আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ facebook messenger app এর গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব। পোস্টের টাইটেল দেখে আপনি হয়তো কিছুটা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাচ্ছি। হ্যাঁ, আমার আজকের এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি মেসেঞ্জার থেকে কারো চ্যাট লুকিয়ে রাখবেন। hide chat from facebook messenger app
ফেসবুক মেসেঞ্জার আমাদের সবার কাছে পরিচিত একটি অ্যাপ। এই ম্যাসেঞ্জার messenger apk দিয়ে আমরা সবার সাথে চ্যাট করে থাকি। শুধু চ্যাট করা নয় মেসেঞ্জারে আমরা একজন অন্যজনকে কল করে থাকি আবার বিভিন্ন দরকারি ছবি বা ভিডিও শেয়ার করে থাকি।
মেসেঞ্জার ব্যবহার করে আমরা অনেক সময় এমন কারো সাথে চ্যাট করে থাকি যেটা হয়তোবা সবাইকে দেখানো যাবে না। বিশেষ করে আমাদের প্রিয়জনের সাথে চ্যাট গুলো আমরা অন্যজনের সাথে শেয়ার করতে চায় না বা চ্যাট গুলো অন্য কেউ দেখুক এটা আমরা চাইনা। তাই আমার আজকের এই পোস্টে দেখাবো কিভাবে আপনি মেসেঞ্জারে আপনার প্রিয়জনের চ্যাট হাইড (fb messenger chat hide) করে রাখবেন।
আরো পড়ুন: কোন সমস্যা ছাড়া ফেসবুক পেজ খোলার নিয়ম
এর জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে মেসেঞ্জার অ্যাপ টি ওপেন করুন। তারপর আপনি যে চ্যাটটি হাইড করতে চান ওই চ্যাট এর উপর আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখুন। এখন দেখবেন আপনাকে কতকগুলো অপশন দেখাবে। এরপর এখানে প্রথমে যে অপশন আছে Archive আপনি এটাতে ক্লিক করুন। আর্কাইভে ক্লিক করার সাথে সাথে আপনার চ্যাটটি হাইড (facebook messenger chat archived) হয়ে যাবে।
এবার আপনাকে বলে দিব কিভাবে আবার চ্যাটটি আনহাইড (unhide chat in fab messenger apk) করবেন। এর জন্য মেসেঞ্জার এর উপরে যেখানে আপনার প্রোফাল ছবি আছে তাতে ক্লিক করে আপনার মেসেঞ্জার প্রোফাইলে ঢুকেন। এখানে উপরে ৪ নম্বরে খেয়াল করুন Archived Chat নামে একটি অপশন আছে। আপনি এই আর্কাইভড চ্যাট এর ভিতরে ঢুকলে আপনার চ্যাট যেগুলো হাইড করেছিলেন এগুলো সব দেখা যাবে। এবার আপনি আবার চ্যাট এর উপর আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবেন। এখানে আপনি Unarchive করার একটি অপশন পাবেন। এখান থেকে আপনি এটাতে ক্লিক করুন। তাহলে আপনার চ্যাটটি আবার আগের মতো চলে আসবে। একটা কথা বলে রাখি, আপনি চ্যাট হাইড করলেও আপনার কোন চ্যাট ডিলিট হবে না।
এভাবেই আপনি খুব সহজে আপনার মেসেঞ্জার থেকে প্রিয়জনের চ্যাট গুলো হাইড বা আনহাইড করে নিতে পারবেন। আমার দেখানো এই টিপস যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই আমার এই পোস্টটি সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।