Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

Xiaomi Redmi Note 11 Pro মোবাইলের দাম ও ফিচারসমূহ

এই পোস্টের মাধ্যমে Xiaomi Redmi Note 11 Pro এর দাম ও ফিচার সমূহ আলোচনা করা হলো। আপনি যদি শাওমি রেডমি নোট ১১ প্রো মোবাইলটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে পোস্টটি দেখে নিন।

xiaomi-redmi-note-11-pro


Xiaomi Redmi Note 11 Pro মোবাইলের দাম ও ফিচারসমূহ

শাওমি বর্তমান সমযের জন্য অনেক জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড। শাওমি প্রতিনিয়ত তাদের মোবাইলের তালিকায় নতুন নতুন মোবাইল যুক্ত করছে। নতুন মোবাইলের তালিকায় ১লা নভেম্বর, ২০২১ যুক্ত হলো Xiaomi Redmi Note 11 Pro। অন্যান্য মোবাইরের মত এই মোবাইলেও রয়েছে দারুন সব ফিচার। নিচে এগুলো আলোচনা করা হলো।

শাওমি রেডমি নোট ১১ প্রো মোবাইলের দাম

প্রথমে আমরা জেনে নিব Xiaomi redmi note 11 pro মোবাইলের দাম। ৬/১২৮ জিবি কনফিগারেশনের মোবাইলটি ২৭,০০০ টাকায় কিনতে পাওয়া যাবে।

সিস্টেম কনফিগারেশন

এবার আমরা জেনে নিব এই মোবাইলের সিস্টেম কনফিগারেশন সম্পর্কে। এই মোবাইলের এন্ড্রয়েড ভার্সন হলো ১১ (MIUI 12.5)। এর চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ৫জি (৬ nm)। এটির মধ্যে রয়েছে অক্টাকোর (2x2.5 GHz Cortex-A78 & 6x2.0 GHz Cortex-A55) প্রসেসর। এর জিপিইউ হলো মেইল-G68 MC4- 64 bit।

নেটওয়ার্ক কনফিগারেশন

এই মোবাইলটি ২জি, ৩জি, ৪জি ও ৫জি সাপোর্টেড। এটির নেটওয়ার্ক স্পিড হলো HSPA 42.2/5.76 Mbps, LTE-A (CA), 5G। এটাতে রয়েছে GSM / CDMA / HSPA / EVDO / LTE / 5G টেকনোলজি। এছাড়াও জিপিআরএস ও এডজ তো আছেই।

বোডি

শাওমি রেডমি নোট ১১ প্রো মোবাইলটির হাইট ১৬৩.৭ এমএম, ওয়েট ৭৬.২ এমএম ও থিকনেস ৮.৩ এমএম এবং এর ওজন ২০৭ গ্রাম। এটির উপরে ও নিচে রয়েছে গ্লাস। এটি মিসটেরিয়াস ব্ল্যাক, ফরেস্ট গ্রিন, টাইমলেস পারপল ও মিলকি ওয়ে ব্লু এই চার রংয়ের রয়েছে।

আরো একটি নতুন মোবাইল: Vivo V23 5G Price in Bangladesh

ডিসপ্লে কনফিগারেশন

এটির ডিসপ্লে সাইজ হলো ৬.৬৭ ইঞ্চি। এর ডিসপ্লে অ্যামোলেড ক্যাপএকটিভ টাচস্ক্রিন টাইপের। এটির ডিসপ্লে রেজুলেশন হলো ১০৮০ x  ২৪০০ পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি ৩৯৫ পিপিআই। এছাড়াও মাল্টিটাচও আছে। প্রোটেকশন হিসেবে আছে করনিং গরিলা গ্লাস ৫।

ক্যামেরা কনফিগারেশন


ক্যামেরা কনফিগারেশন নিয়ে সবাই একটু সচেতন থাকে। তাই এবার দেখে নিন Xiaomi redmi note 11 pro ক্যামেরা কনফিগারেশন সম্পর্কে। সামনের ক্যমেরাতে রয়েছে ১৬ মেগাপিক্সেল (এফ/২.৫, (ওয়াইড), ১/৩.০৬, ১.০µm)।  এই ক্যামেরার রেজুলেশন হলো ৪৬১৬ x ৩৪৬৪ পিক্সেল সাথে এইচডিআর ও প্যানারমা ফিচারসহ। এই ক্যামেরার ভিডিও রেজুলেশন হলো ১০৮০ পিক্সেল।

পিছনের রয়েছে তিনটি ক্যামেরা। একটি হলো ১০৮ মেগাপিক্সেল (এফ/১.৯, ২৬ এমএম (ওয়াইড), ১/১.৫২", ০.৭µm, ডুয়াল পিক্সেল পিডিএএফ)। এই ক্যামেরার রেজুলেশন হলো ১২০০০ x ৯০০০ পিক্সেল। এছাড়াও এটাতে রয়েছে অনেকগুলো চমৎকার ফিচার। এই ক্যামেরার ভিডিও রেজুলেশন হলে 4K।

মেমোরি কনফিগারেশন


শাওমি রেডমি নোট ১১ প্রো মোবাইলটিতে RAM থাকবে ৬জিবি বা ৮জিবি। ROM থাকবে ১২৮ জিবি বা ২৫৬ জিবি। এটাতে কোন এসডি কার্ড স্লট নেই।

ব্যাটারি ক্যাপাসিটি


এটাতে ব্যাটারি রয়েছে ৫১৬০ এমএএইচ নন-রিমুভেবল। চার্জিং টাইম হলো ৪৩ মিনিট। অর্থাৎ ৪৩ মিনিটে ১০০% চার্জ। চার্জিং ক্যাপাসিটি ৬৭ ওয়াট।

অন্যান্য ফিচার


শাওমি রেডমি নোট ১১ প্রো মোবাইলে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিপিএস সেন্সর, ৩.৫ এমএম অডিও জ্যাক, লাউড স্পিকারসহ আরো দারুন সব ফিচার।

এটাই হলো শাওমি রেডমি নোট ১১ প্রো এর দাম ও বিস্তারিত ফিচারসমূহ। আপনার যদি এই ফিচার গুলো ভালো লাগে তাহলে মোবাইলটি পছন্দের তালিকায় রাখতে পারেন। এমন আরো পোস্ট নিয়মিত পেতে আমাদের ওয়েব সাইটে সবসময় ভিজিট করুন। আপনি চাইলে আমাদের সোসাল প্রোফাইলে যুক্ত হতে পারেন। এতে করে আমাদের করা পোস্ট গুলো সহজেই পেযে যাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ