কন্টাক্ট নাম্বার ব্যাকাপ (how to save contacts to google) রাখার বিষয়ে আজকের এই পোস্ট। কন্টাক্ট নাম্বার না হারানো বা নিরাপদে সেভ করে রাখার জন্য আজকের পোস্ট আপনাকে অনেক সাহায্য করবে। তাই পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ।
বর্তমান মোবাইলের যুগে আমরা খুব সহজেই সবার সাথে যোগাযোগ করতে পারি। এর অন্যতম মাধ্যম হলো কন্টাক্ট নাম্বার। একজন মানুষের সাথে যোগাযোগ করার জন্য তার কন্টাক্ট নাম্বার অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা পরিচিত বা দরকারি মানুষের কন্টাক্ট নাম্বার সংগ্রহ করে থাকি।
আমাদের সংগৃহীত কন্টাক্ট নাম্বার গুলো আমরা মোবাইলে সেভ করে রাখি। কিন্তু অনেক সময় ভুলবশত আমাদের এসব কন্টাক্ট নাম্বার আমরা হারিয়ে ফেলি। আবার অনেক সময় কন্টাক্ট নাম্বারগুলো ডিলেট করে দিই। আবার অনেক সময় সব গুলোকন্টাক্ট নাম্বারগুলো মোবাইলে বা সিমে সেভ করার জন্য মেমোরি খালি থাকে না। তখন আমরা নতুন কোন নাম্বার সেভ করতে পারি না।
কন্টাক্ট নাম্বার নিয়ে এই সমস্যাগুলো থেকে মুক্তির একটি দারুন উপায় আপনাদের দেখিযে দিব। উক্ত উপায় অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার সকল কন্টাক্ট নাম্বার নিরাপদে সংগ্রহ (contact backup) করে রাখতে পারবেন।
অনেক বকবক করলাম। এবার আসি মূল কাজে। আপনি যদি আপনার বর্তমান কন্টাক্ট নাম্বারগুলো ব্যাকাপ রাখতে চান বা নতুন কোন নাম্বার সেভ করে রাখতে চান তাহলে একটি অ্যাপ এর সাহায্য নিন। ভয় পাওয়ার কিছু নেই এটি গুগলের একটি অ্যাপ। অনেক জনপ্রিয় একটি অ্যাপ। অ্যাপটির নাম হলো গুগল কন্টাক্ট অ্যাপ। এখানে আপনি আপনার ফোনে বা সিমে থাকা সব কন্টাক্ট নাম্বার ব্যাকাপ রাতে পারবেন। শুধু ব্যাকাপ রাখা নয়। আপনি চাইলে নতুন কন্টাক্ট নাম্বারও যুক্ত করে রাখতে পারবেন। how to backup contacts to google account.
আপনি যদি কন্টাক্ট ব্যাকাপ রাখতে চান তাহলে প্লে স্টোর থেকে গুগল কন্টাক্ট অ্যাপটি ইনস্টল করে নিন। প্লেস্টোরে Google Contact লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। তারপর এটি ইনস্টল করুন। ইনস্টল করা হযে গেলে আপনার যেকোন একটি গুগল একাউন্ট অর্থাৎ জিমেইল একাউন্ট দিয়ে লগইন করে নিন। তবে মাথায় রাখবেন এই ইমেইলটি আপনার নিজের হতে হবে। কারন অন্যের ইমেইল দিলে সে আপনার ক্ন্টাক্ট সব পেয়ে যাবে। তাই নিচের ব্যবহার করবেন। পরবর্তিতে আপনি গুগল কন্টাক্ট অ্যাপে উক্ত ইমেল ও পাসওয়ার্ড দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন সব কন্টাক্ট লিস্ট।
এবার বলছি কিভাবে মোবাইল থেকে বা সিম থেকে আগের কন্টাক্ট ব্যাকাপ (how to save contacts to google) করবেন। এর জন্য গুগল কন্টাক্ট অ্যাপটি ওপেন করুন। তারপর ইমেইল আইডি ও পাসওয়ার্ড লগইন করে নিন। এবার অ্যাপটি চালু হয়ে যাবে এবং উপরের বাম পাশে দেখুন তিনটি দাগ আছে। এই তিনটি দাগে ক্লিক করুন। তারপর সেটিংসে যান। তারপর নিচের দিকে ইমপোর্ট নামে একটি অপশন পাবেন। এটাতে ক্লিক করলে আপনার ফোনে থাকা সিমগুলো দেখাবে। এখন আপনি যে সিমের কন্টাক্ট ব্যাকাপ করবেন ওই সিমটি সিলেক্ট করে ওকে তে দিন। তারপর আপনার ওই সিমে থাকা সকল কন্টাক্ট নাম্বার সিলেক্ট করা অবস্থায় পাবেন। এখন উপরে ডান পাশে দেখুন ইমপোর্ট লেখা আছে। এটাতে ক্লিক করুন। তাহলে আপনার ওই সিমে থাকা সকল কন্টাক্ট নাম্বার গুগল কন্টাক্ট অ্যাপে চলে আসবে।
আবার আপনি যদি অনে সিমের গুলো আনতে চান তাহলে একই নিয়ম অনুসরণ করে ব্যাকাপ my contacts backup নিতে পারবেন। আবার আপনি যদি নতুন কোন কন্টাক্ট যুক্ত করতে চান তাহলে গুগল কন্টাক্ট অ্যাপে ঢুকলে নিচে একটি "+" বাটন পাবেন। এাতে ক্লিক করুন। তাহলে কন্টাক্ট নাম্বার অ্যাড করার সব কিছু পাবেন। এখানে সবকিছু দিয়ে কন্টাক্ট নাম্বার সেভ করে নিন। ব্যাস কাজ শেষ।
এবার আপনি যেকোন সময়, যেকোন যায়গায় এমনকি আপনার ফোন বা সিম সাথে না থাকলেও আপনার কন্টাক্ট নাম্বারগুলো পেয়ে যাবেন। (how to backup contacts to google account) তবে ওই ইমেইল আইডি দিয়েই লগইন করতে হবে। এভাবেই আপনি আপনার ফোনে থাকা সকল কন্টাক্ট নাম্বার ব্যাকাপ করে রাখতে পারবেন এবং নতুন নতুন কন্টাক্ট যুক্ত করে নিতে পারবেন। সবাই জানার জন্য পোস্টটি সবার সাথে শেয়ার করুন।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।