এই পোস্টের মাধ্যমে আমরা OnePlus Nord 2T 5G মোবাইলের প্রাইস ও এর বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করব। আপনি যদি এই মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে পোস্টটি দেখে নিন।
বর্তমান সময়ের জন্য ওয়ানপ্লাস একটি জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড। এই ব্র্যান্ড কোম্পানি গুলো প্রতিনিয়ত বিভিন্ন নতুন মোবাইল নিয়ে হাজির হয়। এই নতুন মডেলগুলোতে দারুন সব ফিচার যুক্ত থাকে। আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই এই মোবাইলটির বিস্তারিত তথ্য।
টিপস: নতুন মোবাইল কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখা উচিৎ
OnePlus Nord 2T 5G মোবাইলের দাম ও ফিচারসমূহ
প্রথমে আমরা জেনে নেব OnePlus Nord 2T 5G price সম্পর্কে। এর মূল্য হল ৫৪৯৯৯ টাকা(১২/২৫৬ জিবি)। এই মোবাইলটি ২১ মে, ২০২২ সালে লঞ্চ করা হয়।
কানেক্টিভিটি
এই মোবাইলটি টুজি, থ্রিজি, ফোরজি এবং 5g সাপোর্টেড। এছাড়াও dual-band, Wi-Fi direct, Wi-Fi hotspot ওয়াইফাই সুবিধা তো থাকছেই। এটাতে জিপিএস (A-GPS, GLONASS, GALILEO, BDS, NavIC) সুবিধা আছে। এটাতে ডাবল সিম সাপোর্ট করে। এর ইউএসবি ভার্সন হল v2.0। এই মোবাইলে ওটিজি এবং এনএফসি সাপোর্ট করে।
পারফরমেন্স
OnePlus Nord 2T 5G মোবাইলের এন্ড্রয়েড ভার্সন হল ১২ (OxygenOS 12.1)। এর চিপসেট হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 5G (6 nm)। এর প্রসেসর হল Octa Core up to 3.0 GHz are GPU হল Mali G77 MC9।
বডি
এটি প্লাস্টিক ফ্রেম ও ফ্রন্ট এ গরিলা গ্লাস ৫ দ্বারা তৈরি। এর ডাইমেনশন হলো 159.1 x 73.2 x 8.2 মিলিমিটার। এর ওজন হল 190 গ্রাম। এটি Gray Shadow, Jade Fog এই দুই কালারে এভেলেবেল আছে। এই মোবাইলে সিকিউরিটির জন্য রয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস লক এর ব্যবস্থা।
ডিসপ্লে
এর ডিসপ্লে সাইজ হল 6.43 গ্রাম। এর রেজুলেশন হল Full HD+ 1080 x 2400 pixels (409 ppi)। এটাতে AMOLED Touchscreen প্রযুক্তি ও রয়েছে। প্রটেকশন হিসেবে Corning Gorilla Glass 5 তো থাকছেই। এই ডিসপ্লের অন্যতম একটি feature হলো HDR10+, 90Hz রিফ্রেশ রেট।
ক্যামেরা
এবার আমরা জেনে নিব OnePlus Nord 2T 5G মোবাইলের ক্যামেরার সম্পর্কে। প্রথমে এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে বলে নিব। এটির সামনের ক্যামেরা হল ৩২ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরার অন্যান্য বৈশিষ্ট্য গুলো হল F/2.4, 1/2.8″, 0.8µm, auto-HDR সহ আরো অনেক কিছু। এর ভিডিও ফিচার হল Full HD (1080p), gyro-EIS।
এবার জেনে নিব এই মোবাইলের পিছনের ক্যামেরা। এই মোবাইলের পিছনে রয়েছে ৫০, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। এই পিছনের ক্যামেরার PDAF, ultrawide, depth, OIS, f/1.9, 1/1.56″, 1.0µm, dual-LED flash আরো অনেক ফিচার রয়েছে। পিছনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি হলো Ultra HD 4K (2160p), gyro-EIS।
ব্যাটারি
OnePlus Nord 2T 5G মোবাইলে নন রিমোভেবল 4500 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। এটাতে 80W এর ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে।
স্টোরেজ
মোবাইলে রেম হল ৮ ও ১২ জিবি এবং রম হল ১২৮ ও ২৫৬ জিবি। এখানে মাইক্রোএসডি এর জন্য কোন স্লট নেই।
সাউন্ড
এই মোবাইলে স্টেরো স্পিকারের সাউন্ড রয়েছে। তবে 3.5mm জ্যাক নেই।
এগুলোই হলো OnePlus Nord 2T 5G মোবাইলের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত বিষয়। এই মোবাইলটিতে অনেক দারুন ফিচার রয়েছে। তবে এটি ওয়াটারপ্রুফ নয়।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।