Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

কিভাবে বুঝবেন আপনার মেসেন্জার অন্য কেউ চালাচ্ছে কিনা

আপনার ফেসবুক মেসেঞ্জার আপনার অজান্তে অন্য কেউ চালাচ্ছে কিনা এটা আপনি জানতে পোস্টটি একবার পড়ে নিতে পারেন। আশা করি আপনার কাজে আসবে।

messenger secret tips

বর্তমান সময়ের জন্য facebook messenger অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। ফেসবুক মেসেঞ্জারে আমরা আমাদের পরিচিত ব্যক্তিদের সাথে যোগাযোগ এবং চ্যাট করে থাকি। অনেক সময় মেসেঞ্জারে আমরা গুরুত্বপূর্ণ চ্যাটও করে থাকি। তাই আমরা কখনোই চাইনা যে আমাদের ফেসবুক মেসেঞ্জার অন্য কেউ ব্যবহার করুক।

আপনি যদি জানতে চান কেউ আপনার অজান্তে লুকিয়ে আপনার মেসেঞ্জার ব্যবহার করছে কিনা তাহলে আমার দেখানো উপায় অনুসরণ করুন। মেসেঞ্জার কর্তৃপক্ষ এমন একটি সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে। যা সবার জন্য অনেক দরকারি।

চলুন তাহলে জেনে নিই কিভাবে আপনি যাচাই করে নিবেন। প্রথমে আপনার মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিন। তারপর আপনার আইডিতে লগইন করে নিন। এই ফাঁকে একটা কথা বলে রাখি। আপনাকে অবশ্যই মেসেঞ্জার অ্যাপ আপডেট করে নিতে হবে। তাহলে আপনি এই সুবিধাটি ভোগ করতে পারবেন।

আপনি যখন আপনার মেসেঞ্জার অ্যাপ টি ওপেন করবেন তখন উপরে ডান পাশে দেখুন তিনটি দাগ আছে। এই তিনটি দাগে ক্লিক করুন। এবার উপরে আপনার ছবি এবং নামের পাশে যে সেটিং আইকন আছে এটাতে ক্লিক করুন। এবার Privacy & Security নামে অপশনটিতে ক্লিক করুন। তাহলে সবার প্রথমে End to end encrypted chats নামে একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করুন। তারপর আপনি Login নামে একটি অপশন পাবেন। এটার উপর ক্লিক করুন।

এবার আপনি আপনার ম্যাসেঞ্জারটি কোন ডিভাইসে লগইন করা আছে তার একটা লিস্ট দেখতে পাবেন। এখান থেকে কোন ডিভাইস যদি আপনার অপরিচিত লাগে তাহলে আপনি লগ আউট করে দিন। তারপর যদি সম্ভব হয় আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

এভাবে আপনি খুব সহজে জেনে নিতে পারবেন কে বা কারা আপনার অজান্তে আপনার মেসেঞ্জার ব্যবহার করছে। আমার আজকের টিপস এতোটুকুই। এমন আরো টিপস নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ