এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথেইউটিউবের দারুন একটি ট্রিকস শেয়ার করব যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে বুঝতেইতেই পারছেন কত দরকারি একটি বিষয় আপনি জানতে যাচ্ছেন।
ইউটিউব নিঃসন্দেহে একটি জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নানা রকমের গান, মুভি, নাটক, শিক্ষামূলক ভিডিওসহ আরো অনেক রকমের ভিডিও। আমরা সবাই কম বেশি ইউটিউবে নানা রকম ভিডিও দেখে থাকি। যখন এসব ভিডিও চলে তখন আমাদের ইউটিউব অ্যাপটি চালু থাকে। অর্থাৎ ইউটিউব এর ডিফল্ট যে ভিডিও প্লেয়ার আছে ওইখানে এই ভিডিওগুলো চলে। আমরা যদি ইউটিউব অ্যাপ থেকে বের হই সাথে সাথে আমাদের ভিডিওটি বন্ধ হয়ে যায়। তাই ইউটিউব ভিডিও চলাকালীন আমরা আর অন্য কোন কাজ করতে পারিনা।
তাই আমি আপনাদের সাথে গোপন একটি ট্রিকস দেখাবো। আমি আপনাকে যে ট্রিক্সটি দেখাবো এই টিপস টি ব্যবহার করে আপনি ইউটিউবে যেকোন ভিডিও চালু করে তা আপনার স্কিনের যেকোনো জায়গায় নিয়ে আসতে পারবেন। পাশাপাশি অন্য কাজ করতে পারবেন। অত্যন্ত ইউটিউব ভিডিও প্লেয়ার টি আপনার স্ক্রিনে ভাসমান অবস্থায় থাকবে।
চলুন তাহলে জেনে নেই কিভাবে এই কাজটি করতে হয়। এর জন্য আপনাকে ইউটিউব অ্যাপস এর পাশাপাশি vlc media player অ্যাপসটি ব্যবহার করতে হবে। ইউটিউব অ্যাপস সবার মোবাইলে থাকে। কিন্তু vlc media player অ্যাপসটি সবার মোবাইলে থাকেনা। তাই প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইন্সটল করে নিন। প্লে স্টোরে vlc media player লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই দুটি অ্যাপস ইনস্টল থাকার পর আপনি খুব সহজে এই কাজটি করে নিতে পারবেন।
প্রথমে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপস টি ওপেন করে নিন। এবার আপনার পছন্দ অনুযায়ী যে কোন একটি ভিডিও প্লে করুন। এবার ওই ভিডিওর নিচে দেখুন শেয়ার নামে একটি অপশন আছে। এই শেয়ার অপশনে ক্লিক করুন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি এই ভিডিও শেয়ার করার অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে Play With VLC সিলেক্ট করুন। তাহলে এই ভিডিওটি আপনার vlc media player এ চলে আসবে।
আপনি প্রথমবার যখন এই vlc-media-player ওপেন করতে যাবেন তখন আপনাকে কিছু সেটিংস এর পারমিশন অন করে দিতে হবে। কারণ ভিডিও প্লেয়ার গুলো চলার সময় আপনার স্টোরেজ সহ আরো কয়েকটি কনফিগারেশনের পারমিশন চাইবে। আপনি এখানে শুধু সবগুলো পারমিশন ইয়েস করে দিন। এটি শুধুমাত্র প্রথমবার ওপেন করতে গেলেই হবে। পরবর্তীতে আর হবে না।
যখন vlc media player আপনার ইউটিউব এর ভিডিও টিপলে হবে তখন স্বাভাবিক ভিডিও প্লেয়ারের মত দেখা যাবে। তখন নিচে দেখুন তিনটি বিন্দু আছে। এই তিনটি বিন্দু তে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে Pop Up Player অপশন টি ক্লিক করুন। তাহলে আপনার এই ভিডিও প্লেয়ার টি পপ-আপ হয়ে আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে। এবার এই স্ক্রিন থেকে আপনি চাইলে যেকোনো জায়গায় সরিয়ে রাখতে পারবেন। এছাড়াও ভিডিও চলার পাশাপাশি আপনি অন্য যে কোনো কাজ বা অ্যাপস চালাতে পারবেন।
এমন আরও টিপস যদি আপনি পেতে চান নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন। এছাড়াও আপনি চাইলে আমাদের সোশ্যাল প্রোফাইলে আমাদের অনুসরণ করতে পারেন। তাহলে সবার আগে আপনি আপডেট গুলো পেয়ে যাবেন।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।