Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

আপনার google একাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা দেখুন

আপনি যদি জানতে চান কেউ লুকিয়ে আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করছে কিনা তাহলে এই পোস্টটি দেখুন। এই পোস্টের মাধ্যমে আমি আলোচনা করেছি কিভাবে আপনি যাচাই করতে পারবেন আপনার গুগল একাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা।

গুগল একাউন্ট টিপস

বর্তমান সময়ে আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি। আর এই স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটি গুগল একাউন্ট খুবই দরকার হয়। এই google একাউন্টের সাহায্যে আমরা প্লে স্টোর সহ গুগলের বিভিন্ন সেবা ব্যবহার করে থাকি। শুধু তাই নয় এই google একাউন্টের মাধ্যমে আমরা মেইল পাঠানোর কাজ করে থাকি।

কেউ যদি আমাদের এই গুগল একাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে তাহলে আমাদের জন্য অবশ্যই খারাপ একটা বিষয় হবে। তাই আমাদের উচিত নিরাপত্তার কথা ভেবে আমাদের এই জিমেইল আইডিটি অন্য কেউ ব্যবহার করছে কিনা তা যাচাই করা।


টিপস: যে কাজগুলো না করলে আপনার গুগল একাউন্ট বন্ধ হয়ে যাবে


চলুন তাহলে জেনে নিই কিভাবে আপনি জানতে পারবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট বা গুগল একাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা। প্রথমে আপনার মোবাইল থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন। এবার গুগলের এই সাইটে myaccount.google.com প্রবেশ করুন। এখানে আসার পর আপনার গুগল একাউন্ট বা জিমেইল দিয়ে লগইন করে নিন। তাহলে আপনি উপরের দিকে কতগুলো অপশন দেখতে পাবেন।

এখানে আপনাকে Security অপশনে আসতে হবে। এই সিকিউরিটি অপশনের মধ্যে আপনি আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন। একটু নিচে নামলে খেয়াল করবেন Your Devices নামে একটি অপশন রয়েছে। এই অপশনের মধ্যে আপনার প্রত্যেকটি ডিভাইস দেখাবে যে ডিভাইস গুলোতে আপনার জিমেইলটি লগইন করা আছে।

এখানে যদি কোন ডিভাইস আপনার অপরিচিত বলে মনে হয় তাহলে বুঝে নিবেন আপনার জিমেইলটি ওই ডিভাইস থেকে অন্য কেউ চালিয়েছে। এবার আপনি এই ডিভাইসটি রিমুভ করে দিন। তারপর আপনার google account এর পাসওয়ার্ড পরিবর্তন করে এটি নিরাপদ করে নিন।

এই অপশনের মাধ্যমে আপনি খুব সহজে যাচাই করে নিতে পারবেন কেউ আপনার অজান্তে আপনার জিমেইল বা google অ্যাকাউন্টটি ব্যবহার করছে কিনা। এমন আরো নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ