এই পোস্টে দেখানো হবে কিভাবে আপনার ফোনে থাকা অ্যাপগুলো ফোনের মেমোরি কার্ডে ব্যাকাপ করে রাখবেন। তাই আপনি যদি এই বিষয়টি জানতে আগ্রহী হযে থাকেন তাহলে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
বর্তমানে আমরা সবাই এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি। আমাদের ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইলে থাকা বিভিন্ন রকমের অ্যাপস। এছাড়াও আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে আরো অ্যাপস ব্যবহার করে থাকি। আমরা সাধারনত গুগল প্লে স্টোর থেকে এসব অ্যাপ নিয়ে থাকি। আমরা যখন এই অ্যাপগুলো নিই তখন এগুলো আমাদের ফোনে ইনস্টল হয়ে যায়।
আমরা যদি আমাদের মোবাইলটি রিসেট করি বা ফ্ল্যাশ করি তাহলে আমাদের দরকারি অ্যাপগুলো মোবাইল থেকে চলে যায়। ৎখন আমাদের আবার অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নিতে হয়। অনেকসময় এটা আমাদের কাছে বিরক্তিকর বলে মনে হয়। কিন্তু আপনি চাইলে সেই অ্যাপগুলো মেমোরিতে ব্যাকাপ নিয়ে রাখতে পারেন। ত্হলে যেকোন সময় এখান থেকে এগুলো ইনস্টল করতে পারবেন। নতুন করে ডাউনলোড করতে হবে না।
চলুন তাহলে জেনে নিই কিভাবে এটি করা যায়। এর জন্য আপনাকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। অ্যাপসটির নাম হলো এন্ড্রয়েড এ্যাসিস্টেন্ট Android Assistant। প্লেস্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিন। তাহলে আপনার ফোনে এটি চলে আসবে। এবাররএই অ্যাপটি ওপেন করুন। এটি ওপেন করলে আপনি অনেকগুলো অপশন পাবেন।
সবার নিচে দেখুন Backup & Restore নামে একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনে থাকা সকল অ্যাপ আপনি দেখতে পাবেন। প্রতিটি অ্যাপসের পাশে দেখুন সিলেক্ট করার একটি বক্স আছে। এখান থেকে আপনার পছন্দের অ্যাপগুলো সিলেক্ট করে নিন। তারপর নিচে Backup বাটনে ক্লিক করুন।
আপনার কাজ আপাতত শেষ। এবার আপনার মেমোরিতে যান। ওইখানে দেখুন Android Assistant App Backup নামে একটা ফোল্ডার তৈরি হলো। ওই ফোল্ডারে গেলেই আপনি অ্যাপগুলো পাবেন। এবার আপনি যেকোন সময় অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। আবার চাইলে অ্যাপগুলো কাউকে ব্লুতুথ বা শেয়ারইট এর মাধ্যমে দিতে পারবেন।
এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যদি কোন অ্যাপ সাময়িক সময়ের জন্য ব্যবহার করেন এবং প্রায়সময় ব্যবহার করেন তাহলে এটা করতে পারেন। আপনার কাজ শেষ হলে অ্যাপটি ডিরেট করে দিবেন এবং আবার দরকার হলে ইনস্টল করে নিবেন। এতে করে আপনার ফোনের স্টোরেজও কম লাগবে। আবার ডাউনলোড করার এমবি খরচ কম হবে।
এমন টিপস আরো পেতে আমাদের সাথে থাকুন। সবার আগে আপডেট পেতে আমাদের সোসাল প্রোফাইলগুলো ফলো করুন। ধন্যবাদ।।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।