ফেসবুক প্রোফাইল লক (facebook profile lock) হচ্ছে এমন একটি সেটিংস যার মাধ্যমে যেকেউ তার ফেসবুক প্রোফাইলটি লক করে রাখতে পারবেন। এখানে লক বলতে বুঝানো হয়েছে প্রোফাইল নিরাপদ করা। এটির অনেক সুবিধা রয়েছে। ফেসবুকে প্রতিনিয়ত নতুন সব ফিচার যুক্ত হয়। প্রোফাইল লক তেমন একটি ফিচার যেটি অনেক উপকারি।
ফেসবুক তাদের সকল ফিচারে কোন না কোন সুবিধা যুক্ত করে। যেমন- ফেসবুক ডার্ক মোড ইত্যাদি। তেমনি করে প্রোফাইল লকেরও কিছু সুবিধা রয়েছে। এর প্রধান সুবিধা হলো- আপনি যদি আপনার প্রোফাইল লক করে রাখেন তাহলে আপনি কোন পোস্ট করলে আপনার ফেসবুক বন্ধুরা ছাড়া অন্য কেউ আপনার পোস্ট গুলো দেখতে পারবে না। এমনকি তারা আপনার পোস্টে কোন কমেন্টও করতে পারবে না। এটা বেশি উপকারি মেয়েদের জন্য। কারন মেয়েরা যদি কোন ছবি ফেসবুকে পোস্ট করে তা অন্য কেউ পাবে না। মোটকথা ফেসবুক প্রোফাইল লক আপনাকে প্রাইভেসির সুবিধা দিবে।
কিভাবে ফেসবুক প্রোফাইল লক করা যায়
আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে চান তাহলে আমার দেখানো উপায় অনুসরণ করুন। প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করে নিন। লগ ইন করার পর আপনি আপনার টাইমলাইনে আসবেন। এখানে উপরে ডান পাশে দেখুন তিনটি দাগ আছে। এই তিনটি দাগে ক্লিক করুন। তারপর সবার নিচে Settings & Privacy তে ক্লিক করুন।
এখানে আপনি আরো অনেকগুলো সেটিংস পাবেন। এখান থেকে Privacy অপশনে Profile Locking নামে একটি সেটিংস পাবেন। এটাতে ক্লিক করুন। তারপর আপনার ফেসবুক প্রোফাইল লক করার জন্য Lock অপশনে ক্লিক করুন। তাহলেই হয়ে যাবে আপনার প্রোফাইল লক। এখন থেকে আপনার প্রোফাইলটি থাকবে লক করা অবস্থায়। অর্থাৎ আপনার কোন স্ট্যাটাস বা ছবি আপনার ফেসবুক ফ্রেন্ড ছাড়া বাকি কেউ দেখতে পারবে না।
ফেসবুক প্রোফাইল আনলক করা
আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল আনলক করতে চান বা লক রাখতে না চান তাহলে আবার আগের মত সেটিংসে গেলে Lock এর পরিবর্তে Unlock করার অপশন পাবেন। এখান থেকে এই অপশনে ক্লিক করলে আপনার প্রোফাইল আনলক হয়ে যাবে।
এভাবে আপনি খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইল লক বা আনলক করতে পারবেন। পোস্টটি আপনার কাছে উপকারি বলে মনে হলে সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।