Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

কিভাবে মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করবেন | How To Update Android Version

আপনি কি একজন এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারি? তাহলে পোস্টটি মিস করা ভালো হবে না। কারন এই পোস্টে আমি আপনাদের বলব কিভাবে আপনি আপনার ফোনটির সিস্টেম আপডেট করবেন। তাই বিলম্ব না করে কষ্ট করে পুরো পোস্টটি ধৈর্য সহকারে পড়ুন।

android-update-download

মোবাইল সিস্টেম আপডেট কি(What is Android system update)?

আপনি এখন হয়তো ভাবছেন মোবাইলের অপারেটিং সিস্টেম আপডেট কি? আমার মোবাইল তো আপডেটেড। আমি তো নতুন মোবাইল কিনলাম তাহলে আবার কিসের আপডেট? মোবাইল আপডেট দিলে কি হয়? আপনার এই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি। আপডেট হলো এমন একটি সিস্টেম যার মাধ্যমে আপনার ফোনে নতুন কিছু সুবিধা যুক্ত হবে। যদিও আপনি নতুন মোবাইল কিনেছেন, কিন্তু মোবাইল কোম্পানী তাদের ব্যবহারকারিদের কথা চিন্তা করে হঠাৎ করে কিছু আপডেট নিয়ে আসে। যে Latest Android update গুলো করা হলে ব্যবহারকারিরা উপকৃত হবেন। তাই আপনার ফোনটি নতুন হলেও অনেক সময় আপনার ফোনে নতুন আপডেট আসতে পারে।

নতুন আপডেট আসলে করনীয়

এখন আপনি ভাবছেন অ্যান্ড্রয়েড ভার্সন কিভাবে আপডেট করবেন অর্থাৎ আপনার সখের মোবাইলটিতে নতুন আপডেট আসলে কি করবেন? আর ভাবতে হবে না। নতুন আপডেট আসলে আপডেট টি সম্পন্ন করে ফেলুন (Manually update Android version)। তাহলে নতুন কিছু সুবিধা ভোগ করতে পারবেন।

কিভাবে বুঝবেন নতুন আপডেট আসলো কি না

এবার আপনাকে বলব কিভাবে আপনি জানতে পারবেন যর আপনার ফোনে নতুন কোন আপডেট আসছে কিনা। যদিও অনেক ফোনে নতুন আপডেট আসলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারে। কিন্তু যদি নোটিফিকেশনের মাধ্যমে জানতে না পারেন তাহলে চিন্তা কারন নেই। আপনি প্রথমে আপনার ফোনের সেটিংসে যান। ওইখান থেকে সিস্টেম আপডেট টি খুঁজে নিন। অনেক মোবাইলে About Phone অপশনে গেলে পাবেন। আবার অনেক ফোনে সরাসরি System update নামে অপশন থাকে। 

andeoid-system-update
ওটাতে ঢুকলে আপনার স্ক্যান করার অপশন পাবেন। এখান থেকে scan করে দেখুন আপনার ফোনে নতুন কোন আপডেট আছে কিনা। তবে একটা বলে রাখি আপডেট চেক করার সময় অবশ্যই ডাটা কানেকশন বা ওয়াইফাই চালু করে নিতে হবে। কারন আপডেটটি ইন্টারনেট কানেকশনের মাধ্যমেই হয়। বিভিন্ন ফোন অনুযায়ী সেটিংস ভিন্ন হতে পারে। তাই যদি আপনি বুঝতে না পারেন বা কোন সমস্যাই তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারবেন।

অ্যান্ড্রয়েড ভার্সন কিভাবে আপডেট করবেন - How to update android version

এবার বলব কিভাবে মোবাইল আপডেট করবেন। আপনার ফোনে যদি নতুন কোন আপডেট আসে তাহলে এটি করা জন্য প্রস্তুতি নিন। Update টি স্ক্যান করার পর আপনি এটার উপর ক্লিক করুন তাহলে আপনার আপডেট শুরু হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেক্ট করা থাকতে হবে। 


সবচেয়ে ভালো হয় যদি ওয়াইফাই কানেকশন থাকে। ওয়াইফাই কানেকশন না থাকলে ডাটা কানেকশন করে নিন। তারপর আপডেট শুরু করে দিন। নিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলাম যা আপনার মাথায় রাখতে হবে।

  • আপনার ফোনে যথেষ্ঠ ইন্টারনেট ডাটা থাকতে হবে। অর্থাৎ আপডেটটির জন্য যতটুকু ডাটা লাগবে তার থেকেও বেশি ডাটা আপনার ফোনে থাকতে হবে। আপনি আপডেটটিতে ক্লিক করলেই দেখতে পাবেন আপডেটটির জন্য কতটুকু ডাটা লাগবে। Android system update
  • ইন্টারনেট কানেকশন ভালো হতে হবে। অর্থাৎ ইন্টারনেটের গতি ভালো থাকতে হবে। নয়তো আপডেট হতে দেরি হবে বা আপডেট করাতে সমস্যা হবে।
  • মোবাইলটি সম্পূর্ণ চার্জ করে নিবেন। যাতে করে আপডেট করানোর সময় এটি বন্ধ হয়ে না যায়। তাহলে সমস্যাই পড়তে পারেন।
  • আপডেট করার সময় মোবাইল বন্ধ করবেন না এবং ডাটা কানেকশন বন্ধ করবেন না। অর্থাৎ যতক্ষণ আপডেট সম্পূর্ণ না হয় ততক্ষণ মোবাইলে কিছু করবেন না। আপডেট সম্পূর্ণ হয়ে গেলে মোবাইলটি নিজে নিজেই রিস্টার্ট হবে। (Update my phone software online)

এভাবেই পারবেন আপনার ফোনটিকে অ্যন্ড্রয়েড ভার্সন আপডেট করে নতুন কিছু সুবিধা ভোগ করতে। এখানে আরেকটি কথা বলে রাখি অনেক সময় আপডেট করলে কিছু সমস্যাও ভুগতে পারেন। তবে ভয় পাওয়ার কিছু নাই। যদি ওই আপডেটে সমস্যা থাকে তাহলে ফোন কোম্পানী আবার নতুন করে আপডেট নিয়ে আসবে। তখন আবার উপরের দেখানো নিয়মে নতুন করে আপডেট করে নিবেন। আবার আপনি চাইলে আপনার ব্যবহৃত মোবাইল কোম্পানীর কাস্টমার সার্ভিস কেয়ারে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে সমস্যার সমাধান দিয়ে দিবে। পোস্টটি এখানেই শেষ করছি। ধৈর্য ধরে এতক্ষণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ