Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ফেসবুক অ্যাপে শর্টকাট বার সেট করে নিন নিজের সুবিধামত

আমার এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে ফেসবুক এর গুরুত্বপূর্ণ একটি সেটিংস নিয়ে আলোচনা করব। তাই এ বিষয়টি জানার জন্য সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে নিন।

fb-shortcut-bar-preference

বর্তমানে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি। কারন ফেসবুক অনেক জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। প্রতিনিয়ত ফেসবুক অ্যাপস এর মধ্যে বিভিন্ন আপডেট যুক্ত হয়। এই আপডেটগুলোর কারণে আমরা বিভিন্নভাবে কোনো না কোনো সুযোগ-সুবিধা পেয়ে থাকি। তারপর আমরা আমাদের প্রয়োজন মত যেকোন সেটিংস করে নিতে পারি।

এ পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুকে শর্টকাট বার আপনার পছন্দ অনুযায়ী সেট করে নিতে পারবেন। অনেকে হয়তো শর্টকাট বার কি তা জানেন না। তাই আমি বলে দিচ্ছি ফেসবুকের শর্টকাট বার কি। আমরা যখন ফেসবুকে ঢুকি তখন সবার উপরে দেখা যায় কিছু আইকন থাকে। যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট, ফেসবুক গ্রুপ, ভিডিও, নোটিফিকেশন ইত্যাদি আইকন। এইসব আইকনের যে বার রয়েছে এটি হলো শর্টকাট বার।

এখানে সাধারণত ডিফল্ট ভাবে এই শর্টকাট বারগুলো দেওয়া থাকে। আপনি চাইলে খুব সহজেই শর্টকাটগুলো আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন। এর জন্য যেকোনো একটি শর্টকাট বারের উপর আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখুন। তাহলে নিচের দিকে তিনটি সেটিংস আসবে। এই সেটিংস গুলো থেকে সবার নিচে Shortcut Bar Preference এর অপশন আছে সেটাতে ক্লিক করুন। তাহলে আপনাকে শর্টকাট বার সেটিংস এ নিয়ে যাবে।

এই শর্টকার্ট সেটিংস এর মধ্যে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই অপশন গুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোন অপশন আপনি সেট করে নিতে পারবেন। এখানে আরেকটি কথা বলে রাখি। প্রত্যেকটি শর্টকাট আইকন এর পাশে তিনটি অপশন থাকে। Pin, Auto, hide এই তিনটি অপশনন আপনি দেখতে পাবেন। আপনি যদি কোন একটি আইকন Pin করে রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাপ এর শর্টকাট বারে ওই আইকনটি অর্থাৎ ওই সেটিংস টি অবশ্যই থাকবে। আর যদি আপনি এটি Auto করে দেন তাহলে এটি থাকতেও পারে আবার অনেক সময় নাও থাকতে পারে। আবার যদি আপনি Hide করে দেন তাহলে এই আইকনটি আপনার শর্টকাট বারে দেখাবে না।

আপনি চাইলে এই শর্টকাট সেটিংসটি আপনার ফেসবুক সেটিংস থেকেও করে নিতে পারবেন। আপনি যদি শর্টকাট বারের আইকনের উপর চেপে ধরে এই সেটিংস টি বের করতে না পারেন তাহলে সরাসরি আপনার ফেসবুক প্রোফাইল এর উপর ক্লিক করে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে গেলে আপনি শর্টকাট বার নামে একটি সেটিংস দেখতে পাবেন। এই সেটিংসে গিয়ে আপনি চাইলে একইভাবে এই সেটিংস গুলো করে নিতে পারবেন।

এভাবেই আপনি খুব সহজে যে কোন শর্টকাট মেনু আপনার শর্টকাট বারের মধ্যে অ্যাড করে নিতে পারবেন। এমন আরও পোস্ট যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে আমাদের সাথে থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ