Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

হাতে টাইপ না করে মুখে বলে বাংলা ও ইরেজি লেখা হয়ে যাবে মুহুর্তেই | ভয়েস টাইপিং টিপস

বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন লেখা টাইপ করতে হয়। সুবিধা অনুযায়ী আমরা এই লেখাগুলো কম্পিউটারে বা মোবাইলে টাইপ করে নিই। কিন্তু টাইপ করতে গেলে আমাদের অনেক সময় লাগে। অনেকে আবার এর জন্য বিরক্ত বোধ করেন।

voice-typing

আমার আজকের এই পোস্ট আপনাকে স্বস্তি ফিরিয়ে দিবে। কারন আমি এই পোষ্টের মাধ্যমে আপনাকে এমন একটি সিস্টেম দেখিয়ে দিব যার সাহায্যে আপনি খুব সহজে কোন ধরনের সমস্যা ছাড়া মুখে বলে বাংলা লেখা বা যেকোন ভাষা লিখে নিতে পারবেন।

এই কাজটি আপনাকে করতে সাহায্য করবে একটি বাংলা ভয়েস টাইপিং অ্যাপস। বর্তমানে এমন কিছু এন্ড্রয়েড অ্যাপস রয়েছে যেগুলো দিয়ে আপনি খুব সহজে ভয়েসের মাধ্যমে টাইপ করে নিতে পারবেন। অর্থাৎ আপনি মুখে বললে লেখা হয়ে যাবে। তাহলে আপনাকে আর কষ্ট করে লিখতে হবে না। এই সিস্টেমটি তাদের জন্য সব থেকে বেশি উপকার হবে যাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন নোট বা বিভিন্ন লেখা লিখতে হয়।

এই জন্য একেকজন একেকরকম ভয়েস টাইপিং অ্যাপস ব্যবহার করেন। আপনি গুগলে বা প্লে স্টোরে voice typing app লিখে সার্চ করলে অনেক অ্যাপস পেয়ে যাবেন। তবে আমি এখানে আপনাকে একটি অ্যাপস দিয়ে সব বুঝিয়ে দিচ্ছি। অ্যাপসটির নাম হলো Bangla Voice to Text Type। আপনি প্লে স্টোরে গিয়ে এই নামটি লিখে সার্চ করলে অ্যাপটি প্রথমেই পেয়ে যাবেন। এবার অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিন। অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করুন। আপনি যখন অ্যাপটি ওপেন করবেন তখন নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।

এখানে দেখুন প্রথম একটি খালি বক্স রয়েছে। এ বক্সটিতে ওই লেখাগুলো উঠবে যা আপনি মুখে বলবেন। এবার আপনি ভাবছেন কোথায় বলবেন? নিচে একটা জিনিস খেয়াল করুন মাইক্রোফোনের মত একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করে আপনি কথা বললে লেখা হয়ে যাবে। তবে মাইক অপশন এর পাশে একটি গোল বাটন আছে। যেখানে "A" অথবা "অ" লেখা থাকবে। যদি এটাতে  "A" লেখা থাকে তাহলে আপনাকে ইংরেজি বলতে হবে। আপনি ইংরেজিতে যা বলবেন তা এখানে লেখা হয়ে যাবে। আবার আপনি যদি এই "A" তে ক্লিক করে "অ" করে নেন তাহলে বাংলা লিখতে পারবেন। এবার আপনি মাইক এর উপর ক্লিক করে মুখে বলে বাংলা লেখা টাইপ করে ফেলতে পারবেন।

এবার আপনি যদি এই লেখাগুলো কপি করে নিতে চান তাহলে সবার প্রথমে একটি কপি বাটন রয়েছে এটাতে ক্লিক করুন। তাহলে আপনার লেখাগুলো কপি হয়ে যাবে। এবার আপনি এই লেখাগুলা যেখানে রাখতে চান ঠিক ওইখানে পেস্ট করে দিন। এছাড়াও আপনি লেখার মধ্যে বিভিন্ন কিছু যুক্ত করতে পারবেন।

এটি আপনি বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তার জন্য উপরে ডান পাশে তিনটি দাগে ক্লিক করলে কিবোর্ড নামে একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করে এটি অন করে দিন। তাহলেই হয়ে যাবে বাংলা ভয়েস টাইপিং কিবোর্ড

এভাবেই আপনি খুব সহজে ভয়েস টাইপিং এর মাধ্যমে মুখে বলে বাংলা লেখা সহ যে কোন লেখা লিখে ফেলতে পারবেন। আমার এই পোস্টটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই পোস্টটি সবার সাথে শেয়ার করবেন। এছাড়াও আপনি যদি কোন সমস্যায় পড়েন তাহলে নিচে কমিটির মাধ্যমে আমাকে জানান। পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ