Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

Infinix Hot 11 Play মোবাইলের দাম ও ফিচার সমূহ

এই পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে Infinix Hot 11 Play মোবাইলের দাম ও ফিচার সমূহ নিয়ে আলোচনা করা হবে। আপনি যদি ইনফিনিক্স হট ১১ প্লে মোবাইলের সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে পোস্টটি দেখে নিন।

infinix-hot-11-play-price-in-bangladesh

বর্তমান সময়ে অন্যান্য জনপ্রিয় মোবাইল ব্রান্ডের মধ্যে ইনফিনিক্স অন্যতম। প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের আপডেট রাখতে প্রতিনিয়ত তারা বিভিন্ন নতুন মডেলের মোবাইল বাজারে নিয়ে আসে। Infinix hot 11 play এমনই একটি মোবাইল। এই মোবাইলটি কম দামের মধ্যে অনেক ভালো একটি মোবাইল। ২০২১ সালের নভেম্বর মাসে তারা এই মোবাইল ফোনটি রিলিজ করে। এই ফোনটিতে রয়েছে দারুণ সব ফিচার। নিচে আমরা ধাপে ধাপে জেনে নিব এই মোবাইলের ফিচার সম্পর্কে।

infinix hot 11 play মোবাইলের দাম

RAM ও ROM এর ভিত্তিতে এই মোবাইলের জন্য দুটি দাম নির্ধারণ করা হয়েছে। আপনি যদি ৪/৬৪ জিবি নিতে চান তাহলে এর দাম পড়বে ১১,৪৯০ টাকা। আবার আপনি যদি ৪/১২৮ জিবি নিতে চান তাহলে এর দাম পড়বে ১২,৪৯০ টাকা।

ইনফিনিক্স হট ১১ প্লে সিস্টেম ও হার্ডওয়ার

ইনফিনিক্স হট ১১ প্লে এর অপারেটিং সিস্টেম হল এন্ড্রয়েড ১১(এক্সওএস ৭.৬) ভার্সনের । এটাতে আপনি পাবেন হেক্সা-কোর (২x৩.২২ গি.হা. + ৪xX.X গি.হা) প্রসেসর। এছাড়াও এর চিপসেট হলো মিডিয়াটেক হেলিও জি৩৫ (১২ এনএম) এবং জিপিইউ হলে পাওয়ার-ভিআর জিই৮৩২০।

মেমোরি

Infinix hot 11 play মোবাইলটি তে আপনি পাবেন ৪ জিবি RAM। ROM হিসেবে পাবেন ৬৪ জিবি বা ১২৮জিবি। এই RAM ও ROM এর উপর ভিত্তি করেই আপনার মোবাইলের দাম নির্ভর করবে। এখানে রয়েছে মাইক্রোএসডি ডেডিকেটেড স্লট।

কানেক্টিভিটি

এই মোবাইলে থাকছে জিসএম/ সিডিএমএ/ এইচএসপিএ/ ইভিডিও/ এলটিই/ ফাইভ জি টেকনোলজি। ওয়াইফাই টেকনোলজির মধ্যে পাবেন Wi-Fi ৮০২.১১ a/b/g/n/ac/6, ডুয়াল ব্যান্ড, হটস্পট। এছাড়াও এটাতে জিপিএস সুবিধাও রয়েছে।

বডি কনফিগারেশন

এখন আমরা জেনে নিব ইনফিনিক্স হট ১১ প্লে মোবাইলের বডি কনফিগারেশন। এ মোবাইল এর সাইজ হল ১৭১.৮ x ৭৮ x ৮.৯ এমএম। এর উপরের অংশ গ্লাস এবং বাকি সব অংশ প্লাস্টিকের বডি। এটি সবুজ, সোনালি, নীল এবং কালো এই চারটি রংয়ের রয়েছে।

ডিসপ্লে

এই মোবাইলের ডিসপ্লে টাইম হলো আইপিএস এলসিডি, ৪৪০ nits(typ)। এটি লম্বাই ৬.৮২ ইঞ্চি। এই মোবাইলের ডিসপ্লে রেজুলেশন হল ৭২০ x ১৬৪০ পিক্সেল।

ক্যামেরা কনফিগারেশন

এবার আমরা জেনে নিব ইনফিনিক্স হট ১১ প্লে মোবাইলের ক্যামেরা কনফিগারেশন সম্পর্কে। প্রথমে জেনে নিই পেছনের ক্যামেরা সম্পর্কে। এর পিছনে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও আরেকটি আনস্পেসিফাইড ক্যামেরা এবং উক্ত ক্যামেরায় কোয়াড-এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা, এইচডিআর ফিচার রয়েছে। এছাড়াও এই ক্যামেরার ভিডিও রেজুলেশন হল ১০৮০ পিক্সেল।

এর সামনে রয়েছে 8 মেগাপিক্সেল এর একটি ক্যামেরা। এছাড়াও ফ্রন্ট ক্যামেরায় এলইডি ফ্ল্যাশ রয়েছে। এই সেলফি ক্যামেরার ভিডিও রেজুলেশন হল ১০৮০ পিক্সেল।

ব্যাটারি কনফিগারেশন

এ মোবাইলে রয়েছে ৬০০০ এমএএইচ এর নন রিমুভেবল ব্যাটারি। যার চার্জিং ওয়াট হল ১০।

অন্যান্য ফিচার সমূহ

উপরোক্ত ফিচার ছাড়াও এ মোবাইলে রয়েছে আরো অন্যান্য সব ফিচার। এই মোবাইলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট  (রিয়ার-মাউন্টেড), এক্সিলারোমিটার, প্রক্সিমিটি ও কম্পাস সেন্সর। এছাড়াও এ মোবাইলে ব্লুতুথ, লাউড-স্পিকার, এফএম রেডিও রয়েছে। আবার infinix hot 11 play মোবাইলটি ওটিজি সাপোর্টেড।

এগুলোই হল ইনফিনিক্স হট ১১ প্লে মোবাইল এর ফিচারসমূহ। আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে তাদের নিজস্ব ওয়েবসাইট infinix hot 11 play official লিংক থেকে জেনে নিতে পারেন।

এমন আরও পোস্ট নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। এছাড়াও আপনি যদি এই পোস্ট গুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের সোশ্যাল প্রোফাইল গুলোতে যুক্ত হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ