টেলিগ্রাম হলো অনেক জনপ্রিয় একটি অ্যাপ। বিশ্বের অনেক মানুষ এই টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে। অনেকে ব্যক্তিগত কাজে বা কেউ ব্যবসায়িক কাজে টেলিগ্রাম ব্যবহার করে। টেলিগ্রাম অ্যাপ দিয়ে আপনি খুব সহজে যে কারো সাথে ভিডিও কলের মাধ্যমে এর মাধ্যমে কথা বলতে পারবেন। আবার বিভিন্ন ছবি বা ডকুমেন্ট পাঠাতে পারবেন। মোটকথা, আপনি ইমু এবং হোয়াটসঅ্যাপ এর মতই এটি ব্যবহার করতে পারবেন। use of telegram
গুগল প্লে স্টোরের হিসাব অনুযায়ী ৫০০ মিলিয়ন এরও অধিক মানুষ এই টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে। তাহলে বুঝতেই তো পারছেন, অ্যাপটি কতটা জনপ্রিয়। আমার এই পোষ্টের দেখাবো কিভাবে আপনি খুব সহজে ইমু বা হোয়াটসঅ্যাপ এর মত টেলিগ্রাম একাউন্ট তৈরী করে নিবেন।
আপনি যদি টেলিগ্রাম আইডি চালু করতে চান তাহলে প্রথমে আপনাকে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি গুগল প্লে স্টোরে টেলিগ্রাম লিখে সার্চ করলে এপটি পেয়ে যাবেন। আপনি চাইলে এদের অফিসিয়াসল সাইট থেকে এটি ইনস্টল করতে পারবেন। টেলিগ্রাম অ্যাপস ইনস্টল করা হয়ে গেলে এটি ওপেন করুন। এটি ওপেন করলে কিছু পারমিশন Allow করে দিতে হবে। এগুলো করার পর আপনি এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে টেলিগ্রাম আইডি খুলতে চান ওই নাম্বারটি দিয়ে দিবেন।
এরপর আপনার ওই নাম্বারে টেলিগ্রাম অ্যাপ থেকে একটি কোড পাঠানো হবে। ওই কোডটি আপনি অ্যাপে দিয়ে দিবেন। কোডটি দিয়ে কনফার্ম করার পর আপনার টেলিগ্রাম আইডি খুলে যাবে। হয়ে গেলো আপনার টেলিগ্রাম একাউন্ট।
এবার অ্যাপটির উপরে বাম পাশে তিনটি দাগ এ ক্লিক করুন। এখানে সবার উপরে আপনার প্রোফাইলের জন্য সেটিংস পাবেন। এটার উপর যখন ক্লিক করবেন আপনি এখানে ছবি এবং একটা নাম দেওয়ার জন্য অপশন পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দমত একটা ছবি এবং আপনার নাম দিয়ে দিবেন। আপনি চাইলে আপনার সম্পর্কে আরও কিছু লিখে দিতে পারেন এখানে। এরপর নিচে দেখুন এখানে আরো কতগুলো সেটিংসে রয়েছে। এই সেটিংস গুলো আপনি একটা একটা করে দেখে নিতে পারেন।
এবার আপনি এখানে যে কন্টাক্ট একটা অপশন আছে এই কন্টাক্ট এ যাবেন। কন্টাক্ট এ যাওয়ার পর আপনার ফোনে থাকা কন্টাক্ট গুলোর মধ্যে যেগুলো টেলিগ্রাম চালু আছে ওইগুলো দেখাবে। এখান থেকে আপনি যার সাথে চ্যাট করতে চান বা ভিডিও কলে কথা বলতে চান তার নামের উপর ক্লিক করুন। তারপর তার চ্যাটবক্স ওপেন হবে। আপনি যদি কোন মেসেজ বা ছবি পাঠাতে চান তাহলে অন্য সাধারণ অ্যাপগুলোর মত বিশেষ করে ইমু, হোয়াটসঅ্যাপে যে ভাবে পাঠান ওইভাবে পাঠাতে পারবেন। আপনি যদি তাকে অডিও কল বা ভিডিও কল দিতে চান তাহলে উপরে ডানপাশে তিনটি বৃত্তের মধ্যে ক্লিক করুন।
এই তিনটি বৃত্ত ক্লিক করলে আপনি অডিও কল বা ভিডিও কল দেওয়ার জন্য অপশন পাবেন। এভাবেই আপনি খুব সহজে টেলিগ্রাম অ্যাপটি ব্যবহার করতে পারবেন কোন ঝামেলা ছাড়া। এটি অনেক ভালো এবং উন্নত মানের একটি অ্যাপ।
আমার পোস্টে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের জন্য টেলিগ্রামের আরো কিছু টিপস নিয়ে আলোচনা করব।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।