Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

মোবাইলের টাচ লক করে রাখার উপায় জেনে নিন | Best Touch Lock App For Android

মোবাইলের টাচ লক করে রাখা খুব সহজ। আজকের পোস্টের মাধ্যমে একটি best touch lock app নিয়ে আলোচনা করব যা দিয়ে আপনি খুব সহজেই আপনার মোবাইলের touch lock করে রাখতে পারবেন।

touch-lock-app-settings-for-android

টাস লক বা Skin touch Lock এমন একটি সিস্টেম যেটা করলে আপনার ফোনের স্ক্রিনের টাচ ডিজেবল হয়ে যাবে। ধরুন আপনি কাউকে আপনার মোবাইলটি টাচ লক  করে তারপর দিলেন। তাহলে সে কোন ভাবেই আপনার মোবাইলটি ব্যবহার করতে পারবে না। কারন আপনার ফোনের টাচ কাজ করবে না। এমনকি কোন Key ও কাজ করবে না।

Best Touch Lock App For Android

এবার বুঝতে পারলেন তো Touch Lock app টি কত দরকারি। আর কথা না বাড়িয়ে মূল পোস্টে ফিরে আসি। আমার আজকের পোস্টে আমি আপনাদের সাথে যে অ্যাপসটির কথা আলোচনা করছি এই অ্যাপসটির নাম হল Touch Protector। আপনি প্লে স্টোর থেকে এটি সহজে ইনস্টল করে নিতে পারবেন।

অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনার মোবাইলের স্ক্রিনে এই অ্যাপটি দেখা যাবে। এবার অ্যাপটি ওপেন করুন। অ্যাপটি ওপেন করার পর আপনাকে একটি সেটিংস অন করে দিতে হবে। সেটিংস টি অন করার পর নিচের মত নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।

সেটিংসটি চালু করার সাথে সাথে অ্যাপটি আপনার ফোনে একটিভ হয়ে যাবে এবং আপনার ফোনের স্ট্যাটাসবারে একটি আইকন চলে আসবে এই আইকনে টাচ করার সাথে সাথে আপনার ফোনের টাচ লক হয়ে যাবে। একটু থামুন, এখনই screen touch lock করবেন না। টাচ লক করার আগে টাচ আনলক করার উপায় তো শিখে নিন। এর জন্য আপনাকে প্রথমে এখানে কিছু সেটিং জানতে হবে।

স্ক্রীন টাচ প্রোটেক্টর অ্যাপ সেটিংস

এখানে অনেকগুলো অপশন বা সেটিংস রয়েছে। এই সেটিংস গুলো আপনি চাইলে সব গুলো দেখে নিতে পারেন। আমি শুধুমাত্র দরকারী সেটিংস গুলো দেখাবো। বাকি সেটিংস গুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় বাকি সেটিংসগুলো না করলেও চলবে। তাহলে নিচে থেকে সেটিংসগুলো দেখে নিন।

  • প্রথমে যে অপশনটি রয়েছে এটি হলো Notice। এই অপশনের থেকে নিচে আসলে একটি সেটিংস পাবেন। এই সেটিংস টি যদি অন রাখেন তাহলে আপনি এই অ্যাপস এর বিভিন্ন নোটিফিকেশন পাবেন। এটি বন্ধ করে দিলে তাহলে আপনাকে কোন নোটিফিকেশন দেখাবে না। তবে এই সেটিংস টি এত জরুরি নয়।
  • Notice এর পর যে সেটিংস টি রয়েছে এর নাম হলো Shake। এই অপশনটিতে আরো দুইটি অপশন রয়েছে। একটি হলো Shake Lock অন্যটি হলো Shake Unlock। এই সেটিংস গুলোর অর্থ হলো আপনি যদি এগুলো অন করে দেন তাহলে আপনি যখনই মোবাইলটি ঝাঁকুনি দিবেন তখন আপনার ফোনের টাচ লক হয়ে যাবে। আবার যখন আপনি ঝাঁকুনি দিবেন তখন আবার আপনার ফোনের টাচ আনলক হয়ে যাবে।
  • এখানে আমি একটা কথা বলে রাখি আপনি এই সেটিংস গুলো না করলে ভালো হবে। কারণ মোবাইল ঝাঁকুনি দিলেই লক বা আনলক হয়ে যাবে। তাই যে কেউ সহজেই এটি আনলক করে নিতে পারবে। তবু আপনি চাইলে এটি অন করে দিতে পারেন।
  • উপরের সেটিংস গুলো একটার পর একটা ক্রস করলে আপনি আরেকটি সেটিংস দেখতে পাবেন। এই সেটিংস টির নাম হল Hord Keys। এটি হলো আপনার মূল সেটিংস। এই সেটিংস এর মাধ্যমে আপনি বাছাই করে নিতে পারবেন আপনার স্ক্রিন টাচ কিভাবে আনলক করবেন। এখানে আপনি চারটি অপশন পাবেন আপনার মোবাইলের টাচ আনলক করার। সেটিংস গুলো হল ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন, ক্যামেরা এবং ব্যাক বাটন। এখান থেকে আমি আপনাকে সুপারিশ করব আপনি ভলিউম আপ বাটন বা ভলিউম ডাউন বাটন ব্যবহার করে আনলক এর ব্যবস্থা করবেন।
  • এখানে আবার আরেকটা কথা বলে রাখি, ভলিউম আপ বাটন ভলিউম ডাউন বাটন যেটা সিলেক্ট করেন না কেন সেখানে আরো দুটি অপশন পাবেন। আর এই অপশন দুটি হল। Long Press এবং Twice। Long Press এর অর্থ হলো আপনি ভলিউম বাটন অ্যাপ অথবা ডাউন বাটনটি চেপে ধরে রাখলে সাথে সাথে আপনার টাচ আনলক হয়ে যাবে। আর যদি Twice অপশনটি সিলেক্ট করেন তাহলে আপনি ভলিউম আপ বা ডাউন বাটন ২ বার চাপ দেওয়ার সাথে সাথে আপনার টাচ আনলক হয়ে যাবে। এবার আপনার পছন্দমত একটি আনলকের সিস্টেম বাছাই করে নিন। ভলিউম ডাউন বাটন বা আপ বাটন যেকোন একটি সিলেক্ট করে বাকিগুলো বন্ধ করে দিন।
  • এবার তাহলে জানতে পারলেন কিভাবে আপনি আপনার মোবাইলের টাচ আনলক করবেন। তবে এখানে আপনাকে আরেকটি সেটিংস করে নিতে হবে। এর জন্য নিচের সেটিংস টি দেখুন।
  • এবার Safety অপশনে আপনাকে আরেকটি কাজ করে নিতে হবে। এখানে 5 Times Touches Option নামে একটি সেটিংস দেওয়া আছে। এখানে Showing Unlocking Ways অপশন অটোমেটিক সিলেক্ট করা আছে। এর অর্থ হল কেউ যদি আপনার ফোনে ৫ বার টাচ করে তাহলে তাকে বলে দেওয়া হবে কিভাবে ফোনটি আনলক করতে হবে। এখানে আপনাকে এই অটো সেটিংসটি বন্ধ করে দিতে হবে। কারণ আপনি যদি এটি বন্ধ না করেন তাহলে যে কেউ জেনে যাবে কিভাবে ফোনটি আনলক করতে হবে। তাই এই অপশনটি বন্ধ করে রাখুন। বন্ধ করার জন্য এই সেটিঙসটির উপর ক্লিক করুন। তখন এখানে Do Nothing সিলেক্ট করে দিন।

ব্যাস, আপনার কাজ শেষ। এখন থেকে আপনি খুব সহজেই touch lock - disable screen and all keys apk দিয়ে ফোনের টাচ লক করে রাখতে পারবেন আবার সময়মতো আনলক করে নিতে পারবেন।

আশা করি আমার এই পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। আপনি যদি মনে করেন এই পোস্টটি অনেক উপকারি তাহলে অবশ্যই আমার এই পোস্টটি সোসাল সাইটে সবার সাথে শেয়ার করবেন। এছাড়াও নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ