Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

HTC Desire 22 Pro মোবাইলের দাম ও ফিচারসমূহ

HTC Desire 22 Pro price in Bangladesh ও ফিচার সমূহ জানতে এই পোস্টটি দেখুন। আমার এই পোস্টে আমি আপনাদের সাথে এইচটিসি ডিজায়ার ২২ প্রো মোবাইলের বিস্তারিত আলোচনা করব।

htc-desire-22-pro

HTC Desire 22 Pro Specifications And Price in Bangladesh

HTC হলো অন্যতম পরিচিত একটি মোবাইল কোম্পানি। বিভিন্ন মোবাইল কোম্পানির মত তারাও প্রতিনিয়ত নিয়ে আসে নতুন নতুন হেন্ডসেট। এবারও আমাদের জন্য নিয়ে এসেছে নতুন এক স্মার্টফোন। ২০২২ সালের জুন মাসে এটি লঞ্চ করা হয়। এটির নাম হলে HTC Desire 22 Pro। চলুন তাহলে জেনে নিই এই ফোনের বিস্তারিত সবকিছু।

HTC Desire 22 Pro Price in Bangladesh

প্রথমে আমরা জেনে নিব HTC ব্র্যান্ডের মোবাইলটির দাম। এটির বর্তমান মূল্য হলো ৫০০০০ টাকা।

অপারেটিং সিস্টেম

HTC Desire 22 Pro মোবাইলটির অপারেটিং সিস্টেম হলো এন্ড্রয়েড। যার ভার্সন ১২। এর চিপসরট হলো কুয়ালকম এসএম৬৩৭৫ স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি (৬এনএম)। এটির সিপিই হলো অক্টা-কোর (২x২.২ GHz Kryo ৬৬০ Gold & ৬x১.৭ GHz Kryo ৬৬০ Silver)

নেটওয়ার্ক

HTC মোবাইলটির নেটওয়ার্ক টাইপ হলো GSM / HSPA / LTE / 5G। এটি ২জি, ৩জি, ৪জি, ৫জি, জিপিআরএস ও এডজ সাপোর্টেড। এটির রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, Hotspot সুবিধা।

বোডি

HTC Desire 22 Pro মোবাইলটির বোডি হলো সামনে গ্লাস ও প্ল্যাস্টিক। যার ডাইমেনশন হলো ১৬৬.৩ x ৭৬.৯ x ৯.৪ এমএম (৬.৫৫ x ৩.০৩ x ০.৩৭ ইঞ্চি)। এটির ওজন ২০৫.৫ গ্রাম।

কালার

এটি দুইটি কালার রয়েছে। এগুলো হলো ওয়েভ গোল্ড ও স্ট্যারি নাইট ব্ল্যাক।

Vivo Y51 Price In Bangladesh

ডিসপ্লে কনফিগারেশন

চলুন এবার জেনে নিই htc desire 22 5g mobile এর ডিসপ্লে কনফিগারেশন। এটির ডিসপ্লে হলো মাল্টিটাচ সাপোর্টেড, ৬.৬" সাইজ ও IPS LCD 120Hz। ডিসপ্লে রেজুলেশন হলো 1080 x 2412 pixels (20:9 ratio)। এর ডিসপ্লে ডেনসিটি হলো ৪০০ পিপিআই।

মেমোরি

HTC desire 22 pro মোবাইলটিতে ৮ জিবি RAM ও ১২৮ জিবি ROM বা ইন্টারনাল মেমোরি রয়েছে। এছাড়াও সিম স্লটে অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।

ক্যামেরা

এখন আমরা HTC ব্র্যান্ডের এই মোবাইলের ক্যামেরা নিয়ে আলোচনা করব। এই মোবাইলের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এগুলো হলো ৬৪ + ১৩ + ৫ মেগাপিক্সেল। এগুলোতে রয়েছে এলইডি ফ্ল্যাশ, পেনেরমা ও এইচডিআরসহ আরো কিছু ফিচার। পিছনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি হলো ১০৮০ পিক্সেল (30 fps)।

এবার আসি সামনের বা সেলফি ক্যামেরায়। এই মোবাইলে সেলফি ক্যামেরা হলো ৩২ মেগাপিক্সেলের। এটির এলইডি ফ্ল্যাশ, পেনেরমা ও এইচডিআরসহ আরো কিছু ফিচার। আর ভিডিও রেজুলেশন হলো ১০৮০ পিক্সেলের।

ব্যাটারি

এই মোবাইলের ব্যাটারিটি হলো নন-রিমুভেবল Li-po এবং ৪৫২০ এমএএইচ। এর ফাস্ট চার্জিং হলো ১৮ ওয়াট।

অন্যান্য ফিচার সমূহ

HTC Desire 22 Pro  mobile টিতে উপরোক্ত ফিচার ছাড়াও রয়েছে নানাবিধ সুবিধা। এটাতে প্রোটেকশন হিসেবে থাকছে করনিং গরিলা গ্ল্যাস। ৫.১ ভার্সনের ব্লুতুথ, টাইপ সি ২.০ ইউএসবি পোর্ট, ওটিজি, জিপিএস (এ-জিপিএস সহ) সুবিধা। এছাড়াও রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ও accelerometer, gyro, proximity, compass সেন্সর।

এটাই ছিলো HTC Desire 22 Pro price in Bangladesh এবং ফিচার নিয়ে পোস্ট। আশা করি মোবাইলটি সম্পর্কে বিস্তারিত ধারনা পেয়েছেন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ