Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

কোন অ্যাপ ছাড়া গুগলে সার্চ করেই খেলতে পারবেন মজার ৫টি গেম | Google Tips And Tricks

আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে গুগলের দারুন একটি টিপস শেয়ার করব। আজকের টিপসটি সত্ত্যি অনেক মজার হবে। তাই মনোযোগ দিয়ে পড়ুন।

google-tips-and-tricks

বর্তমানে বেশিরভাগ মোবাইল ব্যবহারকারি বিভিন্ন গেম খেলে। এই জন্য আমরা বিভিন্ন গেমস অ্যাপ আমাদের ফোনে ইনস্টল করে থাকি। আমি আজকে পোস্টে আপনাদেরকে কিছু গুগল গেমস এর কথা বলব যেগুলো আপনি কোন ধরনের অ্যাপস ছাড়াই শুধুমাত্র ইন্টারনেট কানেকশন দিয়েই খেলতে পারবেন। গুলো এক প্রকার গুগল সার্চ ট্রিকস।

আপনি গুগলে উক্ত গেম গুলো সার্চ করে খেলতে পারবেন। এর জন্য আপনাকে অতিরিক্ত কোন অ্যাপস ইনস্টল করতে হবে না। ইন্টারনেট কানেকশন চালু করে গুগলে সার্চ করেই খেলা শুরু করতে পারবেন। বিশেষ করে আপনি অবসর সময়ে কোন একটা গেম খেলতে চান তাহলে এই গেম গুলো আপনার সঙ্গীহবে।  তাহলে আর দেরি না করে নিচে গুগল গেম গুলো সম্পর্কে জেনে নিন।

১. Tic Tac Toe

প্রথমে আপনাকে যে গেমটির নাম বলব এটি হলো Tic Tac Toe। এটি অনেক পরিচিত একটি গেম। এই গেমটি X এবং O দিয়ে খেলতে হয়। বিশেষ করে স্কুল লাইফের একটি গেম এটি। আপনার ফোন থেকে গুগল ক্রোম অ্যাপটি ওপেন করুন। তারপর গুগলে Tic Tac Toe লিখে সার্চ করুন। তাহলে আপনি গেমটি সবার প্রথমে দেখতে পাবেন। এবার খেলতে শুরু করে দিন।

২. Solitaire Game

এই গেম সম্পর্কে আপনি হয়তো জানেন। এটি তাস দিয়ে খেলতে হয়। যারা গেমটি খেলেন তারা সাধারনত অ্যাপ দিয়ে গেমটি খেলে। কিন্তু এখন থেকে আপনি কোন ধরনের অ্যাপ ছাড়াই শুধু মাত্র গুগলে সার্চ করে গেমটি খেলতে পারবেন। তাই আবার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। তারপর গুগলে সার্চ করুন Play Solitaire। তাহলে প্রথমেই গেমটি পাবেন। তারপর প্লেতে ক্লিক করুন। তাহলে এটি ওপেন হবে। এবার আপনি এটি খেলা শুরু করতে পারেন।

৩. Pac-Man

এটিও গুগলের আরেকটি গেম। এই গেমটিও আপনি গুগলে সার্চ করে খেলতে পারবেন। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে তাতে pac-man লিখে সার্চ করুন। তাহলে আপনি গেমটি পাবেন। তারপর প্লে তে ক্লিক করুন। ব্যাস, গেমটি চালু হয়ে যাবে।

৪. Snake

Snake Game খেলেনি এমন মানুষ অনেক কম আছে। কারন বান ফোনেও এই গেমটি থাকে। তাই আপনি যদি snake game টি কোন ধরনের অ্যাপ ছাড়া খেলতে চান তাহলে দেরি না করে গুগলে Snake লিখে সার্চ করুন। তারপর এটি আসবে। এবার এটি প্লে করুন।

৫. Flip a Coin

পয়সা দিয়ে হেড টেল গেম আমরা অনেকেই খেলেছি। এবার আপনি এই গেমটি আবারো খেলতে পারবেন। তবে কোন কয়েন লাগবে না। গুগলেই খেলতে পারবেন এই গেমটি। তার জন্য  ক্রোম ব্রাউজার ওপেন করে Flip a coin লিখে সার্চ করুন। তাহলে আপনি এই গেমটি পেয়ে যাবেন। তারপর Flip Coin এ ক্লিক করে খেলতে পারবেন। এই গেমটি।

উপরে যে গুগল গেম গুলো দেখালাম এগুলো আপনি কোন ধরনের অ্যাপ ছাড়াই শুধুমাত্র গুগলে সার্চ করে খেলতে পারবেন। পোস্টটি আশা করি আপনার ভালো লেগেছে। এমন আরো পোস্ট নিয়মিত পেতে আমাদের ব্লগে ভিজিট করুন। সবার সাথে পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ