অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করার নিয়ম জানেন তো? যদি না জেনে থাকেন তাহলে এখন থেকে আপনি খুব সহজে অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন।
সাধারণত আমরা সবাই জানি গুগল ম্যাপ অনলাইনে ব্যবহার করা যায়। আবার এটি অফলাইনেও ব্যবহার করা যায়। কিন্তু অনেকে জানে না কিভাবে অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করতে হয়। তাই আমার আজকের এই পোস্টটি। আপনি যদি অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করে কোন জায়গা খুঁজে পেতে চান তাহলে পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে নিন।
প্রথমে আপনাকে গুগল ম্যাপ অ্যাপ টি ওপেন করে নিতে হবে। গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করার পর উপরে ডানপাশে দেখুন আপনার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে। এটার উপর ক্লিক করুন। তাহলে আপনি কতগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে মাঝ বরাবর দেখুন "অফলাইন ম্যাপস" নামে একটি অপশন আছে। এই অফলাইন ম্যাপ এ ক্লিক করুন।
তারপর "সিলেক্ট ইয়োর ম্যাপ" এ ক্লিক করুন। এবার আপনি স্কিনের মধ্যে একটি চারকোনা বক্স দেখতে পাবেন। এছাড়াও বক্সের ভিতরে গুগল ম্যাপ দেখা যাবে। আপনি যে এলাকা বা যে জায়গা ব্যবহার করবেন ওই অংশটি সিলেক্ট করে নিন। আমি আরেকটু বুঝিয়ে বলছি।
ধরুন, আপনি ঢাকা যাবেন বা ঢাকার কোন জায়গা খুঁজছেন তাহলে এখন আপনি গুগল ম্যাপ থেকে ঢাকা এরিয়া টি চারকোনা বক্সের ভিতরে সিলেক্ট করে দিন। নিচে একটা জিনিস খেয়াল করুন, এখানে বলা আছে আপনি যে অংশটি সিলেক্ট করেছেন এটি ডাউনলোড করতে কত এমবি খরচ হবে। এমবি সাইজ অনুযায়ী ম্যাপটিকে বড় বা ছোট করে নিতে পারেন।
এবার নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার ডাউনলোড শেষ হয়ে গেলে আপনার কাজ শেষ। এবার আপনি আপনার ফোনের ডাটা কানেকশন বন্ধ রাখলেও ঢাকা এরিয়াতে আপনি যে জায়গায় যেতে চান তা খুব সহজে গুগল ম্যাপ থেকে জেনে নিতে পারবেন। তবে অফলাইন ম্যাপ এর মধ্যে আপনি কোথায় জ্যাম আছে তা জানতে পারবেন না। যেটি অনলাইন গুগল ম্যাপে দেখা যায়।
এভাবেই আপনি খুব সহজে ইন্টারনেট কানেকশন ছাড়াই অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। নিয়মিত যদি এমন আরো টিপস পেতে চান তাহলে আমাদের সাথে থাকুন।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।