Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

প্রিয়জনকে কিভাবে এমবি বা মিনিট ট্রান্সফার বা গিফট করবেন দেখুন

পোস্টের টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি কি নিয়ে কথা বলব। হ্যাঁ, আমি আজকে দেখাবো কিভাবে রবি বা এয়ারটেল গ্রাহকরা অন্য রবি বা এয়ারটেল গ্রাহককে  মিনিট বা এমবি ট্রান্সফার বা গিফট করবেন। আপনি যদি এটি জানতে চান তাহলে পোস্টটি সম্পূর্ণ পড়ে নিন।

robi-airte-mb-transfer

আপনি হয়তো টাকা বা ব্যালেসমন্স ট্রান্সফার করার কথা জানেন। আপনি কি জানেন আপনার প্রিয়জনকে কিভাবে আপনার ডাটা বা ভয়েস গিফট করবেন? একেবারে সহজ। তবে একটা কথা বলে রাখি। টাকা ছাড়া এটি সম্ভব হবে না। বুঝতে পারেননি তো? আবারও বলছি। আপনি যদি কাউকে মিনিট বা ইন্টারনেট ডাটা গিফট দিতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজের পকেটের টাকা খরচ করতে হবে।

ধরুন আপনার কাছে ১০০ জিবি ইন্টারনেট আছে। আপনি চাইলেও এগুলো কাউকে দিতে পারবেন না। কারন এগুলো আপনার সিমের জন্য। আপনি যদি অন্য কাউকে গিফট দিতে চান তাহলে নতুন করে কিনে দিতে হবে। এখন বুঝতে পারলেন তো? আপনি যদি নিজের টাকা দিয়ে তৎক্ষণাৎ কিনে দিতে চান তাহলে পারবেন।

রবি ও এয়ারটেল সিমে মিনিট ও এমবি ট্রান্সফার

এবার আপনাকে বলে দিব কিভাবে আপনি আপনার সিম থেকে অন্য কাউকে মিনিট বা ইন্টারনেট এমবি ট্রান্সফার করবেন। প্রথমে আপনাকে রবি ও এয়ারটেল সিম থেকে এমবি বা মিনিট ট্রান্সফার করার নিয়ম বলে দিচ্ছি। আরেকটি কথা বলে নিই আপনি এয়ারটেল বা রবি সিম থেকে এয়ারটেল বা রবি সিমে পাঠাতে পারবেন। এই দুটির মধ্যে করতে পারবেন। কিন্তু জিপি বা বাংলালিংকে পারবেন না।

রবি বা এয়ারটেল থেকে মিনিট বা এমবি ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার ফোন থেকে ফ্রিতে ডায়াল করুন *১২১২#। তারপর আপনি ডাটা ও ভয়েস নামে দুটি অপশন পাবেন। আপনি যদি কাউকে ইন্টারনেট পাঠাতে চান তাহলে ডাটা সিলেক্ট করুন। তারপর আপনি বিভিন্ন ইন্টারেনট এমবি প্যাকগুলো দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাবেন যে কত টাকায় কত এমবি পাচ্ছেন। এরপর আপনার পছন্দের ডাটা প্যাক সিলেক্ট করুন। এবার আপনাকে উক্ত মোবাইল নাম্বার দিতে হবে। অর্থাৎ যাকে গিফট করবেন তার নাম্বার। তারপর সেন্ড করে দিন। তাহলেই হয়ে যাবে এমবি গিফট। সাথে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নিবে। যদি আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে এটি হবে না। তাই গিফট করার আগে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন। একই নিয়ম অনুসরণ করে মিনিট বান্ডেলও গিফট পাঠাতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ