Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

গুগল ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করার নিয়ম

গুগল ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করতে এই পোস্টটি দেখে নিন। এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে Google Chrome Dark Mode তথা কালো থিম ব্যবহার করবেন।

turn-on-google-chrome-dark-mode

গুগল ক্রোম বর্তমান সময়ের জন্য বহুল ব্যবহৃত একটি ব্রাউজার অ্যাপ। এটি গুগলের নিজস্ব একটি অ্যাপ। এই অ্যাপ দিয়ে আমরা সুন্দরভাবে ইন্টারনেট ব্রাউজ করি। এটি অনেক জনপ্রিয় একটি ব্রাউজার। এই ব্রাউজারে রয়েছে নানা রকম ফিচার। এরমধ্যে ডার্ক মোড অন্যতম।

আশাকরি ডার্ক মোড সম্পর্কে আপনি জানেন। তবু একবার বলে নিচ্ছি। ডার্ক মোড হলো একটি Black Theme। বর্তমানে অনেক অ্যাপস এ ডার্ক মোড রয়েছে। ডার্ক মোড এর কারণে একটি অ্যাপস এর সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পায়। এছাড়াও ডার্ক মোড ব্যবহার করলে ফোনের ব্রাইটনেস কমে যায় যেটা চোখের জন্য অনেক ভালো। তাই কমবেশি অনেকেই বিভিন্ন এপস এর ডার্ক মোড ব্যবহার করে থাকে।

ডার্ক মোড এর এই সিস্টেমটি গুগল ক্রোমেও রয়েছে। আপনি যদি গুগল ক্রোম ডার্ক মোড চালু করেন তাহলে আপনারটা গুগল ক্রোম ব্রাউজার টি দেখতে অনেকটা সুন্দর হবে। এছাড়াও আপনার সবসময়ই গুগল ক্রোম ব্যবহার করার ক্ষেত্রে অনেকটা উপকার পাবেন।

আপনি যদি গুগল ক্রোমে ডার্ক মোড চালু করতে চান তাহলে আমার দেখানো উপায় গুলো ফলো করুন। প্রথমে আপনাকে Google Chrome Browser টি ওপেন করে নিতে হবে। তারপর উপরে ডানপাশে দেখুন তিনটি বিন্দু আছে। এই তিনটি বিন্দুর উপর ক্লিক করুন। এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে একটু নিচে নামলে সেটিংস নামে একটি অপশন পাবেন। এই সেটিংস এ ঢুকুন। সেটিংস এ ঢুকলে আপনি আরো অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। এই সেটিংস গুলোর মধ্যে Theme নামে একটি অপশন আছে। এই থিম অপশনে ক্লিক করুন। এই থিম অপশনে ক্লিক করার পর আপনি ডার্ক মোড এবং লাইট মোড নামে দুটি অপশন পাবেন। এবার আপনি যদি ডার্ক মোড চালু করতে চান তাহলে ডার্ক মোড এর উপর ক্লিক করুন। সাথে সাথে আপনার গুগল ক্রোম ব্রাউজার টি ডার্ক মোড এ পরিণত হবে। আবার আপনি যদি ডার্ক মোড থেকে লাইট মোডে আসতে চান তাহলে লাইট মোড সিলেক্ট করুন। তাহলেই হয়ে যাবে।

এভাবেই আপনি খুব সহজে আপনার গুগল ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করতে পারবেন। এমন আরও টিপস যদি নিয়মিত পেতে চান তাহলে আমাদের এই সাইটে ভিজিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ