Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

মোবাইলে প্লে স্টোর বা কোন অ্যাপ কাজ না করলে করনীয়

আপনার ফোনে যদি গুগল প্লে স্টোর বা কোন অ্যাপ কাজ না করে তাহলে এই পোস্টটি দেখে নিন। এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে এই সমস্যক থেকে পরিত্রাণ পাবেন। তাই এটি আপনার জন্য একটি চমৎকার এন্ড্রয়েড মোবাইল টিপস হবে।

app-is-not-working

বর্তমানে আমরা সবাই মোবাইল ব্যবহার করে থাকি এবং বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের ফোনে কিছু অ্যাপস কাজ করে না। বিশেষ করে গুগল প্লে স্টোর অনেক সময় কাজ করেনা। তখন আমরা বুঝতে পারি না কি করতে হবে। আপনি চাইলে খুব সহজেই এর সমাধান করে নিতে পারবেন।

মোবাইলে অ্যাপস স্লো বা ওপেন না হওয়ার কারন

অ্যাপ স্লো হওয়া বা ওপেন না হওয়ার সমস্যাটি দেখা দেয় সাধারনত অ্যাপসে বিভিন্ন ক্যাশ মেমোরি বা অতিরিক্ত ডাটা জমে যাওয়ার জন্য।। অ্যাপসটি যদি বেশি লোড হয়ে যায় তখন এটি ধীরে কাজ করে বা চালু হয়না। তখন অ্যাপটি চালু করতে গেলে app is not working বা app couldn't open এমন কোন মেসেজ দেখতে পাই। তাই আমরা চিন্তায় পড়ে গিয়ে  অ্যাপটি আনইনস্টল করে দিই। তবে কিছু অ্যাপস ফোনে ডিফল্টভাবে থাকে। তাই এগুলো রিমুভ করা যায় না। তখন আমার দেখানো নিয়ম অনুসরণ করে সমাধান করতে পারবেন।

অ্যাপস স্লো বা ওপেন না হওয়া সমস্যার সমাধান

আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কিভাবে অ্যাপসটি আনইন্সটল করা ছাড়াই সমস্যাটির সমাধান করা যায়। প্রথমে আপনার ফোনের সেটিং থেকে অ্যাপস নামক অপশনে আসুন। এই অপশনে আসলে আপনার ফোনে থাকা সকল অ্যাপস এর তালিকা দেখতে পাবেন।

এবার আপনার যে অ্যাপটি কাজ করছে না সেটি খুঁজে নিন। তারপর উক্ত অ্যাপসের নামের উপর ক্লিক করে অ্যাপসটির সেটিংসে ঢুকুন। তারপর Storage নামে একটি সেটিংস পাবেন। এটাতে ক্লিক করুন। তারপর Clear Data নামে একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করে অ্যাপসটির সকল ডাটা রিমুভ করে দিন। আবার Clear cache নামে আরেকটি অপশন পেতে পারেন। তাহলে এটাতে ক্লিক করে ক্যাশ মেমোরিটিও রিমুভ করে নিন।

আবার কিছু অ্যাপসে Manage Space বা Manage Storage নামে অপশন পাবেন। এটাতে ক্লিক করুন। তাহলে Clear All Data এবং Free Up Space নামে সেটিংস পাবেন। এগুলোতে ক্লিক করে অ্যাপসের ডাটা ক্লিয়ার করে নিন। ব্যাস আপনার কাজ শেষ। এখন আপনার অ্যাপটি সম্পূর্ণ নতুন হয়ে যাবে। এখন অ্যাপসটি ওপেন করে দেখুন। আশা করি এখন আর সমস্যা হবে না।

এরপরও যদি কোন সমস্যা থাকে তাহলে অ্যাপটি আনইনস্টল করে নতুন করে ইনস্টল করুন। দেখবেন সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করি উপরের সিস্টেম ফলো করলে আনইনস্টল করা ছাড়াই সুন্দরভাবে সমস্যার সমাধান করে নিতে পারবেন।

এমন আরো এন্ড্রয়েড মোবাইল টিপস এন্ড ট্রিকস নিয়মিত পেতে আমাদের সাথে থাকুন। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ