আজকের পোস্টে আমি আপনাদের সাথে মজার একটি মোবাইল টিপস শেয়ার করব। এটি ব্লুতুথ এর একটি গুরুত্বপূর্ণ কাজ। ব্লুতুথ দিয়ে পারবেন আপনার মোবাইলটি আনলক করতে (unlock phone with bluetooth)। এতে করে আপনি যদি আপনার ফোনের আনলক পিন বা প্যাটার্ন ভুলে যান তাতেও কোন সমস্যা নাই।
বেশিরভাগ মোবাইল ব্যবহারকারি তার মোবাইলে পিন লক বা প্যাটার্ণ লক করে রাখে। আবার ব্যবহার করার সময় এগুলো দিয়ে মোবাইলটি আনলক করে। কিন্তু এন্ড্রয়েড মোবাইলে এমন একটি ফিচার বা সেটিংস আছে যেটা দিয়ে আপনি সহজেই আপনার লক করা মোবাইলটি আনলক করতে পারবেন। আপনি যদি এটি জানতে চান তাহলে নিচের দেখানো ধাপগুলো অনুরসরণ করুন।
প্রথমে আপনার ফোন থেকে ব্লুতুথ চালু করুন। তারপর আপনার ব্লুতুথ ডিভাইসটি অর্থাৎ তারবিহীন ব্লুতুথ হেডফোন(unlock phoen with bluetooth headset) আপনার মোবাইলের সাথে কানেক্ট করুন। আশা করি আপনি ব্লুতুথ ডিভাসটি আপনার মোবাইলে কানেক্ট করতে পারবেন। কানেক্ট হয়ে গেলে আপনাকে আরেকটি সেটিংসে যেতে হবে। এর জন্য আপনার মোবাইলের সেটিংসে যান। এখান থেকে "স্ক্রিন লক এন্ড পাসওয়ার্ড" সেটিংসটি ওপেন করুন। এখান থেকে "স্মার্ট আনলক" একটি সেটিংস পাবেন। এই সেটিংস দিয়েই মূলত আপনি আপনার ব্লুতুথ ডিভাইসটি মোবাইল আনলক করার জন্য সিলেক্ট করতে পারবেন। এর জন্য স্মার্ট আনলক মেটিংসে যান। এখানে ঢুকতে গেলে আপনার ফোনের আনলক পিন বা প্যাটার্ণ দিতে হবে। তারপর আপনাকে এখানে ব্লুতুথ ডিভাইসটি যুক্ত করার জন্য "অ্যাড অ্যা ব্লুতুথ ডিভাইস" অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনে কানেক্ট থাকা সকল ডিভাইস দেখাবে। এমনকি আপনি যে একটু আগে ব্লুতুথ হেডফোন অ্যাড করেছেন এটিও দেখাবে। তারপর এটি সিলেক্ট করে দিন। মনে রাখবেন, এগুলো করার সময় আপনার ফোনে ব্লুতুথ যেন অন করা থাকে। ব্যাস আপনার কাজ শেষ। unlock your mobile by bluetooth device.
এখন থেকে যখনি আপনার মোবাইলের ব্লুতুথ চালু করে দিবেন এবং পরে ব্লুতুথ ডিভাসটি (bluetooth device) চালু করবেন তখন আপনার মোবাইলটি পিন বা প্যাটার্ণ ছাড়া আনলক হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন লক মোবাইলে কিভাবে ব্লুতুথ চালু করব। হ্যাঁ, আপনি যদি আপনার মোবাইলটি লক করে রাখেন বা কেউ তার মোবাইল লক করে রাখলেও লক করা অবস্থায় ওই মোবাইলের ব্লুতুথসহ আরো অনেক কাজ করা যায়। তার জন্য আপনার মোবাইল বা অন্য কারো স্ট্যাটাস বারে দেখুন।
এভাবে চাইলে আপনি অন্য কারো ফোনে যদি আপনার ব্লুতুথ যুক্ত করে দেন তাহলে সে মোবাইল লক করে রাখলেও আপনার ব্লুতুথ ডিভাইস চালু করে এটি আনলক করে নিতে পারবেন। এখানে আরেকটি কথা বলে রাখি শুধু ব্লুতুথ হেডফোন নয়, ব্লুতুথ স্পিকার দিয়েও এভাবে করা যায়। তবে কোন মোবাইলের ব্লুতুথ দিয়ে করা যাবো না। open lock with bluetooth headset or device
অনেক বকবক করে ফেললাম। তার জন্য দুঃখিত। আসলে বিষয়টি সম্পূর্ণ বুঝানোর জন্যই এত কথা বলা। যাই হোক, আমার এই মোবাইল টিপসটি আপনার কাছে কেমন লাগল তা নিচে কমেন্ট করে জানাবেন। এই পোস্টটি পরবর্তিতে কাজে লাগানোর জন্য আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার রাখতে পারেন। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।