ইনস্টাগ্রাম ব্যক্তিগত প্রোফাইলকে কিভাবে বিজনেস প্রোফাইল বানাতে হয় তা আজকেরে পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি এমন কিছু খুঁজে থাকেন তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে ফেলুন।
ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট এর সুবিধা
আপনি যদি কোনো ব্যবসায়িক কাজে অথবা কোন ব্র্যান্ডের জন্য ইনস্টাগ্রাম একাউন্ট খুলতে চান তাহলে Instagram Business Account টি আপনার জন্য সবচেয়ে উপযোগী হবে। কারণ বিজনেস একাউন্টে আপনি অনেকগুলো সুবিধা পাবেন যা ব্যক্তিগত প্রোফাইলে পাবেন না।
যেমন- বিজনেস একাউন্টে আপনি এডভার্টাইজিং এর সুবিধা পাবেন। এছাড়াও আপনি ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে লিংক শেয়ার করতে পারবেন এবং আপনি যেকোনো পোস্ট সিডিউল করে পাবলিশ করতে পারবেন। শুধু তাই নয় আপনি বিজনেস একাউন্ট এর Post Insight বা পোস্ট সম্পর্কে বিভিন্ন তথ্য দেখতে পারবেন। আবার আপনি বিজনেস একাউন্টে শপিং পোস্ট অ্যাড করতে পারবেন।
বিজনেস একাউন্ট এর অসুবিধা
ইনস্টাগ্রাম বিজনেস একাউন্ট এর প্রধানত দুইটি অসুবিধা দেখা যায়। একটি হলো ইনস্টাগ্রাম প্রোফাইল লক বা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল টি প্রাইভেট করতে পারবেন না। দ্বিতীয়ত আপনি বিজনেস একাউন্টে একের অধিক ফেসবুক প্রোফাইল লিংক যুক্ত করতে পারবেন না।
ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল তৈরি
এবার বলে দিব কিভাবে আপনি ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল চালু করবেন। প্রথমে আপনার Instagram App টি ওপেন করে নিন। এবং আপনার ইনস্টাগ্রাম একাউন্ট লগইন করে নিন। লগইন করার পর আপনার প্রোফাইলে যান। এবার আপনার প্রোফাইলের উপরে ডান পাশে যে তিনটি দাগ আছে ওই তিনটি দাগে ঠিক করুন। এখানে আপনি কতগুলো অপশন পাবেন। সবার উপরে যে সেটিংস অপশন আছে আপনি ওই সেটিংস অপশন এ ঢুকুন।
সেটিংস অপশনে আসলে আপনি আরো অনেকগুলো সেটিং দেখতে পারবেন। এখান থেকে আপনি একাউন্ট এ যান। অ্যাকাউন্ট অপশন এর অধীনে আপনি আরো কিছু সেটিংস দেখতে পাবেন। এবার এখানে সবার নিচে চলে আসুন। এখানে দেখুন Switch To Professional Account একটি লেখা আছে। এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এটি লোড হবে। লোডিং হওয়ার পর Continue তে ক্লিক করুন। তারপর আপনার প্রোফাইলের জন্য একটি ক্যাটাগরি সিলেক্ট করে অতঃপর করে Done করে দিন। এবার আপনি Business ও Creator দুটি অপশন পাবেন। এখান থেকে আপনি বিজনেস সিলেক্ট করুন।
বিজনেস সিলেক্ট করার পর আপনাকে বিজনেস ইমেইল, মোবাইল নাম্বার এবং লোকেশন দিতে বলবে। আপনি চাইলে এগুলো সব সেট করে নিতে পারবেন। তারপর নিচে Next এ ক্লিক করুন। এবার আপনার প্রোফাইলটি বিজনেস প্রোফাইল হয়ে যাবে এবং আপনি চাইলে আরো তথ্য দিয়ে আপনার বিজনেস প্রোফাইলটি সাজিয়ে নিতে পারেন। ব্যাস, হয়ে গেল আপনার Instagram Business Account।
বিজনেস একাউন্ট টু সাধারন একাউন্ট
এবার আপনাকে দেখাব কিভাবে বিজনেস অ্যাকাউন্ট থেকে সাধারণ প্রোফাইলে চলে আসবেন। এর জন্য আবার আগের মত একাউন্ট সেটিং এ চলে আসুন। তারপর Switch Account Type এ ক্লিক করুন। এখান থেকে আপনি Instagram Personal Account সিলেক্ট করে দিন। তাহলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল টি বিজনেস অ্যাকাউন্ট থেকে সাধারণ প্রোফাইল হয়ে যাবে।
এভাবেই আপনি খুব সহজে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটি বিজনেস প্রোফাইল বা সাধারণ প্রোফাইল বানিয়ে নিতে পারবেন। আমার এই পোস্টটি যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করুন।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।