নিজের নামে রিংটোন তৈরি করুন ৩০ সেকেন্ডে
নিজের নামে রিংটোন তৈরি করতে অনেকেই চান। তাই অনেকের নাম দিয়ে রিংটোন বানানো উপায় খুঁজতে থাকেন। আপনার ক্ষেত্র যদি এমনটা হয়ে থাকে তাহলে আমার এই পোস্টটি দেখুন। এই পোস্টে আমি দেখিয়েছি কিভাবে আপনি খুব সহজে ৩০ সেকেন্ডে নিজের নামে রিংটোন তৈরি করতে পারবেন।
মোবাইলের রিংটোন কার না থাকে? সবার মোবাইলে রিংটোন থাকে। অনেকে দেখা যায় নিজের নাম দিয়ে রিংটোন বানান এবং তা মোবাইলে সেট করে রাখে। অনেকের আবার ইচ্ছা জাগে যাতে সে একটি নিজের নামে রিংটোন বানাতে পারেন। এজন্য অনেকে নাম দিয়ে রিংটোন বানানোর উপায় খুঁজতে থাকেন।
নিজের নামে রিংটোন তৈরি করার উপায়
আপনি চাইলে দুইটা উপায় অনুসরণ করে নিজের নাম দিয়ে রিংটোন বানাতে পারবেন। উপায় দুটি হল Ringtone Maker Online এবং অন্যটি হলো নিজের নামে রিংটোন apps।আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাকে দুটি নিয়মই দেখিয়ে দিব। আপনার পছন্দমত যেকোনো একটি উপায় অনুসরণ করে আপনি নিজের নামে রিংটোন তৈরি করুন 30 সেকেন্ডে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি মনোযোগ দিয়ে পোষ্টটি পড়ে নিন এবং নিজের নামে রিংটোন বানিয়ে ফেলুন।
- Name Ringtone Maker Online
আপনি হয়তো ভাবছেন Online Ringtone Maker কি? এগুলে হলো কিছু ওয়েবসাইট। যেগুলো আপনাকে কোন ধরনের ঝামেলা ছাড়াই নিজের নামে রিংটোন তৈরি সাহায্য করবে। এই টুল গুলোর বড় সুবিধা হলো কোন অ্যাপ ব্যবহার করা ছাড়াই আপনি অনলাইনে কাজ করতে পারবেন। বর্তমানে এমন অনেক ওয়েব টুল রয়েছে যেগুলো আপনাকে নিজের নামে রিংটোন বানাতে সাহায্য করবে। এগুলোর মধ্য থেকে আমি আপনার সাথে তিনটি Name Ringtone Maker টুল নিয়ে আলোচনা করব। যে অনলাইন টুল গুলোর সাহায্যে আপনি খুব সহজে ইংরেজি, বাংলা বা হিন্দিতে আপনার নাম দিয়ে রিংটোন বানিয়ে নিতে পারবেন। নিচে দেখে নিন এই তিনটি অনলাইন টুল।১. Prokerala Name Ringtone Maker
Prokerala এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি খুব সহজেই কোন ধরনের সমস্যা ছাড়াই আপনার নিজের নামে রিংটোন তৈরি করুন ৩০ সেকেন্ডে। এর জন্য আপনাকে কোন ঝামেলা পোহাতে হবে না। ৩০ সেকেন্ডের মধ্যেই আপনার এই রিংটোন তৈরি হয়ে যাবে। তবে এই ওয়েবসাইটে আপনি শুধুমাত্র ইংরেজিতে আপনার নাম দিয়ে রিংটোন বানাতে পারবেন।প্রথমে আপনাকে এখানে যেতে হবে। এখানে আসার পর আপনি একটি ফর্ম দেখতে পাবেন। এই ফরমের প্রথমে আপনার নামটি দিয়ে দিন। আপনি চাইলে যে কারো নাম ব্যবহার করতে পারেন। এর পরের ঘরে আপনাকে একটি মেসেজ সিলেক্ট করতে হবে। এখানে কয়েকটি মেসেজ অটোমেটিক দেওয়া থাকে। আপনি চাইলে নিজে থেকে কোন কিছু লিখে দিতে পারেন। এর জন্য আপনি Add Your Custom Message এ ক্লিক করুন। এরপর নিচে একটি বক্স আসবে। এই বক্সে আপনি যেকোনো একটি মেসেজ লিখে দিতে পারেন। আপনি যে মেসেজটি লিখবেন এই মেসেজটি আপনার রিংটোন হিসেবে বাজবে। এর পরের ধাপে আপনাকে রিংটোন সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি আপনার পছন্দের একটি রিংটোন সিলেক্ট করে দিন। এরপর Make Ringtone এ ক্লিক করুন। তাহলে আপনার নিজের নাম দিয়ে রিংটোন তৈরি হয়ে যাবে ৩০ সেকেন্ডে।
এই ওয়েবসাইটের আরেকটি সুবিধা হল আপনি চাইলে এদের অ্যাপস ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। এদের নিজস্ব একটি অ্যাপস রয়েছে। এই ওয়েবসাইটের মধ্যেই তাদের অ্যাপসের লিঙ্ক আছে। এখান থেকে চাইলেই আপনি তাদের অ্যাপস টি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তাহলে ওয়েবসাইটে না এসে অ্যাপ দিয়ে খুব সহজে নিজের নামে রিংটোন বানাতে পারবেন।
২. FDMR PARTY Bangla Name Ringtone Maker
fdmr বাংলা ভাষায় নামের রিংটোন বানানোর টুল। এর একটি সুবিধা হল এটি অনেকগুলো ভাষা সাপোর্ট। আপনি যদি বাংলা ভাষাতে নিজের নামে রিংটোন তৈরি করতে চান তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য পারফেক্ট হবে। কারণ এই ওয়েবসাইটে বাংলা সাপোর্ট করে।এখান থেকে যদি আপনি নিজের নামে রিংটোন বানাতে চান তাহলে প্রথমে আপনাকে সাইটে যেতে হবে। এরপর প্রথমে আপনাকে ভাষা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আপনি বাংলাতে রিংটোন বানাবেন সেহেতু বাংলা সিলেক্ট করে নিন। তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নিন। এরপর আপনার নামটি লিখে দিন। এরপর নিচের বক্সে আপনার মেসেজটি লিখে নিন। আপনি চাইলে মেসেজটি বাংলা লিখতে পারেন। এবার ক্রিয়েট এ ক্লিক করুন। তাহলে মুহূর্তের মধ্যেই আপনার নিজের নামে রিংটোন তৈরি হয়ে যাবে।
৩. RingToneZip Name Ringtone Maker
আপনি যদি হিন্দিতে আপনার নিজের নাম দিয়ে রিংটোন বানাতে চান তাহলে এই ওয়েবসাইটটি দরকার হবে। এই ওয়েবসাইটের সাহায্যে আপনি খুব সহজে হিন্দিতে নিজের নামে রিংটোন বানাতে পারবেন।
প্রথমে এই লিংকে আসুন। প্রথমে আপনার নামটা হিন্দীতে লিখে ফেলুন। তারপরের বক্সে হিন্দিতে আপনার মেসেজটি লিখে ফেলুন। মনে রাখবেন এই মেসেজটি দিয়েই আপনার রিংটোন তৈরি হবে। তারপর নিচে অসংখ্য মিউজিক পাবেন। আপনি চাইলে এগুলো প্লে করে দেখতে পারেন কোনটি আপনার কাছে ভালো লাগে। আপনার যেটা ভালো লাগবে তার পাশে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ব্যাস, আপনার নিজের নামে রিংটোন তৈরি করা হয়ে যাবে ৩০ সেকেন্ডে।
নিজের নামে রিংটোন Apps
এবার আপনাকে কয়েকটি অ্যাপস এর নাম বলবো। যে এপসগুলো প্লে স্টোরে হিসাব অনুযায়ী অনেক জনপ্রিয়। আপনি যদি অনলাইন টুল ব্যবহার করতে না চান তাহলে খুব সহজে এই অ্যাপস গুলো ব্যবহার করতে পারেন। এই অ্যাপ গুলো ইন্সটল করে নিলে আপনি যেকোন মুহুর্তে আপনি আপনার নিজের নামে রিংটোন তৈরি করে নিতে পারবেন। আমি নিচে এগুলোর নাম দিয়ে দিচ্ছি। আপনি গুগল প্লেস্টোরে অ্যাপগুলোর নাম লিখে সার্চ করলে অ্যাপ গুলো পেয়ে যাবেন। তাহলে নিচ থেকে দেখে নিন অ্যাপস গুলোর লিস্ট।
১. My Name Ringtone Maker
আমি সবার প্রথমে এই অ্যাপটিকে রাখলাম। এটি অনেক জনপ্রিয় নিজের নামে রিংটোন apps। কারণ প্লে স্টোরের হিসাব অনুযায়ী এটি 5 মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করেছে। তাই আপনি চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।২. My Name Ringtone Maker 2
এই অ্যাপটি ও অনেক জনপ্রিয়। প্লে স্টোরে হিসাব অনুযায়ী এই অ্যাপটি ১ মিলিয়ন অর্থাৎ দশ লক্ষেরও বেশি মানুষ ব্যবহার করেন। তাই আপনি চাইলে এই অ্যাপটিও ব্যবহার করতে পারেন।
৩. My Name Ringtone Music
এই অ্যাপটি ও অনেক জনপ্রিয়। প্লে স্টোরে আপনি এই এপটি পেয়ে যাবেন। প্লে স্টোরে দেখা যায় এই অ্যাপটি ডাউনলোড সংখ্যা ১ মিলিয়ন এর ও বেশি। তাহলে বুঝতেই পারছেন এটিও অনেক জনপ্রিয়।আমি আর বেশি অ্যাপস এর নাম বললাম না। আপনি চাইলে এই তিনটি থেকে যে কোন একটি অ্যাপ ব্যবহার করতে পারেন। আবার আপনি চাইলে গুগল প্লে স্টোরে রিংটোন মেকার লিখে সার্চ করে আরো অন্যান্য এর ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি বাংলায় রিংটোন বানাতে চান তাহলে উপরে দেখানো Name Ringtone Maker Online এর দুই নাম্বার টি দেখতে পারেন।
এভাবেই আপনি খুব সহজে কোন ধরনের সমস্যা ছাড়াই নিজের নামে রিংটোন বানাতে পারবেন। আমার দেখানো Bangla Name Ringtone Maker টুল বা Apps গুলো যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি অন্য টুল বা অ্যাপস ব্যবহার করে নিতে পারেন। তবে আমি যে টুলগুলো দেখেছি এগুলো অনেক ভালো। আমার এই টিপসটি যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।
2 মন্তব্যসমূহ
পিলিজ পিক আপ দা ফোন সৈয়বুর ভাই
উত্তরমুছুনমিস্টা ইকরাম পিলিজ পিক আপদা ফোন
উত্তরমুছুনআপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।