Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

এন্ড্রয়েড মোবাইলের দরকারি একটি সেটিংস সবার আগে জেনে নিন | Screen Pinning Setting Android

আমার আজকের এই পোস্টে আপনাদের সাথে এন্ড্রয়েড মোবাইলের দারুন একটি টিপস শেয়ার করব। এই ট্রিকস টি জানতে পারলে আপনার অনেক উপকারে আসবে। তাই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে নিন।

screen pinning setting android

বর্তমানে আমরা সবাই এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি। এই কারনে আমাদের কিছু টিপস ও ট্রিকস জেনে নেয়া জরুরি। এন্ড্রয়েড মোবাইলে এমন কিছু সেটিংস থাকে যেগুলো আমরা অনেকেই জানিনা। কিন্তু আমরা যদি এই টিপস বা সেটিংস সম্পর্কে জানতে পারি তাহলে আমাদের মোবাইলের ব্যবহারকে আরো সহজ করে তুলতে পারি।

মোবাইলে যেকোন স্ক্রিন পিন করা

এই পোস্টে আমি যে সিক্রেট সেটিংসটি দেখাবো তা হলো screen pinning। এটি এন্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ণ একটি সেটিংস। কিন্তু এটি অনেকেই জানেন না। আপনি এখন হয়তো ভাবছেন এটার কাজ কি। আচ্ছা পিন করা মানে কি? সাধারনত পিন করার মাধ্যমে আমরা কোন কাগজকে সামনের দিকে আটকে রাখি। ঠিক একইভাবে Screen Pinning এর কাজ হলো মোবাইলের নির্দিষ্ট কোন স্ক্রিনকে পিন করে রাখা।

আপনি যদি কোন স্ক্রিন পিন করে রাখেন তাহলে পিন করা স্ক্রিন ছাড়া অন্য কোন স্ক্রিনে যাওয়া যাবে না। ধরুন আপনি মিউজিক প্লেয়ারের স্ক্রিনটি পিন করেছেন তাহলে আপনার ফোন থেকে শুধুমাত্র মিউজিক প্লেয়ারের স্ক্রিনটিই কাজ করবে। অর্থাৎ এই মুহুর্তে আপনার মোবাইলে শুধুমাত্র গান শুনতে পারবেন এবং মিউজিক প্লেয়ারের সব কাজ তথা কোন গান পরিবর্তন করা, ভলিউম বাড়ানো কমানো ইত্যাদি করতে পারবেন। তবে মিউজিক প্লেয়ার বাদে অন্য কোন স্ক্রিন বা অ্যাপে ঢুকা যাবে না। আবার আপনি মুহুর্তেই এই স্ক্রিনটি আনপিন করে আগের মত করে নিতে পারবেন।

কিছু কিছু কাজে এই সেটিংসটি চালু করতে পারেন। যেমন কেউ আপনার মোবাইল থেকে গান শুনতে চাইছে। এখন আপনি যদি তাকে গান শোনার জন্য আপনার মোবাইলটি দেন তাহলে সে গান শোনার পাশাপাশি আপনার মোবাইলের সব দেখে নিতে পারবে। কিন্তু আপনি যদি মিউজিক প্লেয়ারের স্ক্রিনটি পিন করে দেন তাহলে সে আপনার মোবাইলের অন্য কিছু দেখতে পারবে না। এমন আরো অন্যান্য সময়ে এই সেটিংস আপনাকে অনেক সাহায্য করবে।

মোবাইলে Screen Pinning Setting চালু করার নিয়ম

চলুন তাহলে জেনে নিই এই সেটিংসটি কিভাবে চালু করবেন। এই সেটিংসটি চালু করার জন্য প্রথমে আপনার ফোন থেকে সেটিস অপশনে যান। তারপর Advance Settings এ ঢুকুন। তারপর Security Option এ যান। এখানেই Screen Pinning নামের সেই সেটিংসটি পাবেন। তবে বিভিন্ন মোবাইল ভেদে সেটিংসগুলো ভিন্ন হতে পারে। তাই আপনার মোবাইলের সেটিংস অপশন থেকে এই সেটিংসটি খুঁজে নিন। তারপর সেটিংসটি এটি চালু করে দিন।

স্ক্রিন পিন করার উপায়

এবার বলে নিই কিভাবে কোন স্ক্রিন পিন করবেন। ধরুন আপনি ইউটিউব এর স্ক্রিনটি পিন করবেন। তাহলে আপনার মোবাইলে ইউটিউব ওপেন করুন। তারপর মোবাইলের হোম বাটনে ক্লিক করুন। ব্যাক বাটনে ক্লিক না করে হোম বাটনে ক্লিক করুন। হোম বাটনে ক্লিক করার পর আপনি মোবাইলের হোমে চলে আসবেন। এবার আপনার ফোনে ব্যাক বাটন ও হোম বাটন ছাড়া তৃতীয় যে বাটনটি আছে তাতে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করলে আমরা সাধারনত আমাদের আগের ব্যবহার করা অ্যাপ বা পেইজ গুলো দেখতে পায়। ঠিক একইভাবে আপনি যে শেষবার ইউটিউব অ্যাপ ওপেন করেছেন তা প্রথমে দেখা দেখা যাবে। এবার একটা জিনিস খেয়াল করুন ইউটিউব স্ক্রিনটির উপর একটা পিন বাটন দেখা যাচ্ছে। এই পিন বাটনে ক্লিক করে দিন। ব্যাস কাজ শেষ। ইউটিউবের স্ক্রিনটি পিন হয়ে গেল। এখন আপনার মোবাইলে শুধু ইউটিউব চালাতে পারবেন। অন্য কিছু চলবে না।

এবার বলব কিভাবে পিন করা স্ক্রিন আগের অবস্থায় ফিরিয়ে আনবেন। কোন স্ক্রিন পিন করা অবস্থায় আপনি যদি আপনার ফোনের ব্যাক বাটনটি চেপে ধরে রাখেন তাহলে ওই স্ক্রিনটি আনপিন হয়ে আগের মত হয়ে যাবে। এখন হয়তো ভাবছেন তাহলে সবাইতো এটা করে আমার ফোনের সব দেখে নিবে। না, কেউ যদি ব্যাক বাটন চেপে ধরে স্ক্রিনটি আনপিন করে তাহলে আপনার ফোনের স্ক্রিন লক বা প্যাটার্ন লক চলে আসবে। তারপর আপনার ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ণ দিয়ে আনলক করতে হবে।

এভাবেই আপনি খুব সহজেই যেকোন স্ক্রিন পিন বা আনপিন করে রাখতে পারবেন। এমন আরো টিপস নিয়মিত পেতে আমাদের সাইটে ভিজিট করুন। সবার আগে আমাদের পোস্ট পেতে আমাদের সোসাল প্রোফাইলে যুক্ত হোন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ