Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

যেকোনো ছবি দিয়ে গুগলে সার্চ করে খুঁজে নিন একই রকমের সব ছবি

আপনি যদি নির্দিষ্ট কোন ছবি দিয়ে গুগলে সার্চ করা সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে দেখে নিন। এই পোষ্টের মাধ্যমে দেখানো হবে কিভাবে আপনি google এ কোন image দিয়ে search করবেন। চমৎকার গুগল সার্চ টিপস।

google-image-search

গুগল অনেক জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন। বর্তমানে আমরা যেকোন কিছু খোঁজার জন্য গুগল ব্যবহার করে থাকি। কারণ গুগোল আমরা যা সার্চ করে থাকি তা খুব সহজেই পেয়ে যায়। বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন ছবিও গুগলে সার্চ করে থাকি।

কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যে ছবি গুগল সার্চ করছি ওই ছবিটি পাওয়া যায় না। যখন আমরা আমাদের কাঙ্খিত ছবিটি না পাই তখন আমরা হতাশ হই। চিন্তার কোন কারণ নেই। এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে একটি সহজ সমাধান দিয়ে দিচ্ছি।

কিভাবে গুগলে ইমেজ দিয়ে সার্চ করা যায়

এখন থেকে আপনি চাইলে গুগলের আপনার পছন্দের কোন ছবি দিয়ে সার্চ করে একই রকম ছবি অনেকগুলো বের করে নিতে পারবেন। কোন ঝামেলা ছাড়াই আপনি এটি করতে পারবেন। এর জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার টি ওপেন করে নিন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এড্রেসবারে www.google.com লিখে গুগলে যান। তারপর উপরে দেখুন Image নামে একটি অপশন আছে। এই Image অপশনে ক্লিক করুন। তাহলে গুগল ইমেজ সার্চ আসবে। তবে আপনাকে আরেকটি কাজ করতে হবে। এবার উপরে ডান পাশে যে তিনটি দাগ আছে এই তিনটি দাগের উপর ক্লিক করুন। এই তিনটি দাগের উপর ক্লিক করলে আপনি কতগুলো সেটিংস দেখতে পাবেন। এই সেটিংস গুলো থেকে ডেস্কটপ নামে একটি অপশন দেখতে পাবেন। এই ডেস্কটপ মোডে ক্লিক করে দিন। তাহলে আপনি যে গুগল ইমেজ সাইটে ঢুকেছেন এটি ডেস্কটপ সাইট ওপেন হবে। এখন আপনি যে ধরনের ছবি পেতে চাইছেন এমন একটি ছবি এখানে দিতে হবে। অর্থাৎ আপনি যে ছবি দিয়ে সার্চ করতে চান তা এখানে দিতে হবে। এর জন্য সার্চ বক্স এর ডানপাশে দেখুন একটি ক্যামেরা আইকন রয়েছে। এবার এ ক্যামেরা আইকনে ক্লিক করুন।

ক্লিক করার পর আপনি দুটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটি হলো Paste Image URL। এর অর্থ হলো আপনি কোন ওয়েবসাইট থেকে কোন ছবি নিয়ে থাকলে এখানে উক্ত ছবির লিংক দিতে হবে। পাশে দেখুন আরেকটি অপশন আছে। এটি হলো Upload your Image নামে। এটাতে ক্লিক করে আপনি চাইলে আপনার ফোনের গ্যালারিতে থাকা কোন ছবি এখানে দিয়ে দিতে পারেন। এখানে একটা কথা বলে রাখি। আপনি যে ধরনের ছবি গুগল থেকে সার্চ করতে চান ঠিক ঐরকম একটি ছবি আগে গুগল থেকে ডাউনলোড করে রেখে দিন। তারপর এখানে ওই ছবিটি আপলোড করে দিন। তাহলে এই রিলেটেড যত ছবি আছে সব আপনি গুগলে পেয়ে যাবেন।

ধরুন, আমি চাইছি সোফায় বসা একজন ছেলে এবং একজন মেয়ের ছবি বের করতে। তার জন্য প্রথমে আমি গুগল থেকে এরকম একটি ছবি বের করে নিব। তারপর ছবিটি গুগোল ইমেজ সাইটে আপলোড করে দিব। তাহলে এই একই রকম অনেকগুলো ছবি গুগল আমাকে দিয়ে দিবে। এবার এখান থেকে আমি আমার পছন্দের ছবি গুলো কালেক্ট করে নিতে পারব।

এভাবেই আপনি খুব সহজে গুগলে কোন নির্দিষ্ট ছবি সার্চ করে একই রকম ছবি অনেকগুলো বের করে নিতে পারবেন। এমন আরও টিপস পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। এছাড়াও আমাদের সোস্যাল সাইটগুলোতে যুক্ত থাকতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ