Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

এইচএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল দেখুন সবার আগে মার্কশীটসহ | HSC Exam Result 2023

এইচএসসি বাংলাদেশের অন্যতম একটি পাবলিক পরীক্ষা। প্রাথমিক কলেজ জীবন শেষের একটি পরীক্ষা হল এটি। দীর্ঘ দুই বছর পর ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দিয়ে থাকে। অনেক জাঁকজমকতার মধ্যে এই পরীক্ষা শুরু হয় এবং শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর ফলাফলের প্রহর গুনতে হয়। ধীরে ধীরে ঘনিয়ে আসে অপেক্ষার প্রহর। অর্থাৎ এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন। এই পোষ্টের মাধ্যমে আমরা HSC 2023 সালের result সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।


hsc exam result check 2023


এইচএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে


দীর্ঘ দুই মাসের বেশি সময় অপেক্ষার পর শিক্ষার্থীদের মনে জাগে এইচএসসি রেজাল্ট কবে দিবে। এবারের hsc result published date হল 28 নভেম্বর। বাংলাদেশের শিক্ষা বোর্ড গুলো নভেম্বর মাসের শেষ সপ্তাহে রেজাল্ট প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। আর এইচএসসি ফলাফল প্রকাশের তারিখটি ছিল 26 থেকে 28 নভেম্বর। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছিলেন। এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসের ২৮ তারিখ HSC Result 2023 প্রকাশিত হবে।


এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম


এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম কি। অনেকেই বুঝতে পারে না কিভাবে এসএসসি ফলাফল পাবে। সাধারণত রেজাল্ট প্রকাশিত হলে প্রত্যেকটি কলেজ কর্তৃপক্ষ তাদের নোটিশ বোর্ডে রেজাল্ট দিয়ে দেয়। তবে বর্তমান ইন্টারনেট যুগে ছাত্রছাত্রীরা নিজেরাই এই ফলাফল মুহূর্তের মধ্যে পেয়ে যেতে পারে। একজন শিক্ষার্থী দুটি উপায়ে hsc porikkhar result জানতে পারেন। একটি হলো অনলাইনে এবং অন্যটি হলো এসএমএস এর মাধ্যমে। আমি আপনাদেরকে দুটি নিয়মে দেখিয়ে দিব।


অনলাইনে এইচএসসি ফলাফল


এখন আমরা জেনে নিব অনলাইনে কিভাবে এসএসসি ফলাফল বের করা যায়। এসএসসি ফলাফল বের করার জন্য শিক্ষা বোর্ডের দুটি ওয়েবসাইট রয়েছে। নিচে এই ওয়েবসাইট গুলোর লিংক দিয়ে দিচ্ছি।


1. www.educationboardresults.gov.bd/
2. https://eboardresults.com/


উপরের দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে এইচএসসি রেজাল্ট ২০২৩ বের করতে পারবেন। আপনি যদি প্রথম লিংকে প্রবেশ করেন তাহলে কিছু অপশন থাকবে যেগুলো পূরণ করে সাবমিট করলে আপনার ফলাফল পেয়ে যাবেন। প্রথমে যে বক্সে থাকবে তা হল এক্সামিনেশন। এখানে আপনি এইচএসসি সিলেক্ট করে দিন। তারপরের ঘরগুলো ক্রমান্বয়ে আপনার পরীক্ষার বছর, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নং দিয়ে দিন। এবার শেষের ঘরে সংখ্যা দুটির যোগফল লিখে দিন। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন। এই লিংকে আপনি মার্কশীটসহ ফলাফল পাবেন। তবে সাথে সাথে পাবেন না। রেজাল্ট প্রকাশ হওয়ার দিন সন্ধ্যা বা রাতে পাবেন। 


আবার আপনি যদি এইচ এস সি রেজাল্ট পাওয়ার জন্য দ্বিতীয় লিংকে প্রবেশ করেন তাহলে কিছু অপশন পাবেন। একটি হল এক্সামিনেশন, তারপর ইয়ার, আপনার বোর্ড সিলেক্ট করে দিন। তারপর নিচে এ রেজাল্ট অপশনের সিলেক্ট করুন ইন্ডিভিজুয়াল রেজাল্ট। তাহলে আপনার রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার একটি বক্স পাবেন। রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর নিচে যে একটি ক্যাপচার কোড আছে এটি টাইপ করে দিন। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।


বি.দ্র: দ্বিতীয় লিংক এর মাধ্যমে আপনি চাইলে একটি শিক্ষা বোর্ড, শিক্ষা প্রতিষ্ঠান অথবা জেলা ভিত্তিক সকল রেজাল্ট বের করে নিতে পারবেন।


এসএমএস এর মাধ্যমে ফলাফল জানার উপায়


অনলাইন ছাড়াও এসএমএস এর মাধ্যমেও এইচএসসি ফলাফল জানা যায়। এর জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে একটি মেসেজ লিখে ১৬২২২ নাম্বারে পাঠাতে হবে। মেসেজটি লেখার ফরমেট হল HSC দিয়ে স্পেস বা ফাঁঁকা রেখে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস আপনার রোল নাম্বার স্পেস পাশের সন। যেমন আপনি যদি ঢাকা বোর্ডের বা মাদ্রাসা বোর্ড বা কারিগরি বোর্ডের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে নিচের মত করে এসএমএসটি লিখবেন।


বোর্ড রেজাল্ট এর জন্য: HSC DHA 123456 2023
মাদ্রাসা বোর্ড এর জন্য: Alim MAD 123456 2023
কারিগরি বোর্ড এর জন্য: HSC TEC 123456 2023


আপনাদের সুবিধার্থে আমি প্রতিটি বোর্ডের তিনটি অক্ষর দিয়ে দিচ্ছি। ঢাকা বোর্ডের জন্য DHA, চট্টগ্রাম বোর্ডের জন্য CHA, কুমিল্লা বোর্ডের জন্য COM, রাজশাহী বোর্ডের জন্য RAJ, সিলেট বোর্ডের জন্য SYL, যশোর বোর্ডের জন্য JES, দিনাজপুর বোর্ডের জন্য DIN, ময়মনসিংহ বোর্ডের জন্য MYM ও বরিশাল বোর্ডের জন্য BAR।


এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ ২০২৩


এবার জেনে নিব কিভাবে এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণ করা যায়। কোন শিক্ষার্থী যদি মনে করে তার রেজাল্ট নিয়ে কোন সমস্যা আছে তাহলে তিনি চাইলে hsc result recheck করার জন্য আবেদন করতে পারেন। এটাকে বোর্ড চ্যালেন্জ করাও বলা হয়। এইচএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য এখনো কোনো তারিখ প্রকাশ হয়নি। তবে খুব শীঘ্রই এটি প্রকাশিত হবে। তারিখ প্রকাশের সময়ের মধ্যে এই কাজটি করতে হবে। এবার আমরা জেনে নিব কিভাবে এটি করতে হয়।


আপনি ফলাফল পুনঃনিরীক্ষণ বা রিচেক করতে পারবেন শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে। টেলিটক সিম এর মাধ্যমে আপনাকে মেসেজ পাঠাতে হবে। কোন অনলাইন আবেদন বা সরাসরি আবেদন গ্রহণ করা হয় না। প্রতিটি আবেদনের জন্য আপনার থেকে ৩০০ টাকা করে চার্জ করা হবে। টেলিটক সিম থেকে মেসেজ পাঠানোর ফরম্যাট হল RSC <স্পেস> শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর  <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড। এবার এটি ১৬২২২ তে পাঠিয়ে দিন।


RSC DHA 123456 101


বিশেষ দ্রষ্টব্য এখানে বিষয় কোডের জায়গায় আপনি উক্ত সাবজেক্টের প্রথম পত্রের কোড দিন। দ্বিতীয় পত্রের কোড ব্যবহার করতে হবে না। কারণ প্রথম পত্র একটা দিলে দ্বিতীয় পত্রের টা অটোমেটিক চেক হয়ে যাবে।


এই মেসেজটি পাঠানোর পর আপনাকে একটি বৃত্তি মেসেজ পাঠানো হবে। ওই মেসেজ একটা পিন নাম্বার দেওয়া থাকবে। এবার পিন নাম্বারটি দিয়ে আরেকটি এসএমএস পাঠাতে হবে। এসএমএস এর ফরম্যাট টি হল RSC <স্পেস> yes <স্পেস> পিন নম্বর <স্পেস> মোবাইল নম্বর। এই মেসেজটি ও ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।


RSC YES 123456789 0123456789


আপনি যদি একাধিক সাবজেক্টের পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে চান তাহলে প্রথম মেসেজে সাবজেক্ট কোড গুলো কমা দিয়ে পাশাপাশি লিখে দিন। তারপর মেসেজটি সেন্ড করুন। এর জন্য নিচে ফরমেটটি ফলো করুন।


RSC DHA 123456 101,102


উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ই আগস্ট থেকে শুরু হয় এইচএসসি ২০২৩ পরীক্ষা এবং এটি শেষ হয় ২৫ সেপ্টেম্বর। তবে সমস্যার কারণে চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শুরু হতে কিছুটা বিলম্ব হয়। ব্যবহারিক পরীক্ষা শুরু হয় ২৬ সেপ্টেম্বর থেকে চার অক্টোবর পর্যন্ত। যদিও তিনটি বোর্ডের পরীক্ষার দেরিতে শুরু হয় কিন্তু সকল রেজাল্ট একই সাথে প্রকাশিত হবে। এবার সর্বমোট ১৩,৫৯,৩৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে।


এই পোস্টের মাধ্যমে আশা করি আপনি এইচএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে এবং কিভাবে কি করবেন এর খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। এবার উপরে দেখানোর নিয়ম গুলো অনুসরণ করে ২০২৩ সালের এইচএসসি ফলাফল জেনে নিন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ