কোন ওয়েব পেজকে কিভাবে পিডিএফে রূপান্তর করবেন এই বিষয়ে এই পোস্টটি। আপনি যদি এমন web to pdf online এর কোনো সমাধান খুঁজে থাকেন তাহলে পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। কারণ এ পোষ্টের মাধ্যমে আমি দেখিয়েছি কিভাবে কোন ওয়েব পেজকে খুব সহজে পিডিএফ বানিয়ে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারবেন।
বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকি। শুধু তাই নয়। বিভিন্ন ওয়েবসাইট থেকে দরকারি আর্টিকেলগুলো আমরা নিয়মিত পড়ি। অনেক সময় কিছু আর্টিকেল পাই যেগুলো আমাদের ভবিষ্যতে দরকার হতে পারে। তখন আপনি চাইলে এই আর্টিকেল বা ওই পেজটিকে পিডিএফ বানিয়ে রেখে দিতে পারেন।
কোন webpage কে pdf বানানোর জন্য অনেকে বিভিন্ন এপস ব্যবহার করে থাকে। কিন্তু আমার এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোন apps ব্যবহার করা ছাড়াই যেকোন ওয়েবপেজ পিডিএফ বানিয়ে রাখতে পারবেন।
কোন ধরনের ঝামেলা ছাড়াই আপনি এই কাজটি করে নিতে পারবেন। অনেক কথা বলা হয়ে গেল। এবার ফিরে আসি মূল কাজে। চলুন দেখে নেই কিভাবে আপনি কোন ওয়েব পেজকে পিডিএফ করে বানাতে পারবেন।
প্রথমে আপনি যে ওয়েব পেজ বা আর্টিকেল বা যে তথ্যগুলো pdf করতে চান ওই ওয়েবসাইটের লিংক টি কপি করে নিন। এবার আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েব সাইটটির নাম হল PrintFriendly। Google গিয়ে এ নাম লিখে সার্চ করুন। তাহলে প্রথমেই এই সাটটি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি একটি খালি বক্স দেখতে পাবেন। এই বক্সের মধ্যে আপনাকে কপি করা ওয়েব পেজের লিংকটি দিয়ে দিতে হবে। তারপর পাশে Preview বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর আপনি যে ওই পেজের লিংক দিয়েছেন ওই লিংকের পুরো আর্টিকেলটি দেখা যাবে। আবার এখানে আপনি চাইলে পিডিএফ করার আগে কিছু জিনিস এডিট করে নিতে পারবেন। এখান থেকে যদি অতিরিক্ত কোন কিছু বাদ দিতে চান তাও পারবেন। এর জন্য আপনি যে অংশটি বাদ দিতে চান তার উপর টাচ করুন। তাহলে অংশটি কেটে যাবে। এবার আপনি উপরে pdf, print, email, share নামে কয়েকটি আইকন বা চিহ্ন দেখতে পাবেন। এখান থেকে পিডিএফ বাটনটিতে ক্লিক করুন। তাহলে সাথে সাথে ওয়েবপেজটি পিডিএফ হয়ে ফোনে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনার ফোন স্টোরেজের ডাউনলোড ফোল্ডার এ গেলেই এই ফাইলটি দেখতে পাবেন।
শুধু পিডিএফ বানানো নয়। আপনি চাইলে এখান থেকে পেজটি প্রিন্ট করেও নিতে পারবেন। আবার চাইলে পিডিএফ সহ যে কাউকে মেইল করে দিতে পারেন।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।