ইমু ব্যবহার করার সময় আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিরক্তকর এড এর সম্মুখীন হই। যা আমাদের কাছে অনেক বিরক্তিকর। এই বিরক্তিকর বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য একটি উপায় আছে। আমাদের পোস্টে আমরা তা আলোচনা করব।
বর্তমানে imo অনেক জনপ্রিয় একটি সোসাল App। বেশিরভাগ মানুষ এটি ব্যবহার করে। এক কথায় বলতে গেলে এটি জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ গুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন করনে অনেকেই এটি পছন্দ করে। কিন্তু এই ইমু ব্যবহার করার ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো অতিরিক্ত এড। যা অনেকের অপছন্দের। তাই নিচের সমাধানটি দেখে নিন।
ইমুতে এড আসা বন্ধ করার উপায়
ইমু অ্যাপ কর্তৃপক্ষ বেটা ভার্সনসহ ইমুর অনেক গুলো ভার্সন রেখেছে। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ইমু লিখে সার্চ করে ইমুর সব অ্যাপ দেখতে পাবেন। এখান থেকে আপনি ইমু লাইট অ্যাপটি ডাউনলোড করে নিন। কারন imo lite apk টিতে কোন বিজ্ঞাপন দেখায় না। হ্যাঁ, আমি সত্ত্যি বলছি।
বোনাস টিপস: নাম্বার ছাড়া ইমু খোলার নিয়ম
তবে আপনি বাংলাদেশ থেকে ইমু লাইট অ্যাপটি ইনস্টল করতে পারবেন না। কারন ইমু প্লেস্টোরে বাংলাদেশের জন্য এই অ্যাপটিকে সংরক্ষিত করে রেখেছে। এবার হয়তো ভাবছেন কিভাবে আপনি অ্যাপটি পাবেন। চিন্তার কারন নেই। আপনি গুগলে imo lite apk লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। এবার এটি ডাউনলোড করে নিন। তারপর ইনস্টল করে স্বাবাভিকভাবে আপনার নাম্বার দিয়ে চালু করে ব্যবহার করতে পারবেন।
এভাবেই আপনি ইমু লাইট অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই ইমুতে অ্যাড আসা বন্ধ করতে পারবেন। নিয়মিত বিভিন্ন মোবাইল টিপস পেতে আমাদের সাথে থাকুন। আমরা আমাদের সহজ উপায় ব্লগে প্রতিনিয়ত বিভিন্ন টিপস শেয়ার করি। ধন্যবাদ।
2 মন্তব্যসমূহ
খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট
উত্তরমুছুনসাথে থাকার জন্য ধন্যবাদ
মুছুনআপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।