আপনি যদি সিমের মালিকানা বাতিল বা পরিবর্তন করতে চান তাহলে এই পোস্টটি দেখে নিন। এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে ঘরে বসে সিমের মালিকানা পরিবর্তন করতে হয়।
অনেক সময় আমাদের সিমের মালিকানা ট্রান্সফার করার প্রয়োজন হতে পারে। বিশেষ করে আপনার সিম যদি অন্য কেউ ব্যবহার করে বা অন্য কারো সিম যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে sim ownership transfer বিষয়টি বেশি জরুরি হয়ে পড়ে।
আমার এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে জিপি সিমের মালিকানা কিভাবে পরিবর্তন করবেন। আপনি হয়তো এখন ভাবছেন কীভাবে রবি, এয়ারটেল, টেলিটক ও বাংলালিংক সিমের মালিকানা পরিবর্তন করা যায়।
এখানে একটা কথা আপনাকে বলে রাখি। বর্তমানে শুধুমাত্র জিপি সিম মালিকানা পরিবর্তন করা যায়। অন্যান্য সকল সিম যেমন Robi, Airtel, Teletalk ও Banglalink সিমের গ্রাহকরা এখনো মালিকানা পরিবর্তন করতে পারে না। কেননা এমন সুযোগ উক্ত সিম কোম্পানি থেকে এখনও দেয়া হয়নি। আশা করা যায় খুব দ্রুত তারাও এই সিস্টেম চালু করবেন।
আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কিভাবে জিপি সিমের মালিকানা বাতিল বা পরিবর্তন করবেন। আপনি চাইলে ঘরে বসে নিজেই করে নিতে পারবেন এ কাজটি। এর জন্য আপনার মোবাইল থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন। তারপর ব্রাউজার থেকে গ্রামীনফোনের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকুন।
আপনি গুগলে GrameenPhone লিখে সার্চ করলে তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। এবার তাদের ওয়েবসাইটে প্রবেশ করুন। তাদের ওয়েবসাইটে যাওয়ার পর উপরে বামপাশে দেখুন তিনটে দাগ রয়েছে। এই তিনটি দাগের উপর ক্লিক করুন। তাহলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন।
এই অপশন গুলো থেকে Shop নামক অপশনে ক্লিক করুন। তাহলে আরো কিছু অপশন দেখতে পাবেন। এই অপশন গুলো থেকে Sim Services অপশনে ক্লিক করুন। তারপর Transfer of sim ownership অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে একটি ফরম দেয়া হবে। এই ফোনের মধ্যে প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে দিন।
এই তথ্য গুলোর মধ্যে প্রথমে আপনাকে যে সিমের মালিকানা পরিবর্তন করতে চান ঐ সিমের নাম্বার দিতে হবে। তারপর যার নামে সিম নিবন্ধন হয়েছে তার এনআইডি নম্বর দিতে হবে। তার পরের ঘরে যার নামে সিমটি নতুনভাবে রেজিস্ট্রেশন করতে চান তার একটি মোবাইল নাম্বার দিতে হবে। তারপর add to Cart বাটনে ক্লিক করুন।
এবার আপনাকে আপনার সম্পর্কে কিছু তথ্য দিতে হবে। অর্থাৎ যার নামে সিম নিবন্ধিত রয়েছে তার কিছু তথ্য এখানে দিতে হবে। বিশেষ করে নিবন্ধনকৃত ব্যক্তির নাম ঠিকানা ও আরো কিছু তথ্য। ইনফরমেশন গুলা দেওয়ার পর নিচের Continue to review বাটনে ক্লিক করুন।
এবার আপনাকে টাকা pay করার একটি অপশন দেখাবে। এখানে যে টাকাটা পরিশোধ করতে হবে তা হল আপনার ডেলিভারি চার্জ। সিমের মালিকানা পরিবর্তন করার জন্য আপনার থেকে কোন চার্জ নেওয়া হবে না। কিন্তু সিমটি আপনাকে ডেলিভারি দেওয়ার জন্য একটা চার্জ নেওয়া হবে। আপনি চাইলে বিকাশ, নগদ বা ডেবিট কার্ড ব্যবহার করে এই ফি পরিশোধ করতে পারবেন।
এবার আপনার কাজ শেষ। দু-তিন দিনের মধ্যে একজন গ্রামীণফোনের প্রতিনিধি আপনাকে সিমটি সরবরাহ করবে। তবে সিমটি যখন সরবরাহ করবে তখন যেই ব্যক্তির নামে সিম রেজিস্ট্রেশন করা ছিল ওই ব্যক্তি এবং যার নামে সিম রেজিস্ট্রেশন করা হচ্ছে ওই ব্যক্তির দুজনকে উপস্থিত থাকতে হবে। তাহলে উক্ত প্রতিনিধি বায়োমেট্রিক পদ্ধতিতে সিমটি নতুন ব্যক্তির নামে ট্রান্সফার করে দিবে।
এভাবেই আপনি খুব সহজে গ্রামীণ সিমের মালিকানা বাতিল বা পরিবর্তন করে নিতে পারবেন। এমন আরও টিপস নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।