Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ফেসবুকে একাধিক প্রোফাইল কিভাবে ব্যবহার করবেন | নতুন আপডেট ২০২২

সম্প্রতি ফেসবুক দারুন এক ফিচার বা আপডেট যুক্ত করেছে তাদের অ্যাপে। ফলে এখন থেকে যেকেউ তার বর্তমান ফেসবুক প্রোফাইলের পাশাপাশি নতুন ও ভিন্ন কয়েকটি প্রোফাইল চালু করতে পারবেন। বিস্তারিত নিচে আলোচনা করছি।

facebook create another profile

Facebook বহুল ব্যবহৃত একটি সোসাল অ্যাপ। বিভিন্ন সময়ে ফেসবুক কর্তৃপক্ষ বিভিন্ন নতুন আপডেট নিয়ে আসে ব্যবহারকারির জন্য। সম্প্রতি ফেসবুক এমন একটি চমৎকার ফিচার নিয়ে এসেছে যার সাহায্যে আপনি একটি ফেসবুক প্রোফাইলের অধীনে আরো কয়েকটি ফেসবুক আইডি বা একাউন্ট খুলতে পারবেন।

আমারা অনেকেই একের অধিক ফেসবুক প্রোফাইল তৈরি করে থাকি। এক্ষেত্রে আমাদের আলাদা আলাদা জিমেইল বা মোবাইল নাম্বার প্রয়োজন হয়। কিন্তু বর্তমান আপডেটের কারণে আপনাকে আলাদা করে একাউন্ট বা আইডি খুলতে হবে না। আপনার বর্তমান যেকোন আইডিতেই পারবেন নতুন কোন একাউন্ট তৈরি করে নিতে। আবার একই অ্যাপে তৎক্ষনাৎ চালাতে পারবেন আইডিগুলো। চলুন দেখে নিই কিভাবে করবেন এটি।

প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিন। তারপর সরাসরি আপনার প্রোফাইলে চলে আসুন। প্রোফাইলে আসার পর Edit Profile এর পাশে দেখুন তিনটি বিন্দু আছে। এই তিনটি বিন্দুতে ক্লিক করুন। তাহলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে নিচের দিকে চলে আসুন। তাহলে Create another profile নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটাতে ক্লিক করুন।

একটু লোড হওয়ার পর নিচে Get Started নামে একটি বাটন পাবেন। এটাতে ক্লিক করুন। তারপর আপনাকে একটি নাম দেওয়ার জন্য অপশন দিবেন। আপনি আপনার নতুন প্রোফাইলের জন্য যে নাম দিতে চান নামটি লিখে দিন। তারপর নিচে continue বাটনে ক্লিক করুন। তারপরের ধাপে আপনাকে আপনার প্রদত্ত নামসহ প্রোফাইল পিকচার, কাভার ফটো ও ইউজার নেম দেখাবে। এখানে আপনি নিজের একটি ছবি ও কাভার ফটো সেট করে দিতে পারবেন। চাইলে নিজের মত করে ইউজার আইডিও দিতে পারবেন। তবে ইউজার আইডিটি ভ্যালিড হতে হবে। তারপর Continue বাটনে ক্লিক করুন।

পরেরে ধাপে Create Profile নামে একটি বাটন পাবেন। এই বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ছবি ও কাভার ফটো দেখতে পাবেন। আপনি চাইলে এখানেও আপনার প্রোফাইল ও কাভার ফটো সেট করতে পারবেন। তারপর নিচে Next বাটনে ক্লিক করুন। এভাবে আপনাকে নতুন বন্ধু যুক্ত করা, গ্রুপে যুক্ত হওয়ার জন্য সুযোগ দিবে এবং নিচে Next বাটনে ক্লিক করুন। এগুলো করার পর Finish বাটন পাবেন। এটাতে ক্লিক করুন। তাহলে আপনার তৈরি করা আইডি চালু হয়ে যাবে। আবার আপনি যদি আপনার পুরাতন ফেসবুক আইডিতে ফিরে আসতে চান তাহলে আবার আপনার প্রোফাইলে ক্লিক করুন। তারপর আপনার প্রোফাইল পিকচারের পাশে একটি তীর বাটন পাবেন। এটাতে ক্লিক করলে আপনার সব একাউন্ট দেখতে পাবেন। এখান থেকে আপনি যে প্রোফাইলে যেতে চান তার উপর ক্লিক করুন। তাহলেই কাজ শেষ।

এভাবে আপনি খুব সহজেই একটি ফেসবুক আইডির অধীনে আরো কয়েকটি আইডি খুলে নিতে পারবেন। এমন আরো টিপস পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ