বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম
বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম জানতে? তাহলে আপনি সঠিক আর্টিকেলটি নির্বাচন করেছেন। কারণ এই পোষ্টের মাধ্যমে আমি আলোচনা করব কিভাবে বিকাশ একাউন্ট ডিলিট করা যায় (How to delete bkash account) । তাহলে মনোযোগ দিয়ে পোস্টটি পড়ে নিন।
আমরা সবাই জানি বিকাশ একাউন্ট -bKash account হলো ব্রাক ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। বর্তমানে এটি অনেক জনপ্রিয় এবং নানাবিধ সুবিধা এতে রয়েছে। যার কারণে বেশিরভাগ মানুষ এই বিকাশ একাউন্ট ব্যবহার করেন। আপনিও হয়তো একজন বিকাশ গ্রাহক। বিকাশ একাউন্ট খোলার নিয়ম হয়তো আমরা অনেকেই জানি। কিন্তু বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম তথা bkash id disable আমরা বেশির ভাগেই জানিনা। তাই আমার আজকের এই পোস্ট।
বিকাশ একাউন্ট বন্ধ করার কারন
যদিও বিকাশ বহুল ব্যবহৃত জনপ্রিয় একটি সেবা। এরপরও অনেকে নিজের বিকাশ একাউন্ট বন্ধ করতে চান। বিকাশ একাউন্ট ডিলিট করার হয়তো অনেক কারণও থাকতে পারে। যেমন-
১. কারো বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে। সে একাউন্ট বন্ধ অর্থাৎ bKash account disable করার সিদ্ধান্ত নিতে পারে।
২. কোন ব্যক্তির বিকাশ একাউন্ট এ কোন সমস্যা হলে।
৩. কেউ যদি আর বিকাশ একাডন্ট কাউন্ট ব্যবহার করতে না চান।
আরো পড়ুন: বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করুন কোন চার্জ ছাড়া
উপরের কারণগুলো ছাড়াও আরো অনেক কারণে হয়তো অনেকে বিকাশ একাউন্ট বন্ধ (bkash account disable) করতে চান। এবার বলব কিভাবে আপনি বিকাশ একাউন্ট বন্ধ করবেন।
যে যাই বলুক না কেন আপনি কখনো নিজে নিজে বিকাশ একাউন্ট বন্ধ করতে পারবেন না। bKash account delete করতে হলে আপনাকে অবশ্যই বিকাশ অফিসে যোগাযোগ করতে হবে। আপনি আপনার পার্শ্ববর্তী কোন বিকাশ কাস্টমার কেয়ারে (bkash customer care) গিয়ে খুব সহজে বিকাশ একাউন্ট বন্ধ করতে পারবেন। কিন্তু বিকাশ একাউন্ট বন্ধ করার ক্ষেত্রে আপনার কিছু কাজ আছে।
বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম - How To Delete Bkash Account
প্রথমত, আপনার বিকাশ একাউন্ট ব্যালেন্স শূন্য করে নিতে হবে। অর্থাৎ আপনার একাউন্টে কোন টাকা এমনকি কোনো পয়সাও থাকতে পারবে না। কারণ আপনার (bkash account)বিকাশ একাউন্টে থাকা প্রতিটি টাকা বা পযসার মালিক আপনি নিজে।
তাই বিকাশ কর্তৃপক্ষ আপনাকে আপনার সকল টাকা পরিশোধ করতে বাধ্য। তাই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করা ছাড়া আপনি স্থায়ীভাবে আপনার বিকাশ একাউন্ট বন্ধ (permanently delete bkash account) করতে পারবেন না।
আপনি হয়তো ভাবছেন কীভাবে ব্যালেন্স 0 করা যায়। আপনি চাইলে ব্যালেন্স 0 করার জন্য কয়েকটি উপায় অনুসরণ করতে পারেন। উপায় গুলো হল -
১. ব্যালেন্সে যদি কম টাকা থাকে তখন আপনি চাইলে টাকাগুলো মোবাইলে রিচার্জ করে নিতে পারেন।
২. আবার চাইলে আপনার বিকাশ একাউন্টে থাকা সব টাকা সেন্ড মানি করে টাকাগুলো অন্য কাউকে পাঠাতে পারেন।
৩. এরপরও আপনার একাউন্টে যদি কিছু পয়সা থেকে যায় আপনি চাইলে অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে এগুলো পুরো করে নিতে পারেন।
ধরুন, আপনার একাউন্টে ২ টাকা ৫০ পয়সা আছে। এখন আপনি অন্য কারো কাছ থেকে যদি ৭ টাকা ৫০ পয়সা সেন্ড মানি করে নেন তাহলে আপনার বরাবর ১০ টাকা হয়ে যাবে। এবার এই ১০ টাকার পুরোটা রিচার্জ করে ফেলুন অথবা কাউকে সেন্ড করে দিন। এখানে দেখানো টাকার পরিমান শুধুমাত্র উদাহরণ হিসেবে দেখিয়েছি। এভাবে একটা অনুমান করে আপনি আপনার একাউন্টে টাকা বরাবর করে রিচার্জ বা সেন্ড মানি করে ব্যালেন্স ০ করে নিন। বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম হলো একাউন্ট খালি করে তাদের কাছে যাওয়া।
এবার যার নামে বিকাশ একাউন্ট রয়েছে তার আইডি কার্ড দরকার হবে। কারন আইডি কার্ডসহ বিকাশ একাউন্টটি যার নামে রয়েছে তাকে বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে। যদি আপনি আপনার নিজের বিকাশ একাউন্ট বন্ধ করতে চান তাহলে আপনাকে নিজের ভোটার আইডি কার্ড নিয়ে আপনাকে যেতে হবে। সাথে করে যে সিমে বিকাশ চালু ছিল ওই সিমটিও (bkash account number) নিতে পারেন। যদি প্রয়োজন হয় তাহলে সমস্যায় পরবেন না। এবার তো বুঝতে পারলেন যে কিভাবে বিকাশ একাউন্ট ডিলিট করা যায়।
উপরের নিয়ম গুলো অনুসরণ করে এবার আপনি আপনার নিকটস্থ কোনো বিকাশ কাস্টমার কেয়ারে যাবেন। সেখানে তাদেরকে আপনার সমস্যার কথা বলে বিকাশ একাউন্ট বন্ধ করে দিতে বলবেন। তাহলে আপনাকে তারা আপনার অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যবস্থা করে দিবেন। এটাই হলো আপনার বিকাশ একাউন্ট বন্ধ করার উপায় (delete bkash account)।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।