একটি শক্তিশালী পসওয়ার্ড (strong password) আমাদের কতই না নিরাপদে রাখে তা বলার অপেক্ষা রাখে না। অনেকে হয়তো বুঝতে পারে না কিভাবে ফেসবুকসহ দরকারি সাইটে শক্তিশালী পাসওয়ার্ড দিতে হয়। তাই আমার এই পোস্ট। আশা করি পোস্টটি আপনার কাছে অনেক আকর্ষনীয় হবে। তাই দেরি না করে ঝটপট পড়ে ফেলুন
বর্তমান প্রযুক্তির যুগে আমরা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, জিমেইল একাউন্ট ও গুগল একাউন্টসহ বিভিন্ন দরকারি সাইট ব্যবহার করি। আমাদেরকে এসব সাইটে ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। কিন্ত অনেক সময় আমাদের এসব একাউন্টের পাসওয়ার্ড অন্যরা জেনে যায় বা অনেকে খুব সহজেই আমাদের পাসওয়ার্ড গুলো বের করে ফেলে। যদি আপনি সহজ কোন পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে অন্যরা এটি বের করে নিতে পারবে সহজেই। আর এমনটা যদি হয়ে থাকে তাহলে আমরা অনেকে বিপদে পড়ে যাবো।
তাই আমাদের উচিৎ এমন একটি পাসওয়ার্ড ব্যবহার করা যেটা সহজে কেউ বের করতে পারবে না বা বুঝে নিতে পারবে না। একমাত্র একটি স্ট্রং পাসওয়ার্ডই (strong password) পারে আপনাকে অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে রক্ষা করতে। এবার আপনি হয়তো ভাবছেন স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবো? এতো ভাবার কিছু নেই। আমি আপনাকে বলে দুব কিভাবে শক্তিশালি পাসওয়ার্ড বানাতে হয়।
নিচে আমি কয়েক ধাপে আপনাকে দেখাবো কিভাবে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড বানাবেন (how to create strong password)। তাহলে দেখে নিন ধাপগুলো।
১. ইংরেজি লেটার বা বর্ণ এর ব্যবহার করা। একটা পাসওয়ার্ডে ইংরেজি বর্ণ রাখা দরকার। আপনি চাইলে কারো নাম বা প্রিয় কোন কিছুর নাম। তবে সবাই জানে এমন নাম ব্যবহার না করা ভালো। এখানে লেটার বা বর্ণের মধ্যে বড় হাতের ও ছোট হাতের বর্ণ রাখবেন। যেমন: আমি একটি নাম দিচ্ছি। যেখানে বড় হাতের ও ছোট হাতের বর্ণ থাকবে। ঠিক এভাবে- AtLantiC
২. স্পেশাল চিহ্ন ব্যবহার করা। আপনার উচিৎ আপনি যে নামটি ব্যবহার করবেন তার মাঝে কোন স্পেশাল চিহ্ন ব্যবহার করা। যেমন: Atl@ntiC এখানে দেখুন a এর পরিবর্তে @ দিয়েছি। অথবা আপনি চাইলে অন্য স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। যেমন: AtLan#tic বা &aTlantiC
৩. নাম্বার ব্যবহার করা। আপনার পাসওয়ার্ডে নাম্বার যুক্ত করুন। তাহলে এটি আরো শক্তিশালি হবে। নাম্বার যুক্ত করার পর এটি দেখতে (strong password example) At@Lan#Tic27498 এমন হতে পারে।
৪. পাসওয়ার্ডের শেষে স্পেস ব্যবহার করা। এটি অনেক দারুন একটি উপায়। আপনার পাসওয়ার্ডের শেষে চাইলে স্পেস দিয়ে রাখতে পারেন। স্পেস দিলেও একটা ক্যারেক্টার হবে। ধরুন আপনার পাসওয়ার্ডটি যদি ৮ ক্যারেক্টার হয় এবং পাসওয়ার্ডটির শেষে যদি ২ বার স্পেস দেন তাহলে এটি ১০ ক্যারেক্টারের হবে। স্পেস দিলে একটি সুবিধা হলো কেউ আপনার পাসওয়ার্ড দেখলেও স্পেস গুলো দেখবে না। কারন স্পেসে খালি দেখাবে।
সব শেষে কিছু কথা বলি। কখনো শুধু ইংরেজি বর্ণ বা শুধু নাম্বার দিয়ে পাসওয়ার্ড বানাবেন না। অনেকে দেখা যায় নিজের নামটি পাসওয়ার্ড হিসেবে দেয়। যেমন mango, apple ইত্যাদি। আবার অনেকে শুধু নাম্বার দেয়। যেমন 11223344, 1234567, 12121212 ইত্যাদি। এভাবে পাসওয়ার্ড দিলে এগুলো সহজেই অন্য কেউ জানতে পারে। অনেকে নিজের মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেয়। এসব না দিয়ে আমার দেখানো নিয়ম অনুসরণ করে পাসওয়ার্ড দিন। দেখবেন আপনার পাসওয়ার্ড অনেক স্ট্রং (strong password) হবে এবং কেউ সহজেই আপনার পাসওয়ার্ড বের করতে পারবে না। আমার এই পোস্টটি উপকারি বলে মনে হলে সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।