বর্তমান সময়ের জন্য ইমু অ্যাপ imo app অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। বর্তমানে ভিডিও কলিং বা অডিও কলিং এর জন্য আমরা বেশিরভাগ মানুষ ইমো ব্যবহার করে থাকি। এটি অনেক জনপ্রিয় একটি অ্যাপ।
প্রত্যেকটি জিনিসের ভালো এবং খারাপ দিক রয়েছে। যদিও ইমো অনেক জনপ্রিয় একটি। কিন্তু এটি ব্যবহার করতে গেলে আমাদেরকে প্রতিনিয়ত কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন- ইমুতে বিজ্ঞাপন আসে ইত্যাদি। তবে এই সব সমস্যা গুলোর সমাধান আছে। আমার আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে এমন একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব।
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ইমুর যে সমস্যাটা নিয়ে আলোচনা করব তা হলো ইমুতে অপরিচিত নাম্বার থেকে কল আসা। আপনি হয়তো একটা জিনিস খেয়াল করবেন আমরা যখন ইমু অ্যাপ ওপেন করি তখন বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে আমাদের ইমুতে কল আসে। ইমু বেটা বা লাইট অ্যাপেও imo lite apk এমন হয়ে থাকে। এগুলো অনেকের কাছে খুব বিরক্তির কারণ হতে পারে। বিশেষ করে যখন অপরিচিত নাম্বার থেকে কল আসে তখন মেয়েরা অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়।
আসলে এটা হওয়ার মূল কারণ হলো আমরা যখন বিভিন্ন গ্রুপ বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হয় তখন দেখা যায় অনেকে আমাদের ইমু আইডি পেয়ে যায়। তারপর অনেকে অপরিচিত হওয়া সত্ত্বেও কল করে। আপনি চাইলে এই অপরিচিত নাম্বার থেকে কল আশা খুব সহজে বন্ধ করতে পারবেন। ছোট্ট একটি ইমু সেটিংস করার মাধ্যমে আপনি খুব সহজেই সমস্যার সমাধান করে নিতে পারবেন। যারা এটি জানেন না তাদের জন্য এটি দারকারি একটি ইমু টিপস এন্ড ট্রিকস হবে।
এর জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে ইমো অ্যাপস টি ওপেন করুন। এটি ওপেন করার পর উপরে বাম পাশে আপনার ছবির উপর ক্লিক করুন। এরপর এখান থেকে সেটিংস এ যেতে হবে। সেটিংসে যখন আসবেন এখানে আপনি অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। এখান থেকে আপনাকে প্রাইভেসি সেটিং এ যেতে হবে। প্রাইভেসি সেটিংস এ যাওয়ার পর আপনি কল একটি অপশন পাবেন। এখানে একটি অপশন আছে who can call me। এই সেটিংস টি সাধারনত everyone করা থাকে। এভরিওয়ান করার অর্থ হল যে কেউ আমাকে ইমুতে ভিডিও কল বা অডিও কল দিতে পারবে। আপনি যদি অপরিচিত নাম্বার থেকে ইমুতে কল আসা বন্ধ করতে চান তাহলে এটি বন্ধ করে দিন। এখান থেকে My Contacts সিলেক্ট করে দিন। ব্যাস আপনার কাজ শেষ। এখন থেকে আপনাকে আর কেউ অপরিচিত নাম্বার থেকে ফোন করতে পারবে না।
এটাই ছিল আজকের আমার পোষ্টের মূল বিষয়। আপনার কাছে যদি পোস্টটি ভাল লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন। ধৈর্যসহকারে আমার এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।