Header Ads Widget

শিরোনাম

6/recent/ticker-posts

কিভাবে ইনস্টাগ্রাম প্রোফাইল লক করবেন

পোস্টের টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কি নিয়ে আলোচনা করব। আমার আজকের পোস্টে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লক করে রাখবেন। যদিও অনেকে ইনস্টাগ্রম প্রফাইল লক সম্পর্কে জানে কিন্তু অনেকে জানেনা। যারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট টি।

instagram-profile-lock

বর্তমান সময়ে ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় সোশ্যাল অ্যাপ। অনেকেই এই অ্যাপটি ব্যবহার করে। যদিও ইনস্টাগ্রাম ব্যবহারের নিয়ম অনেকেই জানে এবং এটি একটি সামাজিক যোগাযোগের মাধ্যম, সেহেতু আমাদের এখানে নিরাপত্তার জন্য কিছু সেটিংস করতে হয়। ইনস্টাগ্রাম প্রোফাইল লক এমনই একটি সেটিং আপনাকে অনেক নিরাপত্তা প্রদান করবে। তবে instagram business profile এ এটি করা যায় না।

ইনস্টাগ্রাম প্রোফাইল লক করার ধাপ

চলুন তাহলে দেখে নেই কিভাবে ইনস্টাগ্রাম প্রোফাইল লক করতে হয়। আপনি যদি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল প্রাইভেট করে রাখতে চান তাহলে প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করুন। ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর লগইন করে নিন। তাহলে আপনি অ্যাপের হোমপেজ অর্থাৎ নিউজ ফিড দেখতে পাবেন। 

এবার আপনি নিচের ডান পাশে খেয়াল করুন এবং এখানে আপনার প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন। আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করুন। তাহলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটি চলে আসবে। 

আপনার প্রোফাইলে আসার পর উপরে ডানপাশে একটা জিনিস খেয়াল করুন এখানে তিনটি দাগ আছে। এই তিনটি দাগের উপর ক্লিক করুন। তিনটি দাগের উপর ক্লিক করার পর একটা জিনিস খেয়াল করবেন ডান পাশ থেকে একটি পর্দার আসবে। এখানে সবার নিচে খেয়াল করুন সেটিংস নামে একটি অপশন আছে। এবার সেটিংস এ ক্লিক করুন। সেটিংস এ ক্লিক করার পর আপনি অনেকগুলো Settings দেখতে পাবেন। 

instagram-private-account-setting

এখন এখান থেকে আপনাকে Privacy তে ক্লিক করতে হবে। প্রাইভেসি অপশনে ক্লিক করার পর আপনি সর্বপ্রথম একটি অপশন দেখতে পাবেন। এটি হলো Private Account। তখন আপনি দেখতে পাবেন এ প্রাইভেট একাউন্ট টি বন্ধ করা আছে। এবার আপনার কাজ হল এটি অন করে দেওয়া। আপনি এটি অন করার সাথে সাথে একটি পপ-আপ ইউনডো দেখতে পাবেন। এখান থেকে ok-তে ক্লিক করুন। তাহলেই হয়ে যাবে আপনার instagram profile lock বা private।

ইনস্টাগ্রাম আইডি আনলক করার উপায়


এতক্ষণ তো দেখলেন কিভাবে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইল লক করবেন। এবার বলবো কিভাবে আপনি এটি আনলক করবেন। আপনি যদি ইনস্টাগ্রাম প্রোফাইল আইডি আনলক করতে চান তাহলে আগের মতো সেটিংস গুলো তে যান। এরপর প্রাইভেট একাউন্ট অপশনটি অফ করে দিন। তাহলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল আগের মত পাবলিক হয়ে যাবে।

আরো টিপস: ইনস্টাগ্রাম অ্যাপে ডার্ক থিম চালু করার নিয়ম

আজকের এই পোস্টটি এখানেই শেষ করছি। আপনি যদি প্রতিনিয়ত এমন আরো টিপস পেতে চান তাহলে আমাদের সাইটে ভিজিট করুন। আমাদের এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন টিপস শেয়ার করে থাকি। আর আমার টিপস গুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর যদি কোন সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ