আপনি যদি মোবাইলে কোন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান তাহলে এই পোস্টটি দেখুন। এই পোস্টে আপনাদের সাথে এমন কয়েকটি অনলাইন টুলস শেয়ার করব যেগুলো ব্যবহার করে খুব সহজেই যেকোন ছবির background change করতে পারবেন।
ছবি তুলতে কে না ভালোবাসে। সবাই সুন্দর ছবি তুরতে চায়। আবার অনেকে নিজের বা পছন্দের কারো ছবিতে বিভিন্ন লুক দেয়। তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। এছাড়াও বিভিন্ন কারনে আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। কিন্তু মুশকিল হলো আমরা অনেকেই জানি না কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়।
অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নিয়ম
আমার এই পোস্টে আপনি জানতে পাবেন কিভাবে খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। ছবির ব্যাকগ্রাউন্ড আপনি দুটি উপায়ে পরিবর্তন করতে পারবেন। একটি হলো অ্যাপ দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন। অন্যটি হলো অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন। আমার আজকের পোস্টে আমি আপনাকে জনপ্রিয় কয়েকটি অনলাইন টুলস সম্পর্কে বলব যেগুলো দিয়ে আপনি খুব সহজে আপনার কাজ করে নিতে পারবেন।
Online tools বলতে এমন কিছু ওয়েব সাইটকে বুঝায় যা কোন অ্যাপের মত কাজ করে। অর্থাৎ অ্যাপ দিয়ে আপনি যা করতে পারবেন তা এই সাইট গুলো দিয়েও করা যায়। এক কথায় বলতে গেলে নির্দিষ্ট কোন অ্যাপ এর বিকল্প হচ্ছে এই অনলাইন টুল বা ওয়েবসাইট। চলুন জেনে নিই কোন অনলাইন টুলস ব্যবহার করে আপনি খুব সহজে যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।
টিপস: ফটোশপ সফটওয়্যার এর বিকল্প Photopea online editor
রিমুভ বিজি - Remove BG
এটি অনেক জনপ্রিয় একটি অনলাইন টুল। যা ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন ছবি ব্যাকগ্রিউন্ড পরিবর্তন করে png ফাইল বানিয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে তাদের অফিসিয়াল সাইট Remove.bg তে যেতে হবে। তাহলে আপনি ছবি আপলোড করার একটি অপশন পাবেন। এবার এটাতে ক্লিক করুন। তাহলে সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবেন। এবার আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড চেন্জ করতে চান সেটি সিলেক্ট করে দিন। কিছু সময় অপেক্ষা করুন। তাহলে এটি আপলোড হয়ে অটোমেটিকেলি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। আপনাকে কিছুই করতে হবে না। কাজ সম্পূর্ণ হলে আপনি আপনার ছবিটির প্রিভিউ দেখতে পারবেন। তার নিচেই ডাউনলোড বাটন পাবেন। এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনার ছবিটি পিএনজি ফরমেটে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটির কোন ব্যাকগ্রাউন্ড থাকবে না।
রিমুভাল এআই - Removal AI
এবার আমি আপনাকে দ্বিতীয় যেই সাইট বা অনলান টুল এর কথা বলব তার নাম হলো রিমুভাল এআই। এটিও অনেকটা রিমুভ বিজি সাইটের মত। প্রথমে তাদের অফিসিয়াল সাইট removal.ai সাইটে যেতে হবে। তারপর আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করতে হবে। ব্যাস কাজ শেষ। আপনার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।
স্লেজার - Slazzer
মোবাইল দিয়ে অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার আরেকটি টুল হলো স্লেজার। এই অনলাইন টুল ব্যবহার করেও আপনি খুব সহজেই মোবাইলে যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এর জন্য প্রথমে তাদের অফিসিয়াল সাইট Slazzer.com এ আসতে হবে। তারপর আপলোড অপশনে ক্লিক করে যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটি সিলেক্ট করে দিন। তাহলে অটোমেটিকেলি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।
উপরের দেখানো সাইট গুলো ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এমন আরো টিপস নিয়মিত পেতে আমাদের সোসাল প্রোফাইলে আমাদের অনুসরণ করুন। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।