Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

OnePlus 9 5G মোবাইলের দাম ও আকর্ষণীয় সব ফিচারসমূহ দেখে নিন

OnePlus 9 5G মোবাইলের দাম ও ফিচার সমূহ বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে। আপনি যদি উক্ত ওয়ানপ্লাস নাইন ফাইভ জি মোবাইলটি সম্পর্কে বিন্তারিত জানতে চান তাহলে পোস্টটি দেখে নিন। আশা করি সম্পূর্ণ ধারনা পেয়ে যাবেন।

oneplus-9-5g-price-bd

Oneplus 9 5G মোবাইলের দাম ও ফিচারসমূহ

ওয়ানপ্লাস বর্তমকন সময়ের জন্য জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডের মধ্যে অন্যতম। প্রতিনিয়ত তাদের নতুন মোবাইর বাজারে আসে নতুন সব ফিচার ও সেবা নিয়ে। Oneplus 9 5g তাদের লঞ্চ করা নুতন এক মোবাইল। ২০২১ সালের ২৬ মার্চ এই ফোনটি রিলিজ হয়। আসুন তাহলে জেনে নিই কি কি থাকছে তাদের এই মোবাইলটিতে।

Oneplus 9 5G মোবাইলটির দাম

Oneplus 9 5g মোবাইলটির বাংলাদেশি মূল্য হলো ৪২০০০ টাকা ও ৪৬০০০ টাকা।

অপারেটিং সিস্টেম ও পারফর্মেন্স

Oneplus 9 5g mobile টির android version হলো ১১। এটির চিপসেট হলে কুয়ালকম এসএম৮৩৫০ স্ন্যাপড্রাগন ৮৮৮ (৫ এমএম)। এবং এর সিপিইউ কনফিগারেশন হলো অক্টাকোর (১ x ২.৮৪ গিগাহার্জ ক্রিয়ো ৬৮০ এবং ৩ x ২.৪২ গিগাহার্জ ক্রিয়ো ৬৮০ ও ৪ x ১.৮০ গিগাহার্জ ক্রিয়ো ৬৮০)। এর জিপিইউ হলো এডরেনো ৬৬০- ৬৪ বিট। 

বোডি ও কালার

ওয়ানপ্লাস নাইন ফাইভ জি মোবাইলটি হলো সামনে গরিলা গ্ল্যাস ও প্ল্যাস্টিক ফ্রেমের। এটি দৈর্ঘে ১৬০ এমএম, প্রস্থে ৭৪.২ এমএম এবং পুরুত্ব হলো ৮.৭ এমএম এবং ওজনে ১৯২ গ্রাম। এটি উইনটার মিস্ট, আর্কটিক স্কাই ও অ্যাস্ট্রাল ব্ল্যাক কালারের আছে।

ডিসপ্লে কনফিগারেশন

এটির ডিসপ্লে ফ্লুয়িড এমোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন এবং সাইজ হলো ৬.৫৫ ইঞ্চি বা ১০৩.৬ সে.মি। ডিসপ্লে রেজুলেশন হলো ১০৮০ x ২৪০০ পিক্সেলের(৪০২ পিপিআই ডেনসিটি)।

HTC Desire 22 Pro Price in Bangladesh

নেটওয়ার্ক কনফিগারেশন

ওয়ানপ্লাস নাইন ফাইভ জি মোবাইলটির নেটওয়ার্ক টেকনোলজি হলো জিএসএম/সিডিএমএ/এইচএসপিএ/এলটিই/৫জি। এটি ওয়াইফাই, জিপিআরএস ও এজ সাপোর্টেড। এছাড়াও এটাতে ২জি, ৩জি, ৪জি ও ৫জি সাপোর্ট রয়েছে। Oneplusb 9 5g mobile টির নেটওয়ার্ক স্পিড হলো এইচএসপিএ ৪২.২/৫.৭৬ এমবিপিএস, এলটিই -এ (সিএ) ক্যাট২০ ২০০০/২০০ এমবিপিএস ও ফাইভজি।

মেমোরি

Oneplus 9 5G মোবাইলটিতে রয়েছে ৮/১২ জিবি RAM ও ১২৮/২৫৬ জিবি ROM। এটাতে এক্সট্রা কোন মেমোরি স্লট নেই।

ক্যামেরা কনফিগারেশন

প্রথমে আমরা জেনে নিব ওয়ানপ্লাস ৯ ৫জি মোবাইলটির পিছনের ক্যামেরা সম্পর্কে। এর পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ( f/1.8, 23mm (wide), 1/1.43", 1.12µm, omnidirectional PDAF), ৫০ মেগাপিক্সেল (f/2.2, 14mm (ultrawide), 1/1.56", 1.0µm) ও ২ মেগাপিক্সেল (f/2.4, (depth) এর তিনটি ক্যামেরা। এর রেজুলেশন হলো ৮০০০ x ৬০০০ পিক্সেল। এটাতে রয়েছে হাসলব্ল্যাড অপটিকস, ডুয়াল এলইডি ফ্ল্যাশ, কন্টিনিউয়াস অটোফোকাস, এক্সপোজার কমপেনশন, আইএসও কন্ট্রোল,ফেস ডিটেকশন অটোফোকাস সহ আরো দারুন সব ফিচার। এর ভিডিও রেজুলেশন হলো  ৮কে@৩০এফপিএস, ৪কে@এফপিএস, ১০৮০ পিক্সেল@৩০/৬০/২৪০ এফপিএস, অটো এইচডিআর।

সামনের ক্যামেরার মধ্যে রয়েছে ১৬ মেগাপিক্সেল (এফ/২.৪, (ওয়াইড), ১/৩.০৬", ১.০µm এবং রেজুলেশন হলো ৪৬১৬ x ৩৪৬৪ পিক্সেল। এটাতে স্ক্রিন ফ্ল্যাশ, অটো এইচডিআর ও ফিক্সড ফোকাস ফিচার তো আছেই। ভিডিও রেজুলেশন হলো ১০৮০ পিক্সেল@৩০এফপিএস, ৭২০ পিক্সেল@৩০এফপিএস।

ব্যাটারি

Oneplus 9 5G মোবাইলটিতে রয়েছে ৪৫০০ এমএএইচ এর নন-রিমুভেবল ব্যাটারি। ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং এর মাধ্যমে চার্জিং সময় হলো ২৯ মিনিট। এর স্ট্যান্ডবাই সময় হলো ৮৮ ঘন্টারও বেশি।

অন্যান্য ফিচার সমূহ

ওয়ানপ্লাস ৯ ৫জি মোবাইলে আরো অন্যান্য কিছু দারুন ফিচার রয়েছে। যেমন - প্রোটেকশনের জন্য আছে করনিং গরিলা গ্লাস, এটার এনএফসি সুবিধাও আছে। ৫.২ ব্লুতুথতো আছেই। তবে এফএম রেডিও সুবিধা নেই। ফিঙ্গারপ্রিন্ট (আন্ডার ডিসপ্লে, অপটিক্যাল) ও জিপিএস সেন্সরও আছে। এছাড়া রয়েছে ৩.৫ এমএম অডিও জ্যাক।

উপরের আলোচনাতে oneplus 9 5g  mobile phone এর দাম ও ফিচারসমূহ দেয়া হলো। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ওয়ানপ্লাস এর অফিসিয়াল সাইট থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ