ফেসবুকে শেয়ার করা কোন ব্যক্তির স্টোরি হাইড বা আনহাইড করার নিয়ম জানাতেই এই পোস্ট। আপনি যদি এই বিষয়টি জানতে চান তাহলে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে নিন।
বর্তমানে আমরা সবাই ফেসবুক স্টোরি শেয়ার করে থাকি। আমরা যখন কোন স্টোরি শেয়ার করি তখন তা সাধারনত আমাদের ফ্রেন্ডলিস্টে থাকা সকলে দেখতে পায়। ঠিক এই কারনেই আমাদের ফেসবুকে থাকা কোন ফ্রেন্ড যদি কোন স্টোরি শেয়ার করে থাকে তাহলে তা আমাদের সামনে চলে আসে।
এসব স্টোরি দেখে আমরা অনেক সময় আনন্দ পেয়ে থাকি। আবার কিছু স্টোরি আমাদের বিরক্ত লাগে। ফেসবুকে থাকা আমাদের কিছু ফ্রেন্ড এমন কিছু স্টোরি শেয়ার করে যা আমদের ভালো লাগে না। তাই আপনি যদি নির্দিষ্ট কোন ব্যক্তির স্টোরি হাইড করে রাখতে চান তাহলে খুব সহজেই করতে পারবেন। আবার আনহাইডও করে নিতে পারবেন।
আপনি যদি কারো স্টোরি হাইড করে রাখেন তাহলে সে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সত্ত্বেও তার শেয়ার করা কোন স্টোরি আপনি দেখতে পাবেন না। আবার যদি আপনি তার স্টোরি আনহাইড করেন তাহলে আবার সব দেখতে পাবেন। চলুন জেনে নিই কিভাবে করবেন এসব কাজ।
প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি খুলুন। তাহলে আপনি উপরের দিকে সকল স্টোরি দেখতে পাবেন। এবার যার স্টোরি হাইড করবেন তার স্টোরিটি ওপেন করুন। এবার স্টোরিটির উপরে ডানপাশে দেখুন তিনটি বিন্দু আছে। এই বিন্দুগুলোতে ক্লিক করুন। তাহলে নিচের দিকে Mute Story নামে একটি অপশন পাবেন। এটাতে ক্লিক করুন। তারপর Ok তে ক্লিক করুন। হয়ে গেল হাইড করা। এখন আপনি আর ওই ব্যক্তির কোন স্টোরি দেখতে পাবেন না।
আবার আপনি যদি চান উক্ত ব্যক্তির স্টোরি আবার আনহাইড করতে পারবেন। তার জন্য ফেসবুক অ্যাপে উপরে ডানপাশে দেখুন তিনটি দাগ আছে। এই তিনটি দাগের উপার ক্লিক করুন। তারপর নিচে Settings অপশনে ক্লিক করুন। তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই অপশন গুলোতে একটু নিচের দিকে নামলে দেখবেন Story Settings নামে একটি অপশন পাবেন। এটাতে ক্লিক করুন। তাহলে Story You've Muted নামে একটি সেটিংস পাবেন। এটাতে ক্লিক করুন। তাহলে আপনি যাকে বা যাদের স্টোরির মিউট বা হাইড করেছেন তাদের লিস্ট পাবেন। এখানে দেখুন তাদের নামের পাশে Unmute নামে একটি অপশন আছে। এটাতে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। হয়ে গেল আন হাইড করা। এখন থেকে আপনি আবার উক্ত ব্যক্তির সকল স্টোরি আগের মত দেখতে পাবেন।
এভাবে আপনি খুব সহজেই কোন ব্যক্তির স্টোরি হাউড বা আনহাইড করতে পারবেন কোন ধরনের ঝামেলা ছাড়াই। ফেসবুক টিপসটি আশা করি আপনার ভালো লেগেছে। নিয়মিত এমন টিপস এন্ড ট্রিকস পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।