Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

ফেসবুকে পোস্ট করা স্ট্যাটাস থেকে লাইক ও রিয়েক্ট এর সংখ্যা হাইড করার উপায়

ফেসবুকে আমরা বিভিন্ন সময় ছবি বা কোন লেখা বা কোন ভিডিও সহ বিভিন্ন কিছু শেয়ার করে থাকি। আমাদের ফেসবুক ফ্রেন্ডরা আমাদের এসব পোস্টে লাইক ও রিয়েক্ট দিয়ে থাকে। যখন আমরা ফেসবুকে ঢুকি তখন আমাদের পোষ্টে বা আমাদের ফেসবুকে থাকা কোন ফ্রেন্ডের পোস্টে কতগুলো লাইক বা রিয়েক্ট পড়েছে তা আমরা দেখতে পারি।

hide-total-like-on-facebook

বর্তমানে আপনি হয়তো একটা জিনিস খেয়াল করেছেন যে অনেকের ছবি বা কোন পোস্টে মোট লাইক ও রিয়েক্ট সংখ্যা দেখা যায় না। তখন আমরা ভাবি এটি কিভাবে করলো। তখন আমাদের মনে প্রশ্ন জাগে আমি কিভাবে করতে পারব?

আমার আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার শেয়ার করা পোস্ট এর মোট লাইক বা রিয়েক্ট এর সংখ্যা হাইড করে রাখবেন। একজন ফেসবুক ব্যবহারকারী হিসেবে আপনার জন্য এটি চমৎকার একটি ফেসবুক টিপস এন্ড ট্রিকস। আপনিও যদি আপনার কোনো ছবি বা পোস্ট থেকে মোট লাইক ও রিয়েক্ট এর সংখ্যা হাইড করে রাখতে চান তাহলে আমার দেখানো উপায় অনুসরণ করুন।

এটি করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোন থেকে facebook app টি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপ টি ওপেন করার পর সরাসরি আপনার নিউজ ফিড চলে আসবেন। এবার উপরে ডানপাশে দেখুন তিনটে দাগ আছে। এ তিনটি দাগের উপর ক্লিক করুন। এই তিনটি দাগের উপর ক্লিক করার পর সবার নিচে নেমে আসুন। দেখুন এখানে Settings & Privacy নামে একটি অপশন আছে। এবার এই সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করুন। তাহলে সেটিংস নামে আরেকটি অপশন দেখতে পাবেন। এবার এই সেটিংস এ ক্লিক করুন। সেটিংস এ ক্লিক করার পর একটু নিচে নেমে আসুন। এখানে Reaction Preference নামে একটি অপশন দেখতে পাবেন। এটাতে ক্লিক করুন।

এটাতে ক্লিক করার পর আপনি দুটি অপশন পাবেন। আপনি যদি আপনার পোস্ট করা কোন ছবি ভিডিও বা স্ট্যাটাস থেকে মোট লাইক বা রিয়েক্ট এর সংখ্যা হাইড করতে চান তাহলে নিচের দ্বিতীয় অপশনটি চালু করে দিন। এর জন্য পাশে যে বাটন আছে এটাতে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার কাজ।

এবার আপনাকে আরেকটি কথা বলে নিই। প্রথমে যে অপশনটা আছে এটির কাজ। আপনি যদি প্রথমের এই অপশনটি চালু করে দেন তাহলে আপনার টাইমলাইনে আপনার ফেসবুক ফ্রেন্ড, পেইজ বা বিভিন্ন গ্রুপের যত পোস্ট দেখতে পাবেন ওই পোস্টগুলোর মোট লাইক বা রিয়েক্টের সংখ্যা দেখতে পাবেন না।

তবে এখানে একটি কথা বলে রাখি, আপনি যদি সেটিংসটি অন করে রাখেন তাহলে আপনার শেয়ার করা পোস্ট থেকে লাইক এবং রিয়েক্ট গুলো যাবে না। সব ঠিক থাকবে। শুধুমাত্র টোটাল কয়টি লাইক ও রিয়েক্ট আছে তা দেখাবে না। তবে কেউ যদি এগুলোর উপর ক্লিক করে তাহলে কারা কারা লাইক বা রিয়েক্ট করেছে তা দেখা যাবে।

আপনি যদি সম্পূর্ণ বিষয়টি ভিডিওতে দেখতে চান তাহলে নিচের ভিডিওটি দেখে নিন। এই ভিডিওতে ফেসবুক লাইক ও শেয়ারের সংখ্যা হাইড করার উপায় দেখানো হয়েছে।

এটাই ছিল আমার আজকের মূল পোস্ট। তাহলে আপনি জেনে গেলেন দারুন একটি ফেসবুক টিপস এন্ড ট্রিকস। এটি যদি আপনার ভাল লাগে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ