Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

মোবাইলে আসা প্রমোশনাল এস এম এস বন্ধ করুন | Stop Promotional SMS

প্রমেশনাল এস এম এস বন্ধ (stop promotional sms) বা চালু করা নিয়ে আমার আজকের এই পোস্ট। বর্তমানে আমরা সবাই কম বা বেশি মোবাইল ব্যবহার করি। সাথে মোবাইলে কোন না কোন সিম ব্যবহার করে থাকি। আপনি হয়তো খেয়াল করেছেন আমাদের সিমে প্রতিনিয়ত বিভিন্ন মেসেজ আসে। বিভিন্ন অফার বা বিভিন্ন প্রচারণামূলক মেসেজ আসে। এগুলোকে বলা হয় প্রমোশনাল মেসেজ।

stop-promotional-sms

অনেক সময় এসব প্রমোশনাল মেসেজ আমাদের কাছে বিরক্তিকর বলে মনে হয়। অনেক সময় আমরা ভাবি যদি এসব প্রমোশনাল এস এম এস বন্ধ করতে পারতাম তাহলে ভাল হতো। এসে গেলো সমাধান। হ্যাঁ, আপনিও পারবেন আপনার ফোনে আসা প্রমোশনাল মেসেজ বন্ধ করতে। বিটিআরসি প্রত্যেকটা সিম কোম্পানি প্রমোশনাল এসএমএস বন্ধ করার একটি সুযোগ দিয়েছে। promotuonal sms off btrc.

বর্তমানে অনেকেই জানেন কিভাবে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে হয়। আবার অনেকে এখনও জানেনা কিভাবে এটি করবেন। আপনিও যদি তাদের দলে হয়ে থাকেন অর্থাৎ না জেনে থাকেন তাহলে পোস্টটি ভালোমতো দেখে নিন। শুধুমাত্র একটি কোড (promotional sms off code) ডায়াল করে আপনি পারবেন আপনার মোবাইলে মেসেজ ব্লক করতে। 

আপনি যদি রবি (stop promotional SMS robi) বা এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন এবং আপনার রবি বা এয়ারটেল সিমে প্রমোশনাল মেসেজ বন্ধ করতে চান তাহলে আপনার ফোনে থাকা রবি বা এয়ারটেল সিম থেকে ফ্রিতে *৭# ডায়াল করুন। তাহলে আপনাকে তিনটি অপশন দেখাবে। প্রথমটি হলো Check Promotional sms Status। আপনি যদি প্রথমটি তে যান তাহলে আপনাকে বলে দিবে আপনার ফোনে প্রমোশনাল এসএমএস চালু আছে কিনা। দ্বিতীয়ত যে অপশনটা আছে এটি হলো Stop Promotional SMS। আপনি যদি এটা সিলেক্ট করে দেন তাহলে আপনার ফোনে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে। আবার আপনি যদি এসব প্রমোশনাল এস এম এস চালু করতে চান তাহলে তিন নাম্বার যে অপশন টি আছে সেটি সিলেক্ট করলে হয়ে যাবে। How to stop promotional SMS in Airtel

ঠিক একই সিস্টেম অনুসরণ করে আপনি গ্রামীণফোন ও বাংলালিংক সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারবেন। তবে জিপি সিমের প্রমোশনাল মেসেজ বন্ধ করার জন্য *১২১*১১০১# (Stop promotional SMS GP) এবং বাংলালিংক সিমে *১২১*৭*১*২*১# কোড ডায়াল করতে হবে। তারপর নির্দেশনা অনুযায়ী প্রমোশনাল মেসেজ বন্ধ করে দিন।

উপরের দেখানো মেসেজ বন্ধ করার উপায় অনুসরণ করলে আপনার ফোনে অতিরিক্ত মেসেজ আসা বন্ধ হবে। stop promotional SMS in bd অর্থাৎ প্রমোশনাল মেসেজ আর পাবেন না। পোস্টটি যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ