আপনি যদি কোন অ্যাপ ছাড়া ভিপিএন ব্যবহারের নিয়ম জানতে চান তাহলে পোস্টটি দেখুন। কারন এই পোস্টে জানতে পারবো যে আমরা ভিপিএন কিভাবে চালু করব। এই বিষয়ে বিসাতারিত আলোচনা করার চেষ্টা করব। দারুন এক মোবাইল টিপস এন্ড ট্রিকস।
ভিপিএন কি
প্রথমে আমরা জেনে নিব ভিপিএন কি? আমরা ভিপিএন ব্যবহার করব কিন্তু এটা সম্পর্কে জানব না তা কি করে হয়। যদিও অনেকে জানেন এটা কি। এরপরও যারা জানেন না তাদের জন্য আরেক বার সংক্ষেপে বলে নিই। ভিপিএন এর পূর্ণরুপ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটি মূলত একটি নেটওয়ার্কের সাথে অন্য নেটওয়ার্কের কানেকশনকে নিরাপদ রাখে। অর্থাৎ আপনি যদি ভিপিএন চালু করেন তাহলে এটি আপনাকে ট্রেস করার মত সকল তথ্য গোপন রাখবে।
কেন ভিপিএন ব্যবহার করা হয়
বর্তমানে ভিপিএন অনেক জনপ্রিয়। বিভিন্ন দরকারে মানুষ ভিপিএন ব্যবহার করে। যেমন কোন ব্লক সাইট ব্রাউজ করতে বা দরকারি কোন কাজে আপনাকে যাতে কেউ ট্রেস করতে না পারে। বিশেষ করে আপনার আইপি, লোকেশন যাতে অন্য কেউ না পায়। এসব কাজের জন্য ভিপিএন এর গুরুত্ব অনেক।
ভিপিএন কি আসলেই নিরাপদ
অনেকে ভাবেন ভিপিএন আসলেই কি নিরাপদ? এটার উত্তর অনেকটা অনিশ্চিত। কারন বর্তমান সময়ে নিরাপত্তার বিষয়টি অনেক জটিল। এরপরও বেশ কিছু ভিপিএন সার্ভার রয়েছে যেগুলো আপনাকে অনেকটা নিরাপত্তা দিবে। এর জন্য আপনি অনলাইনে ভালো রিভিউ দেখে পছন্দের একটি বাছাই করতে পারেন। এরপরও আপনি যদি আমাদের মাধ্যমে জানতে চান তাহলে নিচে কমেন্টে জানাতে পারেন।
ভিপিএন ব্যবহারের মাধ্যম
ভিপিএন অ্যাপ ব্যবহার করে আপনি ভিপিএন কানেক্ট করতে পারবেন। এসব অ্যাপ ফ্রি বা পেইড হতে পারে। আপনি প্লেস্টোর বা গুগলে সার্চ করে এসব ভিপিএন অ্যাপ নিতে পারেন। আবার চাইলে এন্ড্রয়েড ফোনে কোন অ্যাপ ছাড়া ফ্রি ভিপিএন ব্যবহার করতে পারবেন। শুধু কয়েকটি সেটিংস চালু করলেই হবে। যাই হোক নিচের ধাপে আমরা জেনে নিব ভিপিএন কিভাবে চালু করব।
এন্ড্রয়েড মোবাইলে ভিপিএন কানেক্ট করা
অনেক বকবক করলাম। এবা আসুন মূল কাজে ফিরে আসি। এবার আমরা জেনে নিব কিভাবে মোবাইলে কোন অ্যাপ ছাড়াই ভিপিএন কানেক্ট করে নিতে পারবেন। প্রথমে আপনাকে ফোনের সেটিংসে যেতে হবে। সেটিংসে গেলে আপনি নেটওয়ার্ক সেটিংসে যান। এখানে ভিপিএন নামে একটি সেটিংস পাবেন। একেক ফোনে সেটিংস একেক রকম। তাই কষ্ট করে ভিপিএন সেটিংসটি খুঁজে নিন। এবার এই সেটিংসে আসুন। এখান থেকে অ্যাড ভিপিএন অপশনে ক্লিক করুন।
এবার আপনি ভিপিএন যুক্ত করার সেটিংস পাবেন। প্রথমে একটি নাম সেট করে নিন। যেকোন একটি নাম দিয়ে দিন। এবার ভিপিএন টাইপ অপশনে PPTP সিলেক্ট করে নিন। তারপর সার্ভার এড্রেস নামে আরেকটি অপশন পাবেন। এখানে একটি ভিপিএন সার্ভার যুক্ত কর দিতে হবে। এবার ভাবছেন এই সার্ভার কোথায় পাবেন। চিন্তার কারন নেই। আমি বলে দিচ্ছি। এবার একটি ব্রাউজার থেকে গুগলে vpn book লিখে সার্চ করুন। তারপর এদের ওয়েবসাইটে ঢুকুন। ওই সাইটে একটি নিচে আসলে কিছু সার্ভার দেখতে পাবেন। এখান থেকে PPTP সিলেক্ট করুন। তাহলে আপনি বিভিন্ন দেশের ভিপিএন সার্ভার পাবেন। এখান থেকে যেকোন একটি সার্ভার সিলেক্ট করে কপি করে নিন। তারপর আপনার ফোন সেটিংসে আসুন। ভিপিএন সেটিংসে সার্ভার এড্রেস অপশনে ভিপিএনবুক সাইট থেকে কপি করা সার্ভার এড্রেসটি পেস্ট করে দিন। তারপর এটি সেভ করে নিন।
সেভ করার পর আপনি এটি দেখতে পাবেন। এবার এটি কানেক্ট করার পালা। কানেক্ট করার জন্য এটার উপর ক্লিক করুন। তখন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এবার আরেক মুশকিল। এবার কোথায় পাবো ইউজার নেম এবং পাসওয়ার্ড। বেশি চাপ নিতে হবে না। এটার সমাধানও দিচ্ছি। আপনি যে ভিপিএনবুক সাইটে গেছেন ওইটাতে আবার যান। ওইখানে যেখান থেকে সার্ভার এড্রেস নিয়েছেন ওইখানে দেখুন ইউজার নেম ও পাসওয়ার্ড দেয়া আছে। এগুলো হুবহু ভিপিএন কানেক্ট করার সময় দিয়ে দিন। তারপর কানেক্ট অপশনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন কানেক্ট হয়ে গেছে। আপনার ফোনের স্ট্যাটাসবারে দেখুন একটি চাবি আইকন এসেছে। অনেকের অন্য কোন আইকন আসতে পারে। তারমানে ভিপিএন কানেক্টেড।
ভিপিএন কানেক্ট হলে যে আপনার আইপি বা লোকেশন পরিবর্তন হয় তা প্রমাণ করার জন্য আপনি আপনার মোবাইল থেকে কোন একটি ব্রাউজার ওপেন করুন। তারপর what is my ip লিখে সার্চ করুন। তাহলে এই নামে একটি সাইট পাবেন। এই সাইটে গেলে আপনি আপনার নতুন আইপি ও নতুন লোকেশন দেখতে পাবেন। তবে ভিপিএন কানেক্ট করার আগে এই ওয়েবসাইটে চেক করে দেখবেন যে আপনার সত্তিকারের তথ্য দেখাচ্ছে। ভিপিএন কানেক্ট করার সাথে সাথে আপনার তথ্য হাইড হয়ে নতুন তথ্য শো করবে।
ভিপিএন ডিসকানেক্ট ও পুনরায় কানেকশন
এবার বলে নিই কিভাবে ভিপিএন ডিসকানেক্ট করবেন। ভিপিএন ডিসকানেক্ট করার জন্য আপনি ফোনের স্ট্যাটাসবার ওপেন করুন। এখানেই ডিসকানেক্ট বাটন পাবেন। নইতো আগের মত ভিপিএন সেটিংসে গেলে ডিসকানেক্ট বাটন পাবেন। তবে ডিসকানেক্ট করলেও আপনার ভিপিএন প্রোফাইল যাবে না। পরে কানেক্ট করার জন্য এটাতে ক্লিক করে ইউজার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারবেন। আপনি যদি প্রথমবার কানেক্ট করার সময় ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে remember এ টিক চিহ্ন দিয়ে কানেক্ট করেন তাহলে বারবার কানেক্ট করার সময় প্রতিবার ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে না।
এখানে একটি কথা বলে রাখি। কিছুদিন পর পর এই পাসওয়ার্ডগুলো পরিবর্তন হয়। তাই অনেকদিন ব্যবহার করার পর যদি দেখেন যে এটি কানেক্ট হচ্ছে না তাহলে এই ভিপিএন প্রোফাইল ডিলিট করে আগের সাইট অর্থাৎ যেখান থেকে সার্ভার এড্রেস, ইউজার ও পসওয়ার্ড নিয়েছেন ওই সাইট থেকে আরেকটি এড্রেস নিয়ে আবার আগের মত একটি প্রোফাইল তৈরি করে নিবেন। তারপর নতুন ইউজার ও পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করতে পারবেন।
এটাই ছিল ভিপিএন ব্যবহারের নিয়ম। কোন কিছু জানার বা বুঝতে সমস্যা হলে নিচে কমেন্টে জানাতে পারেন। পোস্টটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। বিস্তারিত বলতে গিয়ে পোস্টটি বড় করে ফেলার জন্য দুঃখিত। ভুল ট্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।