ওয়াইফাই কানেক্টিভিটি রয়েছে। এর ব্লুতুথ হলো ৬.২। ইউএসবি হলো টাইপ-সি। এছাড়াও এটি জিপিএস ও ওটিজি সাপোর্টেড।

মেমোরি

ভিবো নতুন মোবাইলটিতে অতিরিক্ত কোন এসডি কার্ড স্লট নেই। তবে সিম স্লটে সিম এর পরিবর্তে মেমোরি ব্যবহার করা যাবে। এর RAM ৮জিবি এবং রম বা ইন্টারনাল মেমোরি হলো ২৫৬ জিবি।

ক্যামেরা কনফিগারেশন

ক্যামেরা কনফিগারেশন একটি মোবাইলকে অনেক আকর্ষণীয় করে তোলে। বর্তমানে আমরা সবাই কমবেশি ছবি তোলাতে আসক্ত। তাই মোবাইল কেনার সময় ক্যামেরার দিকটি অনেকে বিবেচনা করে থাকেন। চলুন তাহলে জেনে নিই vivo v27e মোবাইলের ক্যামেরা সম্পর্কে। প্রথমে জেনে নিব এই মোবাইলের পিছনের ক্যামেরা সম্পর্কে। এই মোবাইলের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। আর এই ক্যামেরাগুলো ৬৪, ২ ও ২ মেগাপিক্সেলের। পিছনের ক্যামেরার ফিচার এর মধ্যে রয়েছে রিং এলইডি ফ্ল্যাশ, প্যানারোমা, এইচডিআরসহ আরো অন্যান্য ফিচার। এর পিছনে ক্যামেরার ভিডিও কোয়ালিটি হলো 4K@30/60fps, 1080p@30fps, gyro-EIS।

এবার সামনের ক্যামেরা সম্পর্কে জেনে নিব। এর সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ক্যামেরাতো রয়েছে hdr সহ অন্যান্য চমৎকার ফিচার। এর ভিডিও কোয়ালিটি হলো 1080p@30fps।

ব্যাটারি কনফিগারেশন

একটি মোবাইলের জন্য ব্যাটারি কনফিগারেশন অনেক জরুরী। এই মোবাইলে রয়েছে লিওনেল-পলিমার ৪৬০০ এমএএইচ এর ব্যাটারি। এই ব্যাটারিটি নন রিমুভ্যবল। এর চার্জিং ওয়াট হল ৬৬ ওয়াট। এছাড়াও ১৯ মিনিটে ৫০ পার্সেন্ট চার্জ হওয়ার মত ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

সেন্সর

vivo এর নতুন এই v27e মডেলের মোবাইলে রয়েছে ডিসপ্লের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এই মোবাইলে রয়েছে এক্সিলারমিটার,  গাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সেন্সর।

অন্যান্য ফিচার

উপরোক্ত ফিচারগুলো ছাড়াও এই মোবাইলে রয়েছে অন্যান্য আকর্ষণের সব ফিচার। এই মোবাইলে রয়েছে ৩.৫ এমএম অডিও জ্যাকসহ লাউড স্পিকার সুবিধা। এছাড়াও এই মোবাইলে এনএফসি সুবিধা রয়েছে। আবার এই মোবাইলের ব্রাউজার হল html5।

উপরে আলোচিত ফিচারগুলো ছাড়াও vivo v27e মোবাইলের রয়েছে আকর্ষণীয় সব ফিচার। আশা করি পোস্টটি পড়ে আপনি এই মোবাইলের বিভিন্ন ফিচার ও দাম সম্পর্কে ধারণা পেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ