এই পোস্টের মাধ্যমে ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করা হয়েছে। যা প্রত্যেক ফেসবুক ব্যবহারকারির জানা জরুরি। বিস্তারিত জানার জন্য পোস্টটি পড়ে নিন।
বর্তমানে ফেসবুক খুব পরিচিত একটি নাম। এটি বর্তমান সময়ের জন্য অনেক জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। তাই বেশিরভাগ মানুষ এটি ব্যবহার করে। তবে একটি দুঃখের বিষয় হচ্ছে অনেকে অসাবধানতার কারনে বা কিছু বিষয় না জানার কারনে নিজের ফেসবুক আইডি নিয়ে কিছু বিপদে পড়ে যায়। তাই নিজের ফেসবুক আইডি নিরাপদ রাখা প্রত্যেকের জন্য জরুরি। আমার এই পোস্টে আপনাদের সাথে কিছু দরকারি ফেসবুক টিস এন্ড ট্রিকস শেয়ার করব।
আপনি যদি আপনার ফেসবুক আইডি নিরাপদ রেখে নিজে নিরাপদ থাকতে চান তাহলে নিচের টিপস গুলো অনুসরণ করতে পারেন। আশা করি টিপসগুলো আপনার কাজে আসবে। আর বেশি কথা না বলে নিচে ফেসবুক টিপস গুলো দিয়ে দিচ্ছি।
১. প্রথমত ফেসবুকে একটি স্ট্রং অর্থাৎ শক্তিশালি পাসওয়ার্ড দিন। যাতে কেউ আপনার পাসওয়ার্ড সহজেই বের করতে না পারে। কিভাবে ফেসবুকে স্ট্রং পাসওয়ার্ড দিবেন তার জন্য আমার একটি পোস্ট দেখতে পারেন। নিচের লিংকে গেলে এটি আপনি জানতে পারবেন।
আরো জানুন: স্ট্রং বা শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার নিয়ম
২. উল্ঠা-পাল্ঠা কোন লিংকে না ঢুকা। আমরা অনেক সময় মেসেন্জারে কিছু লিংক পেযে থাকি। অনেক সময় পরিচিত কোন ব্যক্তি বা অপরিচিত কোন ব্যক্তি আমাদের এসব লিংক মেসেন্জারে দিয়ে থাকে। অনেক সময় আমরা এসব লিংকে ঢুকে থাকি। কিন্তু আপনি কি জানেন এমন কিছু লিংকে ঢুকার কারনে আমাদের ফেসবুক আইডির সকল তথ্য অন্যের কাছে চলে যেতে পারে। অর্থাৎ আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কেউ পেয়ে যেতে পারে। তাই কোন লিংকে ঢুকার আগে ভালোভাবে দেখে নিন লিংকটি ট্রাস্টেড কি না। অর্থাৎ লিংকটি কোন দরকারি লিংক কি না। যদি এই লিংক সম্পর্কে আপনি জানেন তাহলে আপনার এসব লিংক এড়িয়ে চলা উচিৎ।
৩. ফেসবুকে অতিমাত্রায় আজেবাজে লিংক পোস্ট না করা। আপনি যদি বিভিন্ন ফেসবুক গ্রুপে বা নিজের টাইমলাইনে অতিমাত্রায় আজেবাজে লিংক শেয়ার করেন তাহলে আপনার আইডি ডিজেবল হয়ে যেতে পারে।
৪. আপনি যদি ফেসবুকে নিয়মিত কোন উস্কানিমূলক বা বিতর্কিত পোস্ট করেন তাহলে অনেকে আপনার পোস্টে রিপোর্ট করতে পারে। তাহলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুক আইডি ডিজেবল করে দিতে পারে।
৫. কিছুদিন পরপর আপনার ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করুন। তাহলে কেউ আপনার ফেসবুক পাসওয়ার্ড পাবে না বা কেউ আপনার অজান্তে আপনার ফেসবুক ব্যবহার করলেও পরবর্তিতে আর পারবে না।
৬. ফেসবুক প্রোফাইল লক করে রাখুন। আপনি যদি আপনার ফেসবুকের সকল পোস্ট বা আপনার ছবি সবার সাথে শেয়ার করতে না চান তাহলে ফেসবুক প্রোফাইল লক করে রাখতে পারেন। এতে করে অপরিচিত কেউ আপনার কোন ছবি বা আপনার কোন তথ্য সংগ্রহ করতে পারবে না।
৭. কোন প্রয়োজনে অন্য কারো মোবাইল বা কম্পিউটারে আপনার আইডি লগ ইন করার দরকার হলে প্রয়োজন শেষে অবশ্যই আপনার আইডি লগ আউট করে আপনার ইউজার আইডি মুছে দিন।
৮. টু-ফ্যাক্টর-অথেন্টিকেশন চালু রাখুন। এতে করে আপনার আইডিতে লগ ইন করতে গেলে আপনার মোবাইলে কোড পাঠানো হবে। এই কোড ফেসবুকে দিলে তারপর লগইন হবে। এতে করে অন্য কেউ আপনার আইডিতে লগইন করতে পারবে না।
৯. অপরিচিতদের নিজের ফেসবুক লিস্টে না রাখা। কারন অনেক সময় অপরিচিত ব্যক্তিরা আমাদের গুরুত্বপূর্ণ ছবি বা তথ্য নিয়ে আমাদের নামে ভূয়া একাউন্ট খুলে নেই। যদিও অনেকসময় পরিচিতরাও একাজ করে থাকে।
১০. আপনি যদি প্রতিদিন অতি মাত্রায় ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান বা রিকুয়েস্ট এক্সেপ্ট করেন তাহলে আপনার আইডি ফটো ভেরিফিকশন বানজটিল কোন সমস্যায় পড়তে পারেন।
১১. ফেসবুকে আপনার রিয়েল নাম ও জন্ম তারিখ দিন। যাতে করে কখনো কোন ভেরিফিকেশনের দরকার হলে সহজেই ভেরিফাই করতে পারেন। কারন অনেক সময় অনাকাঙ্ক্ষিত কারনে আমাদের আইডি ভেরিফিকেশনর দরকার হতে পারে। তখন আপনাকে এনআইডি বা পাসপোর্ট দিয়ে আইডি ভেরিফাই করতে হতে পারে। তখন আপনার আইডির সাথে এগুলো না মিললে ঝামেলা পোহাতে পারেন।
আপাতত এগুলো মেনে চললে আপনার ফেসবুক আইডি অনেকটা সুরক্ষিত থাকবে। আশা করি ফেসবুক টিপস এন্ড ট্রিকস গুলো আপনার ভালো লেগেছে। পোস্টটি পরিচতদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।