Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

মোবাইলের চার্জ দীর্ঘসময় পর্যন্ত ধরে রাখার কার্যকরী ৯ টি উপায়

মোবাইলের চার্জ ধরে রাখার উপায় হলো এই পোস্টের আলোচ্য বিষয়। বর্তমান মোবাইলের যুগে আমরা সবাই কোন না কোন এন্ড্রয়েড মোবাইল(andeoid mobile) বা আইফোন(iphone) ব্যবহার করি। আর এই মোবাইল ব্যবহার করতে গিয়ে মাঝেমাঝে আমরা কিছু সমস্যায় ভুগি। এদের মধ্যে অন্যতম একটি হলো মোবাইলে চার্জ থাকে না অর্থাৎ দ্রুত চার্জ শেষ হয় যায়। তখন অনেক জনকে বলতে শুনি সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে

মোবাইলের-চার্জ-ধরে-রাখার-উপায়

আসলে আমাদের মোবাইলগুলোতে বিভিন্ন ফিচার থাকে। এবং আমরা এই ফিচার গুলো প্রতি নিয়ত ব্যবহার করি। এই ফিচার গুলো ব্যবহার করলে ব্যাটারির উপর একটি চাপ পড়ে। তাই দ্রুত চার্জ শেষ হয়ে যায়। কিন্তু আপনি কিছু পদক্ষেপ নিলে এই সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যাবে। সাথে মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় সম্পর্কেও পারবেন।

মোবাইলের চার্জ ধরে রাখার উপায়


আমার আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের কয়েকটি মোবাইলের চার্জ ধরে রাখার উপায় বলে দিব। মোবাইলে দীর্ঘসময় পর্যন্ত চার্জ ধরে রাখার জন্য এগুলো অনেক কার্যকরী টিপস। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ পোস্টটি পড়ে নিন। নিচে ধাপে ধাপে আমি বলছি আপনি কি করবেন।

১. ব্রাইটনেস কমানো


মোবাইলের ব্রাইটনেস কি তা আশা করি আপনি জানেন। সবসময় চেষ্টা করবেন আপনার ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখতে। এতে করে আপনার মোবাইলের চার্জ কম খরচ হবে। 

২. ডাটা বা ওয়াইফাই কানেকশন বন্ধ রাখা


আমরা ইন্টারনেট চালানোর জন্য প্রতি নিয়ত মোবাইলে ডাটা বা ওয়াইফাই ব্যবহার করি। অনেক সময় দেখা যায় আমরা ইন্টারনেট ব্যবহার করার পর এগুলো বন্ধ করি না। তখন আমরা এগুলো ব্যবহার না করলেও ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেক্ট করা থাকে। এতে করে আমাদের মোবাইলের চার্জ খরচ হয়। তাই আনপনার উচিৎ ব্যবহার শেষে এগুলো বন্ধ করে দেয়া।

৩. ব্যাটারি সেভার চালু


আপনি চাইলে ব্যাটারি সেভার ব্যবহার করেও মোবাইলের চার্জ ধরে রাখতে পারবেন। অনেকের মোবাইলে ব্যাটারি সেভার অপশনটি রয়েছে। আবার অনেকের মোবাইলে এটি থাকে না। যদি আপনার ফোনে এটি না থাকে তাহলে আপনি চাইলে ব্যাটারি সেভার অ্যাপ ব্যবহার করতে পারবেন।

৪. ব্যাকগ্রাউন্ড অ্যাপ


আমদের ফোনে কিছু অ্যাপ থাকে যেগুলো ব্যাকগ্রান্ডেও চালু থাকে। অর্থাৎ আমরা মোবাইল ব্যবহার না করলেও আমাদের মোবাইলে কিছু অ্যাপ বা ফাংশন অটোমেটিকভাবে চালু থাকে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ রাখতে পারেন। এই অ্যাপগুলো আপনি মোবাইল থেকে সেটিংস অপশনে গেলে ব্যাটারির একটি সেটিংস পাবেন। এই সেটিংস থেকে অ্যাপ গুলো দেখে নিতে পারেন। তারপর এগুলো বন্ধ করে দিন।

৫. অ্যানিমেটেড থিম


অনেক সময় আমরা ফোনের সৌন্দর্যের জন্য অ্যানিমেটেড থিম (animated theme) ব্যবহার করি। কিন্তু এটি অধিক পরিমানে ব্যাটারির চার্জ খরচ করে। তাই আপনার মোবাইলে যদি এটি থাকে তাহলে আপনার উচিৎ হবে এমন থিম রিমুভ করা।

৬. ব্লুতুথসহ অন্যান্য ফাংশন বন্ধ


প্রয়োজন ছাড়া আপনার ফোনের ব্লুতুথ, জিপিএস, লোকেশন ট্র্যাকার এগুলো চালু রাখবেন না। কারন এগুলো ব্যাটারির অতিরিক্ত চার্জ নষ্ট করে।

৭. দীর্ঘসময় ভিডিও দেখা


আপনি যদি দীর্ঘ সময় পর্যন্ত মোবাইলে ভিডিও দেখে থাকেন তাহলে আপনার উচিৎ এটি কমানো। কারন আপনি যদি দীর্ঘসময় মোবাইলের চার্জ ধরে রাখতে চান তাহলে দীর্ঘ সময় ভিডিও দেখা বন্ধ করতে হবে।

৮. ভাইব্রেশন বন্ধ


প্রয়োজন না হলে মোবাইল ভাইব্রেশন মোডে রাখবেন না। কারন ভাইব্রেশন মোডে মোবাইলের চার্জ বেশি খরচ হয়।

৯. ব্ল্যাক মোড বা কালো থিম


আপনি চাইলে ফোনে ব্ল্যাক মোড বা কালো থিম ব্যবহার করতে পারেন। চাইলে কালো ওয়াল পেপারও ব্যবহার করতে পারেন। বর্তমানে অনেক অ্যাপ যেমন- ইনস্টাগ্রাম, ফেসবুক ডার্ক মোড সাপোর্ট করে। তাই অ্যাপগুলো ডার্ক মোডে রাখতে পাররন। তাহলে চার্জ কম খরচ হবে।

মোবাইলের চার্জ ধরে রাখার উপায় গুলো আশা করি আপনার ভালো লাগবে। কারন এগুলো অনুসরণ করলে আপনার ফোনের ব্যাটারির চার্জ কম খরচ হবে। পোস্টটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ