আমরা প্রতিনিয়ত ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। ইনস্টাগ্রাম ব্যবহারের নিয়ম সম্পর্কে আমরা সবাই জানি। এরপরও অনেক কিছু আমাদের জানার বাইরে থাকে। আমি আজকে আপনার সাথে দরকারি তিনটি instagram secret tricks নিয়ে আলোচনা করব। আপনি হয়তো এই সেটিংস গুলো সম্পর্কে জানেন। আবার অনেকেই কিন্তু জানেন না। যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই পোস্টটি।
ইনস্টাগ্রামের দরকারি তিনটি টিপস
চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নিন। ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করলে সাধারণত নিউজফিডে চলে আসে। এবার আপনি নিচে ডান পাশে আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন। প্রোফাইল (instagram profile) পিকচারে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটি আপনার সামনে চলে আসবে। এবার আপনি উপরে ডানপাশে তিনটি দাগের উপর ক্লিক করুন।
এই তিনটি দাগের উপর ক্লিক করলে ডান পাশ থেকে একটি উইন্ডো বের হবে। এই উইন্ডোর একদম শেষে সেটিংস একটি অপশন আছে। এবার এই সেটিংস এ ক্লিক করুন। এখানে আপনি অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। আমি আপনাকে যে তিনটি সেটিংস দেখাবো এগুলো প্রাইভেসি অপশনের মধ্যে পাবেন। তাই আপনাকে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। Privacy Settings এ ক্লিক করার পর আপনি এখানে আবার অনেকগুলো সেটিংস দেখতে পাবেন। এখানেই মূলত আমি তিনটি সেটিংস দেখাবো। সেটিংস গুলো হল
কমেন্টস সেটিং
এটি হলো এমন একটি সেটিং যার মাধ্যমে আপনি আপনার পোস্টের কমেন্টগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ কারা আপনার পোস্টে কমেন্ট করতে পারবে এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি এ কমেন্ট অপশন ঢুকেন তাহলে allow comments from অপশন দেখতে পাবেন। এটিতে ঢুকবেন। এখানে ঢোকার পর আপনি দেখতে পাবেন কারা আপনাকে কমেন্ট করতে পারবে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি সেটিংস করে নিন। এই অপশনে আবার আপনি চাইলে কোন একজন ব্যক্তিকে আপনার পোষ্টে কমেন্ট করা থেকে বিরত রাখতে পারবেন।ট্যাগ সেটিং
এই সেটিংস এর মাধ্যমে আপনি সিলেক্ট করে দিতে পারবেন কারা আপনাকে কোন পোস্টে ট্যাগ করবে। এর জন্য আপনাকে এই অপশনে ঢুকতে হবে। এবার এই অপশনে ঢোকার পর আপনি তিনটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার পছন্দমত একটি অপশন বাছাই করে দিন। আপনি যদি চান কেউ আপনাকে ট্যাগ করবেনা তার জন্য no body সিলেক্ট করে দিন।মেনশন সেটিং
আমার পোষ্টের বিষয় ছিল মূলত এই তিনটি সেটিংস। যদিও ইনস্টাগ্রামে আরো অনেক দরকারী সেটিংস আছে। আমি মনে করি এই তিনটি সেটিংস খুবই জরুরী। তাই আপনাদের সাথে ইনস্টাগ্রামে এই সেটিংস গুলো শেয়ার করলাম। আপনার কাছে যদি আমার এই টিপসগুলো ভাললাগে তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন।
0 মন্তব্যসমূহ
আপনার মন্তব্যটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই কমেন্ট করার জন্য ধন্যবাদ।