কোন অ্যাপস ব্যবহার করা ছাড়া দ্রুত সময়ে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ছবি বা ভিডিও পাঠানোর উপায় জানতে চান? তাহলে এই পোস্টটি দেখে নিন। কারণ এ পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যেকোনো মোবাইলে অল্প সময়ে ছবি, ভিডিও বা দরকারি ফাইল পাঠানোর সহজ একটি উপায়।
ছবি বা ভিডিও শেয়ার করার উপায়
বর্তমান মোবাইলের যুগে আমরা একজনের মোবাইল থেকে অন্য জনের মোবাইলে যে কোন ছবি বা ভিডিও বা দরকারি কোন ফাইল শেয়ার করে থাকি। এগুলো শেয়ার করার জন্য আমরা সাধারণত কোন অ্যাপস ব্যবহার করে থাকি। আবার অনেক সময় ব্লুটুথ ব্যবহার করেও বিভিন্ন ফাইল শেয়ার করে থাকি। তবে অ্যাপস ব্যবহার করে যেকোন ছবি বা ভিডিও ব্লুটুথ এর তুলনায় অল্প সময়ে পাঠাতে পারি। তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোন না কোন ফটো বা ভিডিও শেয়ারিং অ্যাপস ব্যবহার করে থাকি। বিশেষ করে শেয়ারইট বা এনি শেয়ার অ্যাপস।
তবে এ পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে এমন একটি উপায় দেখাবো যেটি ব্যবহার করে যেটি ব্যবহার করে কোন ধরনের অ্যাপস ছাড়া যে কোন ছবি বা ভিডিও অল্প সময়ের মধ্যে অন্য জনের সাথে শেয়ার করে নিতে পারবেন। আর এটি হলো Nearby Share। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি।
Nearby Share কি
Nearby Share হলো অ্যান্ড্রয়েড মোবাইলের দারুন একটি ফিচার। এটি এমন একটি ফিচার যা ব্যবহার করে খুব সহজেই যেকোন ছবি বা ভিডিও খুব সহজেই শেয়ার করে নেওয়া যায়। বর্তমানে সব মোবাইলেই সেটিংসটি রয়েছে। এটি শেয়ারইট বা এনিশেয়ার অ্যাপ এর বিকল্প হিসেবে কাজ করবে।
Nearby Share ব্যবহার করার নিয়ম
আপনি যদি পরিচিত কারো সাথে কোন ফাইল, ছবি বা ভিডিও শেয়ার করতে চান তাহলে প্রথমে আপনি আপনার মোবাইল থেকে যে ফাইল বা ছবি বা ভিডিও শেয়ার করবেন এগুলা সিলেক্ট করে নিন। তারপর শেয়ার বাটন এ ক্লিক করুন। শেয়ার বাটনে ক্লিক করার পর Nearby Share অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনে নেয়ার বাই শেয়ার অপশন টি চলে আসবে এবং আপনাকে এটি Turn on অর্থাৎ চালু করে নিতে হবে।
এবার আপনি যাকে এই ছবি বা ভিডিও পাঠাবেন তার মোবাইল থেকে Nearby Share অপশনটি বের করুন। সাধারণত যেকোনো মোবাইলের উপরে নোটিফিকেশন বার এর মধ্যে এই অপশন পাওয়া যাবে। আপনি যখন এই নিয়ার বাই শেয়ার অপশনে ক্লিক করবেন তখন Turn on নামে একটি অপশন পাবেন। এবার টার্ন অন অপশন এ ক্লিক করুন। তাহলে আপনার Nearby Share বা নিকটবর্তী আদান-প্রদাণ সেটিংস চালু হবে এবং আপনি Everyone, Contacts, Hidden নামে তিনটি অপশন পাবেন। এগুলো থেকে আপনি Everyone অপশনটির উপর ক্লিক করুন।
এবার আপনার মোবাইলে খেয়াল করে দেখুন আপনার মোবাইলে অপর মোবাইলটির নাম দেখাবে। এবার আপনার মোবাইলে দেখানো অন্য মোবাইলের নামের উপর ক্লিক করুন। তাহলে সাথে সাথে অন্য মোবাইলটিতে একটি নোটিফিকেশন যাবে। এখান থেকে Accept বাটনে ক্লিক করুন। এবার আবার আপনার মোবাইলের দিকে দেখুন। দেখবেন এটি কানেক্ট হচ্ছে। কানেক্ট হওয়ার সাথে সাথে আপনার পাঠানো সকল ছবি বা ভিডিও অন্য মোবাইলটিতে ট্রানস্ফার হওয়া শুরু করবে। আপনার ফাইল ট্রানস্ফার প্রক্রিয়া কতটুকু হলো তা আপনি স্কিনের মধ্যে দেখতে পাবেন।
এভাবেই আপনি খুব সহজে যে কোন মোবাইল থেকে অন্য একটি মোবাইলে যে কোন ছবি, ভিডিও বা কোন ফাইল মুহূর্তের মধ্যে পাঠাতে পারবেন। যার ফলে আপনাকে অতিরিক্ত কোন সময় ব্যয় করতে হবে না বা অতিরিক্ত কোন অ্যাপস ব্যবহার করতে হবে না। এমন আরও পোস্ট নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।