Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ইনস্টাগ্রামে কিভাবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন সেটিংস চালু করবেন

আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংস চালু করতে চাইলে এই পোস্টটি দেখে নিন। এ পোস্টের মাধ্যমে আপনি বিস্তারিত জানতে পারবেন।

instagram-two-factor-authentication

বর্তমানে আমরা অনেকেই ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। এই ইনস্টাগ্রাম ব্যবহার করার খাতিরে আমাদেরকে নিরাপত্তার দিক দিয়ে অনেক বিবেচনা করতে হয়। এজন্য আমরা অনেকগুলো সেটিংস করে থাকি। two-factor authentication এমনই একটি নিরাপত্তা সেটিংস।

Instagram Two-factor Authentication সেটিংস চালু

আপনি যদি আপনার একাউন্টে এই সেটিংস টি চালু করে দেন তাহলে কেউ যদি আপনার একাউন্টে ঢুকতে চাই তাহলে আপনার মোবাইলে একটি পিন নাম্বার পাঠানো হবে। এবং সে যদি এ কোড নাম্বারটি না পায় তাহলে সে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট লগইন করতে পারবেনা। এই সেটিংস টি করার ফলে অন্য কেউ লুকিয়ে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট ব্যবহার করতে পারবে না।

চলুন তাহলে জেনে নিন কিভাবে আপনার Instagram একাউন্ট two-factor authentication সেটিংস টি চালু করবেন। প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর নিচের ডানপাশে দেখুন আপনার প্রোফাইল পিকচারে রয়েছে। এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসুন। এবার উপরে ডানপাশে দেখুন তিনটি দাগ আছে। এই তিনটি দাগের উপর ক্লিক করলে আপনি সেটিংস অপশন পাবেন। এই সেটিংস অপশন এ ঢুকুন। সেটিংস অপশনে আসলে আপনি security নামে একটি অপশন দেখতে পাবেন। সিকিউরিটি অপশন এ ঢুকুন।

Security Settings এ ঢুকার পর আপনি two-factor অথেন্টিকেশন একটি সেটিংস দেখতে পাবেন। এবার এটাতে ঢুকুন। নিচে Get Start বাটনে ক্লিক করুন। এবার আপনাকে তিনটি অপশন দেখাবে। এই তিনটি অপশন থেকে আপনি যেকোনো একটি অপশন বাছাই করুন। এখানে আপনি যে অপশন বাছাই করবেন ওই মাধ্যমে একটি লগ ইন কোড পাঠানো হবে। তারপর এই কোড ব্যবহার করে আপনার ইনস্টাগ্রাম আইডিতে লগইন করা যাবে।

আমি এখানে আপনাকে সাজেস্ট করব Text Message এর যে অপশন টি আছে সেটি সিলেক্ট করার জন্য। এর জন্য এটার পাশের বাটন টি চালু করে দিন। তাহলে আপনার ইনস্টাগ্রাম একাউন্টে যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল ওই মোবাইল নাম্বারে একটা কোড যাবে। যদি কোন মোবাইল নাম্বার না থাকে বা আপনি যদি ইমেইল ব্যবহার করে ইনস্টাগ্রাম চালু করে থাকেন তাহলে আপনাকে নতুন করে মোবাইল নাম্বার দেওয়ার জন্য অপশন থাকবে। তখন আপনি অন্য মোবাইল নাম্বার দিয়ে দিতে পারবেন।

এছাড়াও আপনার বর্তমানে ইনস্টাগ্রামে যোগ করা মোবাইল নাম্বারটি যদি আপনার হাতের কাছে না থাকে আপনি চাইলে অন্য একটি নাম্বার এড করে নিতে পারবেন। এর জন্য নিচে দেখুন Change Mobile Number নামে একটি অপশন দেখতে পাবেন। এটাতে ক্লিক করলে আপনি আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে পরে এটি চেঞ্জ করে নিতে পারবেন। এবার মোবাইল নাম্বারে যে কোড পাঠানো হবে এই কোডটি এখানে দিয়ে দিন। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন।

তাহলে আপনার two-factor অথেন্টিকেশন অপশন সেট হয়ে যাবে। এবার আপনি যদি আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চান তাহলে এই two-factor অথেন্টিকেশন অপশন এ ঢুকুন। এখানে আপনি চেঞ্জ মোবাইল নাম্বার নামে একটি অপশন পাবেন। এখান থেকে সহজে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন। এভাবেই আপনি খুব সহজে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট একটু ফ্যাক্টর অফ ইন্টিগ্রেশন সেটিংস চালু করে নিতে পারবেন।

এমন আরও টিপস নিয়মিত পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটে আমরা প্রতিনিয়ত বিভিন্ন মোবাইল টিপস এবং দরকারি সব ট্রিকস শেয়ার করে থাকি। এছাড়াও আপনি চাইলে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে যুক্ত হতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ