পোস্টের টাইটেল দেখে আপনি হয়তো বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। হ্যাঁ, এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি একটি ব্রাউজারে দুটি ফেসবুক একাউন্ট একই সাথে চালাবেন।শুধু ফেসবুক না এভাবে টুইটার, জিমেইল বা ইউটিউবও চালাতে পারবেন। তাহলে বুঝতেই তো পারছেন এটি কত দরকারি এবং মজার একটি পোস্ট।
বর্তমানে আমরা সবাই কম বেশি ফেসবুক, টুইটার, বা জিমেইল ব্যবহার করে থাকি। অনেকে এগুলোর একের অধিক আইডি ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে, আমরা সাধারণত একটি ব্রাউজার দিয়ে যেকোনো একটি একাউন্ট ব্যবহার করতে পারি। ধরুন আমি ফেসবুক চালাতে চাই। এজন্য আমি আমার কোন একটি ব্রাউজার থেকে ফেসবুক চালাচ্ছি। স্বাভাবিকভাবে এখানে একটি ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা যাবে।
কিন্তু আমি এই পোষ্টের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি একটি ব্রাউজার দিয়ে দুটি অ্যাকাউন্ট একই সাথে চালাতে পারবেন। এই নিয়মটি অনুসরন করে আপনি কম্পিউটারেও চালাতে পারবেন। চলুন তাহলে জেনে নেই কি করতে হবে।
প্রথমে আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন। এবার এখান থেকে আপনি ফেসবুক বা টুইটার বা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিন। তাহলে আপনার একটি আইডি লগইন হয়ে গেল। এবার ভাবছেন কীভাবে অন্য আইডি লগইন করবেন। হ্যাঁ, আপনি এখন আরেকটি আইডি একই সাথে লগইন করে নিতে পারবেন। এর জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারের উপরে ডানপাশে দেখুন তিনটি বিন্দু আছে। এই তিনটি বিন্দু তে ক্লিক করুন।
এখানে নিউ ইনকগনিটে ট্যাব নামে একটি অপশন আছে। এটাতে ক্লিক করুন। তাহলে দেখবেন আরো একটি ট্যাব ওপেন হবে। এখন এই ট্যাবের মধ্যে আপনি আপনার অন্য আরেকটি অ্যাকাউন্ট লগইন করে নিন। ব্যাস হয়ে গেল আপনার দুটি অ্যাকাউন্ট লগইন। আপনি হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব। হ্যা আসলেই সম্ভব। কারণ ইনকগনিটো মোডে আপনার স্বাভাবিক ট্যাবগুলোর কোনকিছু কাউন্ট হবে না। অর্থাৎ ইনকগনিটো মোড সম্পূর্ণ প্রাইভেট একটি ট্যাব।
এই ট্যাবে আপনার আগের কোন হিস্ট্রি থাকবে না। তাই আপনি জেনারেল মোড এবং ইনকগনিটো মোডে দুটি একাউন্ট একইসাথে চালাতে পারবেন। এখন হয়তো ভাবছেন কীভাবে একাউন্ট দুটিতে প্রবেশ করবেন। আপনি উপরে দেখুন ট্যাবের একটি অপশন আছে। অর্থাৎ আপনি কয়টি ট্যাব চালু করেছেন তা দেখাবে। এই অপশনে ক্লিক করলে আপনি জেনারেল এবং ইনকগনিটো মোড দুইটি দেখতে পাবেন। এখান থেকে আপনি জেনারেল মোডে গেলে একটি আইডি এবং ইনকগনিটো মোডে গেলে আরেকটি আইডি চালাতে পারবেন।
এটাই ছিল আমার আজকের পোস্ট এর মূল বিষয়। পোস্টটি যদি আপনার উপকারে আসে তাহলে পোস্টটি সবার সাথে শেয়ার করুন। সময় দিয়ে এ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।