Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

নিজের NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জেনে নিন সহজেই | Sim Registration Check

নিজের Nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা যদি আপনি জানতে চান তাহলে আমার এই পোস্টটি আপনাকে সাহায্য করবে। কারন এই পোস্টের মাধ্যমে আমি কার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জানার উপায় নিয়ে আলোচনা করব।

nid-দিয়ে-কয়টি-সিম-রেজিস্ট্রেশন-হয়েছে

বর্তমানে কোন সিম ব্যবহার করতে হলে আমাদেরকে সিম নিবন্ধন করতে হয়। যেকেউ তার নিজের ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে sim registration করতে পারে। তাই আমরা আমাদের ব্যবহারের সিমগুলো রেজিস্ট্রেশন করে নিই। তবে বিটিআরসি(BTRC) এর ঘোষনা অনুযায়ি একটি ডকুমেন্ট এর বিপরীতে ১৫ টি সিম নিবন্ধন করা যায়।

আরো জানুন: সিম লক করে রাখার উপায় জেনে নিন

আপনি যদি ১৫ টির বেশি করে ফেলেন তাহলে বেশি জরুরি নয় এমন সিমগুলো আপনি উক্ত সিমের কাস্টমার কেয়ারে গিয়ে আপনার সিমের নিবন্ধন বাতিল করতে পারবেন। আবার যদি সিমগুলো দরকারি হয়ে থাকে তাহলে আপনি আপনার পরিবারের কারো নামে সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন।

আরেকটি কথা বলে রাখি, আপনি যদি আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জেনে রাখেন তাহলে আপনার জন্য ভালে। কারন অনেকে চুরি করে অন্যের আইডি কার্ড বা অন্যান্য ডকুমেন্ট দিয়ে সিম রেজিস্ট্রেশন করে নেই। তারপর এই সিমগুলো দিয়ে যেকোন খারাপ কাজ ও করতে পারে। তাই আপনার উচিৎ আপনার sim registration check করা। এতে আপনি অবগত হতে পারবেন যে, আপনার কাগজপত্র ব্যবহার করে অন্য কেউ সিম ব্যবহার করছে কিনা।

সিম নিবন্ধন যাচাই করার উপায় - Sim Registration Check

আপনি আপনার বর্তমানে ব্যবহৃত যেকোন রবি, এয়ারটেল, বাংলালিংক সিমের মাধ্যমে আপনি যদি জানতে চান তাহলে আপনাকে *১৬০০১# ডায়াল করতে হবে। এখানে কোন চার্জ কাটা হবে না। অর্থাৎ আপনি ফ্রিতে এটি করতে পারবেন। এটা ডায়াল করার পর আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে। এখানে আপনার NID number এর শেষের চারটি সংখ্যা এখানে দিয়ে Ok করুন। তাহলে আপনি জানতে পারবেন আপনার নিজের নামে কয়টি সিম রেজিস্ট্রশন করা আছে তথা sim kar name registration করা আছে। 

এখানে আপনাকে প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নাম্বার দেখাবে। তবে নাম্বারগুলো সম্পূর্ণ দিবে না। প্রত্যেক নাম্বারের শুরুর তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে। ঠিক যেমনটা ৮৮০১৬*****১২৩ এর মত। এখান থেকে আপনি আপনার নিবন্ধনকৃত সিম গুলো দেখে নিন।আপনি যদি গ্রামীণফোন (জিপি) সিম থেকে জানতে চান তাহলে আপনাকে info লিখে ৪৯৪৯ নাম্বারে মেসেজ পাঠাতে হবে। আবার টেলিটক সিম থেকে জানার জন্য আপনাকে মেসেজে info লিখে সেন্ড করতে হবে ১৬০০ নাম্বারে।

এভাবেই আপনি খুব সহজে আপনার নিজের Nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তথা নিজের নামে কয়টি সিম আছে যাচাই করতে পারবেন। পোস্টটি যদি আপনার কাছে উপকারি বলে মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

  1. আমার মনে নেই আমারকয়েকটি সিম রেজিষ্ট্রেশন করা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমার দেখানো নিয়ম অনুসরণ করুন। তাহলে আপনার নাম্বারগুলোর লিস্ট পাবেন এবং জানতে পারবেন আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে।

      মুছুন
  2. নাম্বার গুলো জানার উপায় আছে কি? যেই গুলোর নাম্বার সো করে না পুরোটা...!

    উত্তরমুছুন
  3. আমি আগে একটা রবি সিম ব্যবহার করতাম ৪-৫ বছর আগে, আমি জানিনা সেটা কার নামে রেজিস্ট্রেশন করা, আমারও হতে পারে আবার আমার মা এর এন আই ডি দিয়ে কেনা হতে পারে।এখন সেই সিম টি আমার দরকার, এখন সেটা কিভাবে আমি পেতে পারি, জানালে আমার খুব উপকার হবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনি আমার দেখানো উপায় অনুসরণ করে একবার আপনার এনআইডি দিয়ে চেক করুন। আরেকবার আপনার আম্মুর এনআইডি দিয়ে চেক করুন। তাহলে আপনার নাম্বারটি কোন আইডিতে রেজিস্ট্রেশন করা আছি তা জানতর পারবেন। নাহলে পার্শ্ববর্তী কোন Robi Customer Care এ গিয়ে যোগাযোগ করুন।

      মুছুন
  4. আমার সিম হারিয়ে গেছে ১৯ এর শেষ কিংবা ২০ এর দিকে। সিমটি এক প্রবাসীর নামে রেজিষ্ট্রেশন করা,এখন এটা কিভাবে তুলতে পারি? ওই নাম্বারের বিকাশ একাউন্টটা প্রয়োজন...

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সিমটি যদি আপনার নিজের আইডি দিয়ে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনার এনআইডি নিয়ে অপারেটরের অফিসে যোগাযোগ করুন।

      মুছুন

আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।